ওয়েব সিরিজ রিভিউ: হোস্টেজেস ( সিজন ২: পর্ব ১ )

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে 'হোস্টেজেস' ওয়েব সিরিজটির সিজন ২ এর প্রথম পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "ফ্রম দ্যা ফ্রাইং প্যান টু দ্যা ফায়ার"। গত লাস্ট দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীকে মৃত ঘোষণা করে ওখান থেকে লুকিয়ে মিশিওনারিতে নিয়ে আসে। এরপর সিজন ২ তে ঘটনা কি হয় সেটা দেখা যাক।


স্ক্রিনশর্ট: ইউটিউব


✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠

সিরিজটির নাম
হোস্টেজেস
প্লাটফর্ম
hotstar
সিজন
পর্ব
ফ্রম দ্যা ফ্রাইং প্যান টু দ্যা ফায়ার
পরিচালকের নাম
শচীন কৃষণ
অভিনয়
রনিত রায়, মালহার রাঠোড়, সূর্য শর্মা, টিসকা চোপড়া, অনাংশ বিশ্বাস, দালিপ তাহিল, শচীন খুরানা ইত্যাদি
মুক্তির তারিখ
৩১ মে ২০১৯( ইন্ডিয়া )
সময়
৩৮ মিনিট ( প্রথম পর্ব )
ভাষা
হিন্দি
কান্ট্রি অফ অরিজিন
ইন্ডিয়া


☬মূল কাহিনী:☬


স্ক্রিনশর্ট: hotstar

তো যেদিন মুখ্যমন্ত্রীকে তারা সবাই মৃত মনে করেছিল, তারা তার অন্তিম সংস্কারের জন্য হসপিটালে দেহ নিতে যায়। কিন্তু তাকে তো মিশিওনারি নামক একটি জায়গায় নিয়ে আসে পৃথ্বী তার ওয়াইফ এর বন ট্রান্সফারের জন্য। তবে পরের তারিখ মোটামুটি তার ওয়াইফকে সুস্থ থাকতে দেখা যায় অর্থাৎ স্বাভাবিক ভাবেই চলাফেরা করতে থাকে । এখন এখানে যে মুখ্যমন্ত্রীকে মারার জন্য শুধু তার সিকিউরিটি ম্যানেজার রয়েছে তা কিন্তু না, তার ওয়াইফও এখানে যুক্ত আছে। কারণ মুখ্যমন্ত্রীর ওয়াইফ আসল কাহিনীটা মোটামুটি জানতো আমার মতে, কারণ মর্গে যখন তার হাসব্যান্ড অর্থাৎ মুখ্যমন্ত্রীর মৃত দেহ একবার শনাক্ত করার জন্য পাঠানো হয়, তখন কাউকে যেতে মানা করে এবং ভিতরে যে মর্গের সিকিউরিটি ছিল তাকে জাস্ট একটা কথা বলে যে 'আমার যেটা করার ছিল সেটা করে দিয়েছি', এর মানে একটাই দাঁড়ায় যে সে জানতো বিষয়টা।


স্ক্রিনশর্ট: hotstar

আর তাই লাশ না দেখেই বেরিয়ে এসে একপ্রকার কান্নার এক্টিং করতে থাকে। তবে তাকে মারার জন্য তার যে ম্যানেজার হন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছে সেও জানতো তাকে মারা হয়েছে, কিন্তু সেটা পরে যখন মর্গে ঢুকে দেখে তার জায়গায় অন্য লাশ, তখন আর সেই ঘায়েল বাঘের মতো ক্ষেপে যায়। আর মর্গের ইনচার্জ অর্থাৎ সিকিউরিটির পাশাপাশি আরো একজন কাজ করে আর সে তাকে টাকা দিয়ে এই লাশ চেঞ্জ করে ফেলে। এখন এখানে যে বিষয়টা দাঁড়ায় যে, সেই লোকটাকে ধরে মারধর করার ফলে বিষয়গুলো ফাঁস করে দেয় এবং ওই সিকিউরিটি যে হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার লুকিয়ে সেই মিশিওনারীতে নিয়ে যাওয়ার সময়ে ফ্লো করে আর ওখানেই যখন পৃথ্বী তাকে সরিয়ে অন্যত্র অর্থাৎ মনে হলো তাকে এবং তার শালাকে কাঠমুন্ডুতে গিয়ে থাকতে বললো। তো যাইহোক, ওখানে দেখে ফেললে তো তাকে মারার জন্য উঠেপড়ে লাগে, তাদের গাড়ি ফ্লো করতে থাকে এবং হরিয়ানার একটি গ্রামের মধ্যে গিয়ে জ্যামে আটকে গেলে মুখ্যমন্ত্রী ওখান থেকে চালাকি করে সুযোগ বুঝে পালিয়ে যায়।


