কলকাতা শেষ পর্যন্ত ফাইনালে চলেই গেলো

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: jiocinema

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল প্লে অফ তথা কোয়ালিফাই এর প্রথম ম্যাচ ছিল। কলকাতা আর হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল। তবে আমি ভেবেছিলাম রাজস্থানের সাথেই পড়বে, কিন্তু লাস্টে কিছুটা এলোমেলো খেলা হওয়ায় অনেক কিছু এলোমেলো হয়েছে। লাস্টে ম্যাচ কিছুটা জিততেই পারেনি টানা। যাইহোক, হায়দ্রাবাদও কম শক্তিশালী না এক্ষেত্রে, তাদের প্রায় সবাই ভালো ব্যাটিং এবং বোলিং করে যাচ্ছে। টসে হায়দ্রাবাদই জিতেছিল, কিন্তু তারা কি মনে করে যে এই পিচে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল কিজানি। আমেদাবাদ এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম এর পিচে প্রথম ব্যাট করে আজ পর্যন্ত তেমন কেউ ভালো সফলতা অর্জন করতে পারেনি।


স্ক্রিনশর্ট: jiocinema

তবে হায়দ্রাবাদ ভেবেছিলাম ব্যাটিং-এ মোটামুটি ভালো একটা স্কোর তৈরি করতে পারবে সে যেভাবেই হোক, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, জিতলেই ফাইনালে। কিন্তু এখানে ঘটনা ঘটে গিয়েছিলো অন্যরকম। কলকাতা প্রথম ভালোই চেপে ধরেছিলো তাদের। পাওয়ারপ্লে ওভারেই ৪ উইকেট এর দুর্ঘটনা ঘটে গিয়েছিলো তাদের, মানে ম্যাচ ওখানেই শেষ করে দিয়েছিলো বলতে গেলে। কারণ শুরুতেই যদি পরপর উইকেট পড়তে থাকে, তাহলে ম্যাচের আর কি বেঁচে থাকবে। তবে তাও তারা মোটামুটি রান রেট খারাপ একটা বজায় রাখেনি। ত্রিপাঠি যতক্ষণ ছিল, মোটামুটি রান একটা ভালো পর্যায়ে ছিল। একমাত্র ওই ভালো খেলেছে সর্বোপরি, বাকিরা এসেছে আর গিয়েছি দুই বল খেলে।


স্ক্রিনশর্ট: jiocinema

এদের প্রথম দিকে উইকেট গেলেও ক্লাসেন আর ত্রিপাঠি মিলে যেভাবে পার্টনারশীপ বিল্ড করছিলো, তাতে রানের স্কোর মোটামুটি ১৭০-১৮০ ধরে নেওয়া গিয়েছিলো। কিন্তু মাঝে ক্লাসেনও আউট হয়ে যায়, তাও ত্রিপাঠি ভালো খেলে যাচ্ছিলো, কিন্তু সামাদ করলো এক মস্ত বড়ো ভুল, রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে ত্রিপাঠীকেই আউট করিয়ে দিলো। এটা সব থেকে খারাপ একটা দিক ছিল আর রান না ওঠার, তবে ত্রিপাঠি আসলেই এই বিষয়টা নিয়ে আফসোস করছিলো। একজন সেট ব্যাটসম্যান ওখানে থাকলে রানটা আরো ভালোভাবে তুলতে পারতো। তবে কলকাতা ভালোই বোলিং আর ফিল্ডিং করেছিল। রাসেল একটা ক্যাচ ধরেছিলো প্রথমে, ওটা খুবই কঠিন একটা ক্যাচ ছিল, আর লম্বা বলেই ধরতে পেরেছিলো।


স্ক্রিনশর্ট: jiocinema

তবে সুপার লেভেলের বোলিং করেছিল স্টার্ক, এতগুলো ম্যাচের মধ্যে গতকাল মনে হলো সেরা বোলিং করেছে, তবে জায়গা মতো ম্যাচেই করেছিল। যেমন গতি, তেমন লাইন আর লেন্থ। যাইহোক, মোটামুটি তাও অনেক কষ্টে ১৬০ রানের একটা মোটামুটি পর্যায়ে টার্গেট দিতে পেরেছিলো। লাস্টে কাম্মিনস একটু খেলে দিলো, নাহলে ১৩৫ রানেই গুটিয়ে যেত তাদের। তবে কলকাতা এই রানকে চেজ করতে নেমে সে বিধ্বংসী ব্যাটিং শুরু করে দিয়েছিলো নারিন, যদিও সল্ট নেই। এখানে নারিনের সাথে একটা মিস কমিউনিকেশন রয়েই গিয়েছে। কারণ সল্ট এর সাথে ওপেনে তার একটা পার্টনারশিপের দারুন জায়গা ছিল, আর রানটাও ভালো বিল্ড হতো। কিন্তু শুরুটা করলেও নারিন বা ওপেনে নতুন ব্যাটসম্যান গুরবাজ ভালো খেলতে পারেনি।


