ব্রিলিয়ান্ট সেঞ্চুরি

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

আজকে আপনাদের সাথে আরেকটি খেলাধুলা পোস্ট শেয়ার করে নেবো।আসলে আজকে আর্ট পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু এই সপ্তাহে আর কিছু করা হয়নি। যাইহোক, ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের এই টি২০ ম্যাচটি টানা দুটি হলো। গতকালকের ম্যাচটি ভালো লেগেছে, কারণ কাল এক পক্ষের থেকে হলেও ৪ আর ৬ এর ঝড় বয়েছে। আর এই হারারের পিচটাও ছিল দারুন স্মুথ। ইন্ডিয়া গত ম্যাচে যে ভুলটা করেছিল, সেটা আর এই ম্যাচে করেনি অর্থাৎ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আর আগের ম্যাচের হারার শোধতো তুলতে হবে তাদের, নাহলে মানসম্মান আর থাকবে না যদি এদের কাছেই হারতে থাকে। যদিও এই ম্যাচটি কোনো টিমের ভালো করে দেখিনি, বেশিরভাগটাই হাইলাইট হিসেবে দেখেছিলাম। তবে ইন্ডিয়া ব্যাট প্রথমে করে সুবিধাও পেয়েছে, কারণ মনের মতো মারতে পেরেছে আর রানটাও ভালো তুলেছে।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

এই ম্যাচে তেমন কাউকে ব্যাটে আসা লাগেনি, মাত্র ৩ জনেই মাঠ কাঁপিয়ে দিয়েছিলো। গিল এই ম্যাচে মোটেও খেলতে পারেনি, এর আসলে আইপিএল থেকেই ফাড়া যাচ্ছে, ফর্ম নেই একদমই যা মনে হচ্ছে। তবে অভিষেক যা করলো, তাতে জিম্বাবুয়ের বোলাররা আসলেই ভয় পেয়ে গিয়েছে, এরকম মার মনে হলো আইপিএল এর পর এই প্রথমবার মারতে দেখলাম। আর তার এই ইন্টারন্যাশনাল ম্যাচে এইটা অভিষেকও বলা যায়। এতো সুন্দর স্মুথলি খেলেছে, সেটা না দেখলে বোঝা যাবে না, যদিও এর ব্যাটিংটা আমি সরাসরি দেখতে পারিনি, কিন্তু হাইলাইটস যা দেখলাম, তাতে শুধু ৬ আর ৪ বেরিয়েছে ব্যাট থেকে। একে একপ্রকার ছোট শর্মা বলা যায় অর্থাৎ রোহিত শর্মার অনুকরণে বললাম আর কি। মেরেছে হলো মাধেভেরে নামের এক বোলারকে, এতো মার্ মেরেছে যে, দিশাই হারিয়ে ফেলেছিলো।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

মাত্র ৪৭ টা বল খেলে ঝড়ের বেগে সেঞ্চুরি করলো, একদম ব্রিলিয়ান্ট একটা সেঞ্চুরি বলা যায়। রান মানে, বেশিরভাগটাই একাই তুলে দিয়ে গিয়েছিলো, পাওয়ারপ্লে থেকে শুরু করে, তবে তার ১০ ওভার হওয়ার আগেই এই সেঞ্চুরির পদক অর্জন করেছে। বাকিটা রুতুরাজ আর রিঙ্কু মিলে ঝাড়া শর্ট খেলে রান তুলেছে। রান ২০০ হবে এটা তো বোঝাই গিয়েছিলো, কিন্তু এতটা হবে সেটা ভাবা যায়নি, লাস্ট দুই ওভারে ২০+ রান করেছে এবং সর্বশেষ একটা বিশাল টার্গেট পড়ে যায় ২৩৪ রানের। জিম্বাবুয়ের আসলে এতো রান চেজ করার মতো ব্যাটসম্যানই নেই, যা আছে তাতে সম্ভব না একপ্রকার। তবে এই পিচ হিসেবে তো এই রানের অনুকরণে ধরেই নেওয়া যায় যে, অন্তত ১৫০+ রানের কাছে যাবে।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

কিন্তু এতো ভয়ঙ্কর ভাবে হারবে সেটা বোঝা যায়নি, ওরা খেলেছে ঝড়ের মতো আর এরা আউট হয়েছে ঝড়ের মতো, যেন দেখতে দেখতে সব উইকেট উড়ে গেলো। মাধেভেরে এই প্লেয়ারটা একটু ভালো খেলেছিল দেখেছিলাম, তাছাড়া বাকি সবাই একদম জল-ভাতের মতো রান করেছে। ১০০ রানও করবে বলে সন্দেহ হচ্ছিলো, কিন্তু যাইহোক, টেনেটুনে ১৩৪ মতো করেছিল। তবে অনেক রানের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে, ১০০ রান মানে অনেক। অভিষেক শর্মা একজন অলরাউন্ডার এবং সেই সাথে ওপেনার হিসেবে দারুন খেলেছে। এইরকম যদি ভালো খেলতে থাকে, তাহলে ভবিষ্যতে মেইন টিমে সহজেই জায়গা করে নিতে পারবে বলে আশা করা যায়, যদিও ইন্ডিয়ান টিমে সহজে চান্স পাওয়া যায় না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

