এলোমেলো আলোকচিত্র ( পর্ব ২২ )

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এইবারের পর্বে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি আলোকচিত্র থাকছে।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি সবাই চিনবেন, কারণ এটি আমাদের অতি পরিচিত একটি ফুল। তবে এটি একটি ভিন্ন জাতের। এই জবা ফুলগুলো হলুদ বর্ণের, তবে দেখতে অনেক সুন্দর। আমাদের এখানে সাধারণত আমরা লাল জবা ফুলগুলোই বেশি দেখে থাকি। তবে এই ফুলগুলো হাইব্রিড জাতের আর কালার ভেদে এদের বিভিন্ন ধরণের দেখতে হয়ে থাকে। এর থেকে আরো একটা আকর্ষণীয় কালার হয়ে থাকে, যেমন এই হলুদের মাঝে পাপড়িগুলো গাঢ় লাল বর্ণের মতো দেখতে লাগে আর এটা সব থেকে দৃষ্টিনন্দন। তাছাড়া এই জবা ফুলের উদ্ভিদের উচ্চতাও তেমন একটা বেশি হয় না, নরমালি দেশি উদ্ভিদের মতো কোনো হাইব্রিড জাতের উদ্ভিদ বেশি উচ্চতাসম্পন্ন হয় না।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: চাঁদপাড়া
তারিখ: ১১ জুলাই ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম গতবারের দূর্গা পুজোর সময়ের। এই আলোকচিত্রগুলি ছিল বিভিন্ন ধরণের ডিজাইনের আলোকসজ্জা। প্রথমত গেটের লাইটিংটা দেখতে অসাধারণ ছিল, বিভিন্ন স্টাইলে তৈরি এই ডিজাইনগুলো ছিল খুবই দৃষ্টিনন্দন। একবার দেখলে যেন, বারবার এইসব লাইটিং এর দিকে ইচ্ছা করে, সাধারণত গেটের লাইটিংগুলো দারুন করে থাকে। এরপরের লাইটিংটিও অনেক সুন্দর ছিল, যেটা মানুষের অনুকরণে ডিজাইন করা ছিল। এরপরে ছিল একটা বড়ো পাখির অনুকরণে লাইটিং এর ডিজাইন। এই পাখিটাকে দেখে যেন বাজে পাখির মতোই মনে হচ্ছিলো। দেখতে অসাধারণ লাগছে পাখির ডিজাইনে এই লাইটিংটি। এছাড়াও আরো কিছু যেমন, একুরিয়াম এবং বাহুবলীর অনুকরণেও লাইটিং এর ডিজাইন করা হয়েছিল সেখানে। এইসব লাইটিংগুলো রাস্তার মোড়ে মোড়ে মন কেড়ে নেয় আসলে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২১ অক্টোবর ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি হলো বারবিকিউ তৈরি করার সময়ের। আমরা প্রতিবছর শীতের শুরুতে বা শেষ মুহূর্তে ছাদের উপরে বারবিকিউ করে থাকি। এই বারবিকিউ করে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। দাদা, আমরা সবাই বেশ মজা করি এই সময়টায়। এইগুলো আমরা নিজে হাতেই সবকিছু করে থাকি। আমি তো বারবিকিউ করতে বসলে আগে থেকে অর্ধেক হতে না হতেই খাওয়া শুরু করে দেই হা হা। আমার আসলে চিকেন বেশি ভালো নাহলেও চলে, সেদ্ধ হলেই চলে যায় হা হা। তবে এই বারবিকিউগুলো গরম গরম একদম তৈরি করার সাথে সাথে খেলে দারুন লাগে আর দ্রুত খাওয়াও যায়, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যায় না।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম একদিন রাতে ডিনার করতে গিয়ে। এটা শীতের টাইমে শের এ পাঞ্জাব রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। কড়াই চিকেনটা খেতে দারুন লেগেছিলো এক কোথায়। এই কড়াই চিকেন নান রুটির সাথে খেলে বারবার খেতে মন চাইবে, কারণ এর স্বাদটাই দারুন ছিল। আর এনিতেও নান রুটিটা খেতে দারুন লাগে আমার কাছে বিশেষ করে। তবে আমাদের সাথে কয়েকজনের আবার নিরামিষ ছিল, তাই সাথে পনিরও নিয়েছিলাম আর সেটাও খেতে ভালো স্বাদ ছিল।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটা আসলেই একটা আইসক্রিম এর। এই আইসক্রিমগুলো সাধারণত স্পেশ্যাল ভাবেই তৈরি করা, কারণ এই আইসক্রিমগুলো নরমালি এইসব রেস্টুরেন্টে ছাড়া পাওয়া যায় না, আর সব জায়গাতেও পাওয়া যায় না। এই আইসক্রিম এর নাম ছিল "ট্রিপল স্কোপ আইসক্রিম"। এই আইসক্রিম কিন্তু অনেকটা বড়ো, একজনের পক্ষে খাওয়া মুশকিল। আমি নিয়েছিলাম শখের বসে, মানে এইসব নাম দেখেই খেতে ইচ্ছা করছিলো। কিন্তু ট্রিপল যে এতটা হয় সেটা বুঝতে পারেনি। আর এই আইসক্রিম-এ কিছু চিজ থাকে, যেগুলো খেতে আরো বেশি মজার ।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৩