স্ক্রিনশর্ট: jiocinema

কিন্তু তৃতীয় উইকেটে লেভেলের মার শুরু করেছিল ভেঙ্কটেশ আর শ্রেয়াস। এর পরে আর কারো আসাই লাগেনি, প্রতিটা ওভারেই ১৫-১৬ করে রান হয়ে যাচ্ছে। ১৩ ওভারেই ইনিংস শেষ নামিয়ে দিয়েছিলো। আর সাথে দুইজনেই হাফ সেঞ্চুরি করে ভালো একটা নজির গড়েছিল পার্টনারশিপের। তবে হায়দ্রাবাদ ব্যাটে ভালো করেনি ঠিকই, কিন্তু বোলিং আর ফিল্ডিং করেছিল অসম্ভব বাজে। ফিল্ডিংয়ে অনেক ক্যাচ মিস করেছিল শ্রেয়াস-এর। তবে যাইহোক, কলকাতা তো ফাইনালে চলেই গেলো। কিন্তু হায়দ্রাবাদ এর আরো একটা সুযোগ থাকছে এলিমিনাটোর হিসেবে, দেখা যাক ওটায় কি করে। তবে কলকাতার দিকে মুখ চেয়ে আছে এইবার অনেকেই, ফাইনালে একটা ভালো ম্যাচ হবে আশা করা যায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

খেলা সবসময় অনিশ্চিত, যা ভাবা হয় তা না হয়ে একটুতেই মোড় পাল্টে যায়।তেমনি কলকাতা আর হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল জেনে ভালো লাগলো।
হায়দ্রাবাদ ব্যাটে ও বলে খারাপ খেলেছে এবং কলকাতা ফাইনালে যাবে এটা অনেক ভালো লাগার বিষয়।আমি চাই কলকাতা জিতুক,ধন্যবাদ দাদা।

 2 months ago 

কলকাতা এত সহজে ফাইনালে চলে যাবে এটা আমি ভাবতে পেরেছিলাম না। মনে করেছিলাম হায়দ্রাবাদ এর সাথে খেলা অনেক জমজমাট একটা খেলা আমরা উপভোগ করতে পারব। যাইহোক শুভকামনা কলকাতার জন্য তারা সবার আগে ফাইনালে পৌঁছে গিয়েছে।

 2 months ago 

হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিং নিয়ে সবচেয়ে বড় ভুল করেছে। কারণ এই পিচে পরে ব্যাট করলে সবচেয়ে ভালো হতো। যাইহোক কলকাতা এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। মিচেল স্টার্কের কাছ থেকে আমরা এমন বোলিং আশা করি সবসময়। যাইহোক ভেঙ্কটেশ আর শ্রেয়াস জাস্ট অসাধারণ ব্যাটিং করেছে। কলকাতা ফাইনালে পৌঁছে গিয়েছে, এতে করে ভীষণ ভালো লেগেছে আমার। আশা করি কলকাতা ফাইনাল ম্যাচও জিতবে। যাইহোক এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

প্রথমে চারটে উইকেট পড়ে গেছে দেখে খুবই খারাপ লাগলো। আসলে সাথে সাথে যদি এতগুলো উইকেট পড়ে যায় তাহলে খেলাটাও অনিশ্চিত হয়ে যায়। তবে আজকে হায়দ্রাবাদের সাথে কলকাতার খেলাটা ভীষণ ভালই হয়েছে। শেষ পর্যন্ত কলকাতা ফাইনালে চলে গেল দেখে খুবই ভালো লাগলো। এদিকে হায়দ্রাবাদের দেখছি আরো একটা সুযোগ রয়েছে। খেলা সম্পর্কে খুব একটা ধারণা না থাকলেও আপনার পোষ্টের মাধ্যমে একটু ধারণা পেয়েছি। সত্যি খুবই ভালো লেগেছে দাদা আপনার আজকের খেলা বিষয়ক পোস্ট।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41