তাজমহলের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্ট একটি ম্যান্ডেলা আর্টের উপরে। বিভিন্ন বিষয়ের উপরে ম্যান্ডেলা আর্টগুলো সাজালে খুবই সুন্দর দৃশ্য ফুটে ওঠে। আগে বেশ কিছু বিষয়ের উপরে ম্যান্ডেলা ডিজাইনগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আজকে ভাবলাম বড়ো কোনো বিষয়ের উপরে ম্যান্ডেলা ডিজাইনগুলো করি, দেখা যাক কেমন হয়। তবে এইবারের টপিকটা নিয়েছিলাম তাজমহলের। তাজমহলের মুখ্য বিষয়গুলোর উপরে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো যদি ফুটিয়ে তোলা যায়, তাহলে দেখতে অনেক ভালো লাগে, যেমনটা আমার এইটা আঁকার পরে বিষয়গুলো অনেক সুন্দর লাগছিলো। তবে এই তাজমহলের ম্যান্ডেলা ডিজাইনটা সাদা-কালোর উপরে করার চেষ্টা করেছিলাম এইবার, সাদা-কালোতেও ম্যান্ডেলা ডিজাইন দারুন লাগে। তবে এটা আবার সব বিষয়গুলোর উপরে দেখতে ভালো লাগে না। যাইহোক, তাজমহলের গম্বুজ আর মিনারগুলোতে তৈরিকৃত ডিজাইন সম্পূর্ণ আঁকার পরে দেখতে অনেক সুন্দর লাগছিলো, আশা করি এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়গুলোর দিকে চলে যাবো।


❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, তাজমহলের সামনের দিকের মতো দেখতে এঁকে নিয়েছিলাম এবং উপরে গম্বুজ আকারের দেখতে তৈরি করে নিয়েছিলাম। এরপর একেবারে সম্পূর্ণরূপে ম্যান্ডেলা ডিজাইনগুলো এক এক করে তৈরি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, তার পাশে ছোট একটি মিনার এবং তার সম্মুখে দরোজা বা জানালা টাইপের দেখতে তৈরি করে নিয়েছিলাম। এরপর তার পাশে বড়ো আরেকটি মিনারের মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম। এরপর সেগুলোতে পর পর ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, একইভাবে অন্য পাশে একই জিনিস তৈরি করে তাতে সেম ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, প্রথম অঙ্কনকৃত ডিজাইনগুলোতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, পরে যে মিনার আর জানালার মতো তৈরি করেছিলাম তাতেও একইভাবে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, একইভাবে অন্যান্য বাকি থাকা ডিজাইনগুলোতেও মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে অঙ্কনটির ইতি টেনেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

বাহ চমৎকার দাদা। অসাধারণ লাগছে। আর্টওয়ার্ক টা এককথায় চমৎকার করেছেন। তাজমহলের সাদা কালো মান্ডালা আর্ট টা খুবই সুন্দর করেছেন। প্রতিটা ধাপ বেশ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 4 days ago 

অও,অসাধারণ দাদা।একদম মুগ্ধ হয়ে গেলাম আপনার ম্যান্ডেলা ডিজাইন দেখে।অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছেন, তাজমহলটি সাদা-কালো রঙের করে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।বিশেষ করে মাঝের বড় গম্বুজটি বেশ লাগছে দেখতে,ধন্যবাদ দাদা।

 4 days ago 

তাজমহলের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন অনেক সুন্দর হয়েছে। দেখে একদম অরজিনাল মনে হচ্ছে। আসলে দাদা আপনার চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লাগে আপনি খুবই সুন্দর ভাবে অংকন করে থাকেন। একদম হুবহু অরিজিনাল চিত্র অংকন, আপনি ফুটিয়ে তুলেন। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। আজকে চিত্রটি দেখে মুগ্ধ হলাম।

 4 days ago 

আপনার আর্টওয়ার্ক মানেই অসাধারণ কিছু। তাজমহলের খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। অনেক বেশি ভালো লেগেছে আপনার আজকের ম্যান্ডেলা আর্ট। খুব নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস আর্ট করেছেন দাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্টওয়ার্ক শেয়ার করার জন্য।

 4 days ago 

তাজমহলের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ হয়েছে।দাদা আপনার চিত্র অংকন গুলো আমি এর আগে অনেক দেখেছি। আপনার চিত্রগুলো একদম হুবহু অরজিনাল হয়। এত দক্ষতার সাথে আপনি তৈরি করেন দে,খে খুবই ভালো লাগে।

 4 days ago (edited)

বাহ্! তাজমহলের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। আপনার আর্ট গুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আগ্রার তাজমহল সরাসরি দেখার সুযোগ হয়নি, তবে বাংলাদেশের তাজমহল সরাসরি দেখেছিলাম। যাইহোক গম্বুজ এবং মিনারগুলো দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আপনি একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন দাদা। সাদা কালো হওয়ার কারণে আর্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

দারুন,দাদা আপনি তাজমহলের ম্যান্ডেলা আর্ট তুলে ধরেছেন। যা সত্যিই খুব প্রশংসনীয়।আপনি চমৎকার ভাবে তাজমহলটি এঁকে ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি তাজমহল দেখতে গিয়েছিলাম আগ্রাতে।সাদা পাথরের তাজমহলটি জ্বলজ্বল করছিল সূর্যের আলোতে।আপনিও দারুন আর্ট করলেন দাদা।প্রতিনিয়ত আপনার চমৎকার চমৎকার আর্ট আমাকে মুগ্ধ করে।আপনি খুব সুন্দর ভাবে যেকোনো আর্টকে ফুটিয়ে তুলতে পারেন।ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর এই তাজমহলের ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54