শ্রীলঙ্কা সফরের আগে ইন্ডিয়ান টিমে বড়ো আপডেট

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে খেলার একটা আপডেট নিয়ে পোস্ট শেয়ার করে নেবো। মূলত টি২০ ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে, ইন্ডিয়ান টিমে একটা রদবদল ঘটেছে। আর এমনিতেও এই টি২০ ওয়ার্ল্ড কাপ নিয়ে জল্পনার শেষ নেই। আর এই বিশ্বকাপে রাহুল দ্রাবিড় হেড কোচ থেকে অবসর নেওয়ার পরে, নতুন কোচ কে হবে তা নিয়ে একটা গভীর আলোচনা চলতে থাকে আর এটা মোটামুটি আইপিএল এর সময়ের থেকে জল্পনা শুরু হয়েছিল। মূলত গৌতম গম্ভীরকে করার চিন্তাভাবনা মাথায় নিয়েই তারা এগিয়ে যাচ্ছিলো। তবে এখানে গৌতম গম্ভীর এর হেড কোচ হওয়া নিয়ে অনেকের অনিচ্ছা প্রকাশ পায়, আর টিমের অনেকেই সত্যি বলতে ভালো চোখে দেখে না। তবে এটা সম্পূর্ণ বোর্ড এর সিদ্ধান্ত, এখানে তাদের ইচ্ছা বা অনিচ্ছা দিয়ে কিছু হবে না।

কারণ সবার মাঝেই পছন্দ, অপছন্দর একটা ব্যাপার থাকে। তবে এখানে শেষ পর্যন্ত গৌতমকেই হেড কোচ হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু গৌতম কোচ হওয়ার পরে সে একটা বড়সড়ো রদবদল এনেছে, সেটা টি২০ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে। এক্ষেত্রে আর কিছুদিন পরে মেইন টিম নিয়ে ভারত শ্রীলঙ্কা সফর করবে আর এখানে টি২০ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখানে টিমের মধ্যে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে গম্ভীর। বর্তমানে সূর্যকুমারের ওই ক্যাচ নিয়ে বোর্ড অনেক খুশি আর তাকে ভবিষ্যতে কি প্রমোশন দেবে সেটাও কিন্তু একটা বিষয়। তবে অনেক অল্প সময়ে তার ভাগ্য খুলে গিয়েছে বলা যায়।

কারণ আগের টিম অনুযায়ী রোহিতের পাশাপাশি হার্দিককে সহ অধিনায়কের জায়গা দিলেও বর্তমানে গম্ভীর সেটা পরিবর্তন করে টি২০ তে সূর্যকুমারকে অধিনায়ক করেছে এবং এখানে গিলকে সহ অধিনায়ক করেছে। এই টি২০ ম্যাচে সবাই যাবে টিমের হয়ে ঠিকই, কিন্তু এখানে রোহিত বা বিরাট কোহলি কেউই খেলবে না। তারা শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে, তবে এটাতে আবার রোহিতের অধিনায়কের জায়গাটা সম্মানের সাথে বজায় রেখেছে। এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই যে, রোহিত একজন অধিনায়ক হিসেবে যথেষ্ট ভালো এবং দেশ ও টিমের জন্যই ভাবে নিঃস্বার্থভাবে। তবে এই সম্পূর্ণ ম্যাচগুলোতে আবার অনেকেই না খেলার সম্ভাবনা আছে, যেমন এখানে বুমরাহ নাও খেলতে পারে, তাকে রেস্টে রেখে সেখানে খলিল, রিঙ্কু এদের নামাবে যা মনে হয়।

কারণ এরা আবার নতুন টিম হিসেবে জিম্বাবুয়ের সাথে কিছুদিন আগে বেশ ভালো খেলেছে, ফলে তাদেরও ওয়ানডেতে না হোক টি২০ তে সুযোগ করে দেওয়া ভালো, এতে তাদের অভিজ্ঞতাও ভালো বাড়বে। এমনিতেও বিরাট নিয়েছে অবসর, কিন্তু জাদেজাও নিতে পারে টি২০ থেকে, আসলে এরা তো অনেকদিন থেকেই খেলছে, ফলে এইবার তারা নতুনদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। তবে এখানে একটা বিষয় আছে, যদিও হেড কোচের উপর কোনো কথা বলার সাহস নেই, কারণ সে যা বলবে সেটাই ফাইনাল টিমের জন্য।

কিন্তু হার্দিককে যে সহ অধিনায়ক এর পদ থেকে সরালো, এই নিয়ে একটা রেষারেষির সম্ভাবনাও আছে। কারণ এরা মাঝে মাঝে কোচ পছন্দ না হলে আবার তাকে পদত্যাগের জন্য ম্যাচ হারতে থাকে একভাবে, এটা কয়েক বছর আগে একবার এই ঘটনা ঘটেছিলো কোহলির নেতৃত্বাধীন । তবে যাইহোক, গম্ভীর টিম লিডার বা কোচ হিসেবে খারাপ না, সেটা আইপিএল এও প্রমান পাওয়া গিয়েছে। দেখা যাক তারা এখন নতুন কোচের সাথে খাপখাইয়ে চলতে পারছে কিনা।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

গৌতম গম্ভীরের ব্যাটিং আমার কাছে বেশ ভালো লাগতো। গম্ভীরকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়াতে আমার মতে বেশ ভালোই হয়েছে। তাছাড়া টি-টোয়েন্টি তে সূর্যকুমারকে অধিনায়ক এবং গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে, এটা জেনে আরও বেশি ভালো লাগলো। কারণ এই দুজনের ব্যাটিং আমি বেশ উপভোগ করি। যাইহোক ইন্ডিয়ান টিমের আপডেট জেনে ভীষণ ভালো লাগলো দাদা। আশা করি শ্রীলংকা সফরে ইন্ডিয়া বেশ ভালো পারফরম্যান্স করবে। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45