ভারতীয় ক্রিকেট দল তরুণদেরকে খেলার সুযোগ করে দিচ্ছে বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। অভিষেক সারমা কালকে অনেক সুন্দর একটা ম্যাচ আমাদের সকলকে উপহার দিয়েছেন। প্রথমবারের মতো সেঞ্চুরি করার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই।

 3 days ago 

দাদা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আপনার শেয়ার করা আজকের এই খেলা বিষয়ক পোস্টটা পড়তে। ইন্ডিয়া টিমের এত সুন্দর খেলা দেখে সত্যি আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। তারা তো দেখতেছি 4,6 রান দিয়ে শুধু খেলছিল। বুঝতেই পারতেছি ঝড়ের মতো তারা রান তুলেছিল। মাত্র ৪৭ টা বল খেলে তারা সেঞ্চুরি করেছে বিষয়টা শুনে অনেক ভালো লাগতেছে। কিন্তু এই ম্যাচে জিম্বাবুয়ে দেখছি বেশ ভয়ংকর ভাবেই হেরে গিয়েছে। অনেক রানের ব্যবধানে হেরে গিয়েছে দেখছি তারা ইন্ডিয়ার কাছ থেকে। ইন্ডিয়া টিম যদি এভাবেই চেষ্টা করে, তাহলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে। গত ম্যাচে হেরে যাওয়ার প্রতিশোধ তাহলে এই ম্যাচেই তারা নিয়ে নিয়েছে। এত সুন্দর করে খেলা বিষয়ক পোস্টটা আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 days ago 

দাদা আমার কাছে খুবই ভালো লাগে আপনার খালে বিষয়ক পোস্টগুলো পড়তে। আসলে ব্যস্ততার কারণে এখন আর খেলা দেখা হয় না আমার। কিন্তু আমি আগে প্রচুর পরিমাণে খেলা দেখে থাকতাম। ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ একসাথে দুইটা হয়েছে এটা দেখে অনেক ভালো লেগেছে। প্রথম ম্যাচে ইন্ডিয়া জিম্বাবুয়ের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দেখছি অসাধারণ ভাবে খেলেছে। ইন্ডিয়া টিমের এত দুর্দান্ত খেলা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। রানের পর শুধু রান নিয়েছে তারা। খুব কম বল এ তারা সেঞ্চুরি করে ফেলেছে। আসলেই ঝড়ের গতিতে মনে হয় খেলেছিল। এত সুন্দর এবং দুর্দান্ত একটা ম্যাচের রিভিউ আপনার মাধ্যমে পড়তে পেরে সত্যি অনেক ভালো লাগতেছে দাদা। আশা করছি আপনি পরবর্তীতেও আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্ট নিয়ে হাজির হবেন।

 3 days ago 

দাদা এই ম্যাচে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। গিল ছাড়া বাকি তিনজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অভিষেক তো ৮ টা ছয় এবং ৭ টা চারের সাহায্যে ৭৬ রান করে ফেলেছিল। যাইহোক অসাধারণ একটি সেঞ্চুরি পেয়েছে অভিষেক শর্মা। এই ধরনের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে ভীষণ ভালো লাগে। শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইন্ডিয়া। আশা করি এই সিরিজের বাকি তিন ম্যাচেও ইন্ডিয়া দারুণ খেলবে এবং সিরিজ জিতবে। যাইহোক এতো সুন্দর ভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

গিলকে যখন আমি বিশ্বকাপে দেখি নাই,তখনই ভেবেছিলাম ওর ফর্ম নেই। আর এই দুই ম্যাচেও সেটাই লক্ষ করলাম। তবে অভিষেক শর্মা যা করলো জুনিয়ার শর্মা বলে আপনি ভুল বলেন নি। মাত্র ৪৭ বলে ১০০ রান। চিন্তা করেছেন। আর পরের দুইজনও ভালোই খেলেছে। ২৩৪ রান তো জিম্বাবুয়ের কাছে পাহাড়। তারপরও তারা ভালোই খেলেছে,১৩৪ রান করেছে। ধন্যবাদ।

 2 days ago 

দাদা,৪ আর ৬ এর ঝড় বয়েছে পড়েই এখুনি খেলাটা দেখতে ইচ্ছে করছে।কিন্তু সামনে এক্সাম তাই আর হবে না।তবে আপনার সহজ ভাষায় লেখা খেলার রিভিউ পড়ে ভালো লাগলো।তবে ইন্ডিয়া জিতে গেছে এটা আমাদের জন্য গর্বের।ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

হায়দ্রাবাদের একটা ম‍্যাচে এই অভিষেক শর্মার খেলা দেখে ভালো লেগেছিল। সত্যি দারুণ ব‍্যাটিং করে এই ছেলেটা। আর নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি টুয়েন্টি ম‍্যাচে করল কী মাএ ৪৬ বলে সেঞ্চুরি। সত্যি প্রশংসনীয়। আর ঐ রান চেজ করা জিম্বাবুয়ের পক্ষে সম্ভবকর না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43