এলোমেলো আলোকচিত্র ( পর্ব ২৩ )

in আমার বাংলা ব্লগ11 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। আজকের আলোকচিত্রগুলিতে কি কি থাকছে তাহলে দেখে নেওয়া যাক।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এটি একটি ফুলের আলোকচিত্র আর এই ফুলটি সচরাচর তেমন একটা দেখা যায় না। এই ফুলগুলোকে সাধারণত জারুল ফুল বলে, তবে এই ফুলের আরো কিছু সুন্দর সুন্দর নাম আছে। যেমন ভারতের গর্ব বলেও এই ফুলটিকে সম্বোধন করা হয়ে থাকে আবার কুইন ফ্লাওয়ারও বলা হয়ে থাকে। ফুলগুলো আসলে অনেক সুন্দর দেখতে, যার ফলে এইগুলোকে ফুলের রানী হিসেবে সম্বোধন করা হয়ে থাকে। জারুল ফুলগুলোর কালার অনেক বেশি উজ্জ্বলতা, সাধারণত গোলাপি কালারের ফুল হওয়ায় এইগুলো বেশি উজ্জ্বলতা প্রকাশ করে থাকে। তবে এর আবার বেশ কিছু প্রজাতিও আছে, আর সবগুলোই অনেক আকর্ষণীয় এক কোথায়।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: চাঁদপাড়া
তারিখ: ১১ জুলাই ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম পুজোর প্যান্ডেলের থেকে। এখানে এই ঝাড়বাতিটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছিলো, ফলে এর একটা ছবি তুলে নিয়েছিলাম। সব থেকে আকর্ষণীয় ডিজাইন করেছে হলো এই ঝাড়বাতির সমস্ত গায়ের যে ছোট ছোট ডিজাইন আছে, সবগুলোই অসাধারণ ছিল। তবে এইগুলো সারিবদ্ধভাবে অনেকগুলোই লাগানো থাকে আর যার ফলে দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। এরপরে আরেকটি আলোকচিত্র তুলেছিলাম, যেখানে প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরণের খোদাইকৃত ডিজাইন আর প্রতিটা খোপে মূর্তির ডিজাইন ফুটিয়ে তুলেছিল। মূর্তির এই ডিজাইনগুলো সব থেকে বেশি আকর্ষণীয় ছিল দেখতে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২১ অক্টোবর ২০২৩


Photo by @winkles

এই আলোকচিত্রটি তুলেছিলাম একটি অনুষ্ঠানের থেকে। এখানে সাধারণত লোকটি মকটেইল তৈরি করছিলো, যেটা আমার কাছে তৈরি করার পদ্ধতিটা ভালো লেগেছিলো তাই একটা ছবি তুলে নিয়েছিলাম। তবে মকটেইলগুলো খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে বিশেষ করে স্ট্রবেরি ফ্লেভারটা দারুন লাগে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ৪ ডিসেম্বর ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটিতে বিভিন্ন ধরণের ফুলের সমারোহ রয়েছে। আর এই ফুলগুলো তুলেছিলাম মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে। অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময়ে এইরকম বিভিন্ন ধরণের ফুল সাজিয়ে রেখেছিলো যা দেখতে অনেক ভালো লাগছিলো। তবে এই ফুলগুলোর মধ্যে কিছু আর্টিফিসিয়াল ফুলও আছে। কেবল গাঁদা ফুলগুলো ছিল লাগানো।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ৯ জানুয়ারি ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি তুলেছিলাম একটি গ্রামের সাইট থেকে, তখন সাধারণত শীত শীত মতোই ছিল। আমাদের এখানে খড়িবাড়ি নামের একটি গ্রামের সাইট আছে আর ওখানে মাঝে মধ্যে যাওয়া পড়ে। তবে এই যে জায়গাটায় গিয়েছিলাম, ওখানে মূলত তেমন যাওয়া হতো না, আমি প্রথম গিয়েছিলাম। এই জায়গাটা আসলে অনেক বড়ো আর ডেভেলপও করছে তারা। এখানে সাধারণত কোনো রেস্টুরেন্ট টাইপের দেবে, মাটি ফেলানো দেখে যেটা মনে হয়েছিল আর কি। এছাড়া পাশে আরেকটি পুকুর মতো ছিল, তবে পুকুরটি শ্যাওলাতে পুরোপুরি ভরা ছিল। তবে শ্যাওলাগুলো দেখতেও অনেক সুন্দর ছিল।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: খড়িবাড়ি
তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা। আপনার ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে জারুল ফুলগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর অনুষ্ঠানে খুবই সুন্দর ভাবে আর্টিফিশিয়ালফুলের দৃশ্য, তার মাঝে গাঁদা ফুলগুলো অসাধারণ ছিল। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 10 days ago 

