আয়ারল্যান্ড এর বিপক্ষে দুর্দান্ত বোলিং প্রদর্শন ইন্ডিয়ার

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: hotstar

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আমাদের ইন্ডিয়া আর আয়ারল্যান্ড এর মধ্যে ম্যাচ ছিল। আর এই ম্যাচটাও ছিল নিউ ইয়র্ক এর পিচে, যেটা আমার কাছে একটা বাজে পিচ হিসেবে বিবেচিত। কারণ এই পিচে কোনো টিমই ঠিকমতো রান করতে পারবে না, একমাত্র যাদের অভিজ্ঞতা ভালো তারাই রান করতে পারবে, তাছাড়া রান করা একপ্রকার মুশকিল। তবে যাইহোক, টসে ভারত জিতেছিল এবং তারা ফিল্ডিং বেছে নেয়, যেটা তাদের বরাবরই একটা ফরম্যাট বলা যায়। তবে আমার মতে আয়ারল্যান্ড এর সাথে তাদের আগে ব্যাটিং করা উচিত ছিল, তাহলে ভালো একটা রানের দেখা পাওয়া যেত বলে আমি মনে করি। তবে এর আগে এই নিউ ইয়র্ক এর পিচ নিয়ে যা বলেছিলাম, সেটা আবার এই ম্যাচের ক্ষেত্রে একটু ভিন্ন রকম ছিল। আর এমনিতেও ক্রিকেট পিচ নরমালি কোনোটাই একই রকম থাকে না, একদিন একরকম তো অন্যদিন অন্যরকম।


স্ক্রিনশর্ট: hotstar

তবে এই পিচে বোলারদের ফায়দা ভালো, উইকেট নেওয়ার চরম সুযোগ বলা যায়। আয়ারল্যান্ড ব্যাটিং করতে এসে একপ্রকার থতোমতো খেয়ে গিয়েছিলো, ওপেনিং দুইজন তো ব্যাট-বল করতেই পারছিলো না অর্শদীপ এর বোলিং। যদিও এই পিচে একটু বাউঞ্চ আর লেন্থ বেশিই হচ্ছে, ফলে খেলাটাও একটু কঠিন। এক্ষেত্রে ভালো ভালো ব্যাটসম্যানরাও মার খেয়ে যায়। ইন্ডিয়ার যে কয়জন বল করেছে প্রত্যেকে প্রায় উইকেট নিয়েছে, কারোটাই বাকি ছিল না। আসলে যে বলগুলো অভিজ্ঞতার সাথে খেলা উচিত, সেগুলোই মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। আর এমনিতেও এই পিচে সহজে কেউ ছয় এর বাউন্ডারি পাঠাতে চাইলেও পাঠাতে পারবে না, কারণ ঠিকঠাক হিট যদি না হয় ব্যাটে-বলে, তাহলে মাঝ গ্রাউন্ডে নিশ্চিত ক্যাচ হবেই। আর আয়ারল্যান্ড বেশিরভাগ তাইই করেছিল।


স্ক্রিনশর্ট: hotstar

আয়ারল্যান্ড এর এমনিতেও একটু অভিজ্ঞতা কম আছে তারপর এতো বড়ো গ্রাউন্ডে। কিন্তু তার পরেও তারা ভালো খেলেছে বলা যায়, কারণ শ্রীলঙ্কা যেভাবে নাক কেটেছে, এরা অন্তত সেটা রক্ষার্থে ১০০ এর কাছাকাছি রানটা নিয়ে গিয়েছিলো। লাস্টে যদিও ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ডেলানি একটু যেভাবে সেভাবে পিটিয়েছিল বলে অন্তত এইটা করতে পেরেছিলো, নাহলে প্রথম থেকে ঝড়ের বেগে উইকেট পড়েছে, কারোরই রান ১০ এর গন্ডি পার হয়নি। সব থেকে বুমরা ভালো বল করেছিল, ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিল। আর এই রান চেজে ইন্ডিয়ার বিষয়ে আর কি বলি, এতো ভেবেছিলাম ৮-৯ ওভারে খতম হয়ে যাবে। কারণ ইন্ডিয়ার প্রায় ব্যাটসম্যান এর ভালো অভিজ্ঞতা আছে, আর এই পিচেই ওয়ার্ম আপ ম্যাচে কি খেলেছিল সেটাতো জানেনই যারা দেখেছেন।


