অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড এর অসাধারণ ব্যাটিং

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: hotstar

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। এই ম্যাচটা ছিল স্কটল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে। তবে এই ম্যাচটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, অস্ট্রেলিয়া তো অলরেডি সুপার ৮ এর জন্য কোয়ালিফাই করে ফেলেছিলো। কিন্তু মাঝে ইংল্যান্ড আর স্কটল্যান্ড একটি করে ম্যাচে ১ পয়েন্ট করে পেয়ে ৫ পয়েন্টে অবস্থান করছিলো, ফলে এখানে যেকনো একটা টিম হারলেই আরেকজনের পথ বন্ধ। এখানে ইংল্যান্ড এর ভয়ের একটা ব্যাপার ছিল, কারণ স্কটল্যান্ড তেমন বড়ো টিম এখনো না হলেও তাদের অবস্থান এই টি২০ বিশ্বকাপে অনেক শক্ত ছিল। অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচটা হয়েছিল ওয়েস্টইন্ডিজে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়,তবে স্কটল্যান্ড ব্যাটিংয়ে এসে জোশ হারিয়ে ফেলে, প্রথমের দিকেই জোন্স বোল্ড আউট হয়ে যায়। তবে স্কটল্যান্ড এর মুন্সী আর ম্যাকমুলেন অসাধারণ খেলা শুরু করে, যেন তাদের খেলা দেখে মনে হচ্ছিলো না কোনো হাইপাই টিমের সাথে খেলছে।


স্ক্রিনশর্ট: hotstar

অস্ট্রেলিয়ান এর স্টার্ক, মার্শ সবাইকেই বলতে গেলে তুলো ধনা করেছিল। প্রথমে আউট হলেও পাওয়ারপ্লে ওভারে রান ঠিকই জায়গায় রেখেছিলো সবাই। রান রেট সাড়ে ৯ এর আশেপাশে ছিল প্রায় বলতে গেলে। ম্যাকমুলেন সব থেকে বেস্ট খেলেছিল, বিশেষ করে সুইপ শর্টগুলো দারুন খেলেছিল তারা। মুন্সী বেশিক্ষন না টিকে থাকলেও পরে বেরিংটনও এসে ভালো ঝড়ো ইনিংস উপহার দিয়ে যায়। তবে অস্ট্রেলিয়াও ভালোই ক্যাচ মিস করেছিল। কিন্তু স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে এতো ভালো খেলবে এটা আশা করা যায়নি, একদম করলো তো করলো সোজা ১৮০ রান। ম্যাকমুলেন যদি আউট না হতো মাঝ পথে, তাহলে ২০০ রান ধরা ছিল। এক কোথায় বলা যায় অসাধারণ খেলেছে আর এই টি২০ বিশ্বকাপে মনে হলো এই প্রথম একটু ভালো রান এর ম্যাচ দেখতে পেলাম। অস্ট্রেলিয়া এই রান চেজে প্রথমে চাপে পড়ে গিয়েছিলো একপ্রকার। ডেভিড ওয়ার্নারকে প্রথম ওভারেই জালে ফেলায়, ওয়ার্নার একপ্রকার বিপদজনক ব্যাটসম্যান। তবে ট্রাভিস হেড ভালো ব্যাটিং শুরু করে, কিন্তু এখানে স্কটল্যান্ড তাদের বাকি ব্যাটসম্যানদের চাপে ফেলিয়েছিলো ভালোই।


স্ক্রিনশর্ট: hotstar

পরপর ৩ জনকেই মাঠের বাইরে যেতে বাধ্য করে দিলো আর খুবই ভালো ব্যাটসম্যান ছিল তারা। কিন্তু ট্রাভিস এর সাথে স্টোনিস এসে ঝড় তুলে দিলো। স্টোনিস কিন্তু আবার অতটা ভালো খেলে না সব ম্যাচে, এই ম্যাচে কিভাবে যে গণ ধোলাই শুরু করলো হা হা। এই ম্যাচটা যদি রান তুলতে সক্ষম হয়, তবে এক এই ট্রাভিস আর স্টোনিস এর জন্য, নাহলে এই রান চেজ অসম্ভব হয়ে পড়েছিল। স্কটল্যান্ড একটু ভুল করেছে এখানে, ট্রাভিস এর ইজি ক্যাচ মিস করে, আর ওখানেই ধরতে পারলে খেলার ভাবমূর্তিই ঘুরে যেত অর্থাৎ স্কটল্যান্ড এর দিকে ভারী থাকতো। স্কটল্যান্ড লাস্টে এসে বল, ফিল্ডিং দুটোই তালগোল পাকিয়ে ফেলে। আর সব থেকে বড়ো ভুল হলো ক্যাচ মিস করে অনেকগুলো, যার ফল ওটাই।


স্ক্রিনশর্ট: hotstar

নাহলে অস্ট্রেলিয়া এই রান তুলতে প্রায় ২০ ওভার লাগিয়ে দিয়েছিলো, মাত্র ২ বল হাতে থাকতে জিতেছে। তবে উইকেট এর দিক থেকে ৫০-৫০ ছিল তাদের। দারুন ম্যাচ হয়েছিল এটি। তবে স্কটল্যান্ড এতো কম সময়ে এতো ভালো টিম তৈরি হয়েছে, এটা ভাবাই যায়নি, কারণ তাদের খেলা তো নরমালি দেখাই হয় না। তবে যাইহোক, এইবার সুপার ৮ এ যেতে যেতে আটকে গিয়েছে, কিন্তু ভালো খেলে হেরেছে, মানতেই হবে। আর এখন সুপার ৮ এর খেলা শুরু হবে, দেখা যাক কি হয় পরিস্থিতি, কারণ অনেক সময়ে ভালো টিম বাদে নরমাল টিমই চলে যায় ফাইনালের দিকে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

স্কটল্যান্ডের অনেক ম্যাচ আমি দেখেছি। তারা বেশিরভাগ সময়ই ভালো ব্যাটিং করে থাকে। বিশেষ করে মুন্সী এবং বেরিংটন অসাধারণ দুইজন ব্যাটসম্যান। যাইহোক এই ম্যাচ স্কটল্যান্ড হারলেও দারুণ ফাইটিং করেছে। টি-টোয়েন্টি ম্যাচ এমন না হলে খেলা দেখতে ভালো লাগে না। তবে এটা ঠিক, স্কটল্যান্ড যদি এতগুলো ক্যাচ মিস না করতো,তাহলে হয়তোবা এই ম্যাচটি জিততে পারতো। যাইহোক এই ম্যাচের রিভিউ দারুণভাবে শেয়ার করেছেন দাদা। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

স্কটল্যান্ড এর খেলা আমিও দেখিনি দাদা। তারা যে এত ভালো খেলে আগে জানতাম না। আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। কয়েকদিন থেকে ব্যস্ততার কারণে খেলা দেখা হয় না। তবে আজকে আপনার পোষ্টের রিভিউ পড়ে ভালো লেগেছে।অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড অসাধারণ ব্যাটিং করেছে বুঝতেই পারছি দাদা। দারুন ভাবে খেলার মুহূর্তগুলো আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54