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

গতবছরে দুর্গাপুজোর সময় তোলা ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে সৌন্দর্যটা ভিন্ন ভিন্ন রঙে ফুটে উঠেছে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গত বছরে দুর্গাপূজার সময় তোলা ফটোগ্রাফি গুলোর দারুন সুন্দর্য উপভোগ করলাম।প্রত্যেকটি আলোকচিত্র অসাধারণ ছিল। ধন্যবাদ দাদা দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 2 months ago 

আজকে আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ও ফটোগ্রাফির সাথে বর্ণনা করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। আর শীতের মধ্যে আপনারা বাসার ছাদে বারবিকিউ তৈরি করে ছিলেন, সেখানে অনেক মজা হয় দাদারা সবাই মিলে খুবই আনন্দের সাথে সেই দিনটি পার করেছেন,ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার। আসলে এভাবে বারবিকিউ করে খাওয়ার মধ্যে অন্যরকম মজা রয়েছে, দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 2 months ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে দাদা। দুর্গা পূজোর সময় করা লাইটিং এর ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন ধরনের লাইট দিয়ে। খাবারের ফটোগ্রাফি গুলো দেখেও লোভনীয় লাগছে। ট্রিপল স্কোপ আইসক্রিম কখনো খাওয়া হয়নি। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

 2 months ago 

দাদা আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে এই জবা ফুলের ফটোগ্রাফি গুলোর ভালো লেগেছে। বিভিন্ন রকম জবা ফুল হয়ে থাকে তারপরে আপনারা মিলে বারবিকিউ তৈরি করেছিলেন। আসলে আমরাও বন্ধুরা মিলে তৈরি করেছিলাম। সেই দিনে কথা মনে পড়ে গেল এই ফটোগ্রাফি গুলো দেখে।

 2 months ago 

ওয়াও! অসাধারণভাবে আপনি ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে খুবই বিস্মিত হলাম। আপনার ফটোগ্রাফির প্রতিটা অ্যাঙ্গেল ও সংক্ষিপ্ত বিবরণী অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

বাহ্! ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে দাদা। বিশেষ করে গতবার দূর্গা পূজার সময় যে ফটোগ্রাফি গুলো করেছেন,সেগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। লাইটিং গুলো একেবারে চোখ ধাঁধানো। দাদা বারবিকিউ করার সময় আমারও সহ্য হয় না। তাই চিকেন বারবিকিউ করার সময় আমিও ভালোভাবে প্রস্তুত হওয়ার আগেই খাওয়া শুরু করে দেই। কারণ চিকেন আমার বরাবরই ভীষণ পছন্দ। তাছাড়া চোখের সামনে এতো লোভনীয় খাবার থাকলে কি অপেক্ষা করা যায় নাকি😂। সবমিলিয়ে পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো দাদা। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দাদা আপনার এলোমেলো চিত্র গুলো দেখে ভীষণ ভালো লাগলো। কিন্তু আমার চোখ আটকে গেলো আইসক্রিমের মধ্যে। আপনি সবটা খেতে পারবেন না বললেন।আর আমিতো কিছু সময়ের মধ্যে ই শেষ করে নিতে পারতাম।বারবিকিউ ছাদে আমরা ও করি। সত্যি ই খুব মজার।তবে দাদা মাংস ভালো সিদ্ধ না হলে খাবেন না।প্রতিটি ফটোগ্রাফির সাথে বিরবন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন দাদা।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66