স্ক্রিনশর্ট: hotstar

এই রান চেজে রোহিত আর কোহলি ওপেনে আসলেও শুরুটা বেশ ভালো করে রোহিত, কিন্তু কোহলি উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে বসে, যদিও মেরেছিলো ভালোই, কিন্তু বাউন্ডারির একদম গায়ে ফিল্ডারের হাতে গিয়ে পড়ে ক্যাচ। তবে তাতে কোনো ইফেক্ট পড়েনি, ঋষভ এসে ভালোই শুরু করে। ভালোই খেলছিল তারা। তবে রোহিত ৫০ করার পরে রিটার্ড হিসেবে মাঠের বাইরে চলে যায়, সম্ভবত তার পেশিতে একটা বল লাগার কারণে সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে মোটামুটি ভালোই একটা ব্যাটিং উপভোগ করা গিয়েছে ইন্ডিয়ার দিক থেকে। তবে যাইহোক, ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচে জয় লাভ করেছে। তবে আসল খেলা তো পাকিস্তানের সাথে হবে, ৯ তারিখ যুদ্ধ হবে একপ্রকার। দেখা যাক ৯ তারিখ কি হয়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

নিউয়র্কের এই পিচে আমাদের বাংলাদেশের কি অবস্থা হয়েছিল সেটা অবশ্য কারোরই অজানা নয়। আমিও আপনার সাথে একমত দাদা এই পিচ আসলে একটি বাজে পিচ। তবে ভারত উইন হয়েছে এটা শুনে ভালোই লাগলো। ভারত অবশ্য উইন হওয়ারই কথা কোথায় আয়ারল্যান্ড আর কোথায় ভারত এই দুটো দিক বিবেচনা করলেই বোঝা যায় কে জয় পাবে। তবে দেখা যাক 9 তারিখ মহাযুদ্ধে কে জয়ী হয়। অপেক্ষায় রইলাম দাদা আপনার 9 তারিখের স্পোর্টস রিভিউটি পড়ার জন্য।

 2 months ago 

গতরাতে আমি খেলাটা পুরোপুরি দেখেছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে। ভারতের বোলিংয়েরা খুবই সুন্দর বল করেছে। আর সবশেষে ব্যাটসম্যান এরাও অনেক সুন্দর ব্যাট করেছে যার জন্য খেলাটা কোন প্রতিযোগিতা ছাড়াই ভারত জিতে গিয়েছে।

 2 months ago 

গত ম্যাচে আয়ারল্যান্ড ইন্ডিয়ার কাছে একেবারেই পাত্তা পায়নি। আসলে ইন্ডিয়া ক্রিকেট টিমের যে শক্তি সেখানে এমনটাই আমরা প্রত্যাশা করেছিলাম। যাইহোক এখন দেখার বিষয় আগামী 9 তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কেমন হয়। আমার প্রিয় ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 months ago 

দাদা এই ম্যাচে ইন্ডিয়া এককথায় দুর্দান্ত বোলিং করেছে। মোটকথা আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা তাদের কাছে পাত্তাই পায়নি। তবে বুমরাহ একেবারে চোখ ধাঁধানো বোলিং করেছে। বর্তমানে ইন্ডিয়া সবদিক দিয়েই শক্তিশালী একটি দল। আশা করা যায় ইন্ডিয়া এই টুর্নামেন্টে খুব ভালো পারফরম্যান্স করবে। তবে ভারত পাকিস্তান ম্যাচে আমার মনে হচ্ছে ভারত জয়লাভ করবে। কারণ বর্তমানে পাকিস্তানের পারফরম্যান্স ততোটা ভালো না। ইতিমধ্যেই আমেরিকার বিপক্ষে পাকিস্তান একটি ম্যাচ হেরেছে। যাইহোক এই ম্যাচের রিভিউ এতো সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

আয়ারল্যান্ড ভারত ম‍্যাচে ভারত যে হট ফেভারিট থাকবে এটা নিশ্চিত ছিলাম। তবে দাদা আয়ারল্যান্ডের অবস্থা যে এতোটা নাজুক হবে তারা যে ১০০ করতে পারবে না এটা ভাবিনি। পুরোপুরি বোলিং সহায়ক পিচ ছিল। আমি নিজেও ৯ তারিখের অপেক্ষায় আছি। যদিও ভারত ফেভারিট কিন্তু ভারত পাকিস্তান বলে কথা একটা উওেজনা তো থাকবেই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66