দারুণ আলোচিত্র শেয়ার করলেন দাদা। প্রথমত জারুল ফুল আমার দেখতে খুব ভালো লাগে। আপনি ঠিক বলছেন এই ফুল গুলো খুবই কম দেখা যায়। বিশেষ করে এই ফুলের গাছগুলো পার্কের মধ্যে বেশি দেখা যায়। তবে ঘরোয়া পদ্ধতিতে এই ফুলগাছ গুলো খুবই কম লাগানো হয়। এছাড়া ও লাইটিং এর আলোচিত্র খুব সুন্দর লেগেছে। অন্যান্য ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো দেখে।

 10 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে অনেক ভালো লাগলো দাদা। আপনার জারুল ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফুল আমিও অনেক দেখতে পায়।

 10 days ago 

বাহ্! ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে দাদা। জারুল ফুলগুলো দেখতে দারুণ লাগছে। জারুল ফুল অনেক বছর আগে দেখেছিলাম। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

জারুল ফুল আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা অনেক রংয়ের হয়ে থাকে। আপনি আজকে বেগুনি রংয়ের জারুল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব সুন্দর লাগছে ফটোগ্রাফি গুলো। বড় ঝাড়বাতির ফটোগ্রাফি টা দেখেও বেশ ভালো লাগলো। শেষের দিকে বিভিন্ন ধরনের ফুলগুলার সাথে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ দাদা এত দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

দাদা আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে জারুল ফুল।এই ফুলের আরো নানা নাম আছে।ফুলের রানী ও বলা হয়। এই ফুলটি সাদা রঙের আমি দেখেছিলাম।কালারটা সত্যি ই সুন্দর। এরপর গাঁদা ফুল ও আর্টিফিশিয়াল ফুলগুলোও দারুন লাগছে দেখতে।গ্রামের দিকে গিয়েও আপনি পুকুরের ফটোগ্রাফি শেয়ার করলেন যা দেখতে দারুন লেগেছে।ধন্যবাদ দাদা এলোমেলো ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো দাদা আপনার জন্য। ভালো থাকবেন।

 9 days ago 

জারুল ফুলটা সত্যি খুব একটা দেখা যায় না। এইবার দিয়ে আমি সম্ভবত দ্বিতীয় বার দেখলাম। পুজার প‍্যান্ডেলের ঝাড়বাতি টা বেশ চমৎকার লাগছে। বেশ অসাধারণ লাগছে ফটোগ্রাফি গুলো। ফুলের সমারোহ এর ফটোগ্রাফি টাও বেশ চমৎকার লাগছে। সবমিলিয়ে দারুণ করেছেন আলোকচিত্র গুলো দাদা।

 9 days ago 

আজ আপনি আমাদের মাঝে আলোকচিত্র গুলো দারুন ভাবে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল বেশ চমৎকার। আমার কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে উঠানো ফুলের রাজ্য দেখে মনটা ভরে গেল। সবগুলো ফুলের ফটোগ্রাফি ছিল মনমুগ্ধকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.96
ETH 3483.54
USDT 1.00
SBD 2.53