স্ক্রিনশর্ট: hotstar

কারণ সামনে কিসের জন্য জ্যাম বেঁধেছে সেটা দেখার জন্য সবাই গাড়ির থেকে নেমে যায়। যদিও মুখ্যমন্ত্রীকে ঘুমের ইনজেকশন দিয়ে নিয়ে আসে, কিন্তু তার ইফেক্ট বেশিক্ষন আর থাকেনি। এখন পালানোর সময়ে তার ম্যানেজার আবার সেটা দেখে ফেললে তাকে মারার জন্য তার পিছু পিছু যায়। কিন্তু পৃথ্বী তার আগেই তাকে খুঁজে বের করে ফেলে। এদিকে পৃথ্বীর ওয়াইফ রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে যায় অর্থাৎ তার শরীরে অক্সিজেন ফল হতে থাকে। এরপর গ্রামের একটি ভাঙাচোরা ঘরে সেখানে নিয়ে গিয়ে অক্সিজেন দেয়, কিন্তু এরা আবার সেখানে চলে যায় আর গুলি বর্ষণ করতে থাকে। যদিও পৃথ্বী অন্য সাইড দিয়ে সেই জায়গায় পৌঁছিয়ে যায়, ফলে ক্ষতি করতে পারেনি কারো, তবে ম্যানেজার এর একজন সঙ্গী মারা যায়। এর মধ্যে আবার ওখানে কিভাবে কারো সোর্সের মাধ্যমে পুলিশ চলে আসে পুলিশ তো ঘায়েল হয়, কিন্তু তাদের আবার অনেকজন ব্যাকআপ হিসেবে চলে আসে সেখানে।


☬ব্যক্তিগত মতামত:☬

মোটামুটি এই পর্বে বিশেষ কিছু হয়নি বলতে, এখানে পৃথ্বী মিশিওনারি জায়গাটা চেঞ্জ করে অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করেছিল। তবে এই প্ল্যানটা কিছুটা তার শালার সাথে শেয়ার করে অর্থাৎ কাঠমুন্ডুতে যাওয়ার বিষয়ে কথোপকথন চলছিল। এখন যেটা মনে হলো তারা সবাই এয়ারপোর্ট এর দিকেই যাচ্ছিলো। কিন্তু মাঝে তাদের উপর হামলা হয়ে যায়, এখন তাদের সবাইকেই পুলিশ ঘেরা করে ফেলে। তবে এই মিশনে যে পৃথ্বী আছে সেটা কিন্তু জানে না পুলিশ, কারণ তারা সবাই পৃথ্বীকে চেনে আবার। এখন তারা সন্ত্রাসী ভেবে একপ্রকার চারিপাশ ঘিরে ফেলে। এখন দেখা যাক এখানে টুইস্টটা কি হয়।


☬ব্যক্তিগত রেটিং:☬
৭.৫/১০


☬ট্রেইলার লিঙ্ক:☬



শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

দেখতে দেখতে এই ওয়েব সিরিজটার একটা সিজন শেষ হয়ে গিয়েছে। প্রথম সিজন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর দ্বিতীয় সিজনের প্রথম পর্ব টাও অনেক ভালো লেগেছে দাদা। আর দেখছি দ্বিতীয় সিজনের প্রথম পর্বের নাম ছিল "ফ্রম দ্যা ফ্রাইং প্যান টু দ্যা ফায়ার"। এই পর্বটার জন্য অপেক্ষায় ছিলাম। আজকে পড়ে অনেক ভালো লাগলো পর্বটা। তবে অন্য পর্বগুলোর মতো দেখছি এই পর্বটাতে তেমন বিশেষ কিছু হয়নি। পৃথ্বী একটা জায়গা চেঞ্জ করে আরেকটা প্ল্যান করেছিল, কিন্তু এটা আবার সে দেখছি তার শালার সাথে শেয়ার করেছিল। আবার তারা কোথাও যাওয়ার সময় পুলিশ সবাইকে ঘেরা করে ফেলেছে। এখন পরবর্তীতে কি হবে এগুলো জানার জন্য অনেক বেশি আগ্রহ জেগেছে। আশা করছি আপনি অনেক তাড়াতাড়ি পরবর্তী পর্বের আমাদের মাঝে শেয়ার করে নিবেন।

 last month 

এই ওয়েব সিরিজের সিজন-১ এর রিভিউ পড়ে ভীষণ ভালো লেগেছিল দাদা। তাছাড়া সিজন-২ এর প্রথম পর্ব পড়েও খুব ভালো লাগলো। যাইহোক মুখ্যমন্ত্রী তাহলে পালিয়ে গেলো। পুলিশ যেহেতু তাদের সবাইকে ঘেরাও করে ফেলেছে, তাহলে তো তাদের পালানোর কোনো রাস্তা নেই মনে হচ্ছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। যাইহোক এতো সুন্দর ভাবে এই পর্বের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59304.77
ETH 2534.68
USDT 1.00
SBD 2.41