ভারতীয় স্পিনারদের প্রেসারে ইংল্যান্ড পুরোপুরি ধরাশায়ী
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। অনেকদিন খেলাধুলা বিষয়ক পোস্ট করা হয় না, আসলে এই খেলাটা শুরুও হয়েছে অনেক দেরিতে। এইটা ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে পঞ্চম এবং লাস্ট টেস্ট সিরিজ ছিল। যদিও ইন্ডিয়া টেস্ট সিরিজ গত ম্যাচেই জিতে নিয়েছে। ফলে এই পঞ্চম টেস্টে বেশি একটা প্রেসার ছিল না জেতার। তবে এই টেস্ট ম্যাচটা ইংল্যান্ড এর জন্য খুবই ভয়াবহ হয়েছে। তারপর ধর্মশালাতে খেলা হয়েছে, যেখানে ঠান্ডাও খুব। ইংল্যান্ড টসে জিততে পারলেও তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি। আর এই পিচটা আসলে স্পিনারদের জন্য খুবই সুবিধাদায়ক, এখানে পেস বোলারারের তেমন কোনো সুবিধা নেই বললেই চলে।
তবে ইংল্যান্ড মোটামুটি শুরুটা ভালোমতো করলেও সেখানে কিছু ওভার খেলার পরে যেন একদম ধরাশায়ী হয়ে গেলো সব সব। একমাত্র জ্যাক নামের এক ব্যাটসম্যান ভালো স্কোর করে, আর এই প্লেয়ারের সাথে বাকি কয়েকজন বেশ খেলছিল, কিন্তু কুলদীপ আর অশ্বিন এর স্পিন প্রেসারে অবস্থা খারাপ হয়ে যায়। একদম পুরো স্পিনারে ধসে যায় সব ব্যাটসম্যান। মাত্র ৫৭ ওভারেই অলআউট হয়ে যায় অর্থাৎ মাত্র ২১৮ রান তুলতে সক্ষম হয়। তবে তাদের এই অবস্থা দেখে মনে হয়েছিল এই পিচে সম্ভবত ইন্ডিয়াও তেমন একটা সুবিধা করে উঠতে পারবে না। যদিও দিনের দিন ব্যাট পেয়েছিলো, আর সেই দিনেই ভালো খেলে দিয়েছে।
যাইস্বল বেশিক্ষন না টিকতে পারলেও রোহিত আর গিল অনেক্ষন ধরে রান এগিয়ে নিয়ে গিয়েছিলো আর দুইজন সেঞ্চুরিও করেছিল। আসলে একসাথে পার্টনারশিপে সেঞ্চুরি করা মানে বেশ ভালো পজিশন রান রেটের। ইন্ডিয়া সেকেন্ড হাফ থেকে ব্যাটিং করে লিড তো সম্পূর্ণ করে আর সেই সাথে আরো ২৫০+ রানের লিড দেয়। মানে ইন্ডিয়া প্রথম ইনিংসে সর্বমোট ৪৭৭ রানের একটা অসাধারণ ইনিংস দেখা যায়।
তবে সবথেকে দুঃখের বিষয় হলো ইংল্যান্ড এতো সুযোগ পাওয়া সত্বেও এই লিডটাও দ্বিতীয় ইনিংসে পূরণ করতে পারলো না। বেশি ছিলও না, কিন্তু এই ইনিংসে অবস্থা আরো কাহিল হয়ে পড়ে। ২০০ রানও তুলতে পারেনি, তার আগেই ১০ উইকেট এর পতন। খেলা ৩ দিনেই শেষ হয়ে গেলো। ইন্ডিয়া একবারেই যে রান করে দিলো তাতেই কুপোকাত। এই নিয়ে ১-৪ এ টেস্ট সিরিজ ইন্ডিয়া পুরোপুরি নিজেদের করে নিলো। খেলাটা বেশিদিন না হলেও ইন্ডিয়ার ব্যাটিং দেখার মতো ছিল, সবাই বেশ ভালো খেলেছিল।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমানে ইন্ডিয়ার প্রত্যেকটি প্লেয়ার দুর্দান্ত খেলতেছে। একবার ব্যাটিং জ্বলে উঠলেও আরেকবার বোলিং জ্বলে উঠতেছে, তাদের খেলা দেখা মানে চোখের শান্তি! সত্য কথা বলতে খেলাটি আমার ভীষণ ভালো লাগছিল। আমিও দেখেছিলাম একটু।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে ইন্ডিয়ার খেলা গুলো আমার সত্যিই ভালো লাগে। বিশেষ করে কোন খেলাতে ইন্ডিয়া হেরে যাবে বলেও কিন্তু তারা কখনো আশা ছাড়ে না। আর এই খেলাটি আমিও দেখেছিলাম। এছাড়াও ইন্ডিয়ান টিমে যেসব নতুন নতুন অনেক প্লেয়ার যোগদান করেছে তারাও কিন্তু অনেক সুন্দর বল এবং ব্যাটিং করে।
শুধু এই ম্যাচ নয় বরং পুরো সিরিজে ইংল্যান্ড কোনো পাত্তাই পায়নি ইন্ডিয়ার কাছে। তবে ইংল্যান্ডের মতো এতো বড় দলের কাছ থেকে এমন পারফরম্যান্স একেবারেই আশা করা যায় না। ইনিংস ব্যবধানের হার মেনে নেওয়া যায় না তাদের কাছ থেকে। হাতেগোনা ৩/৪ জন ব্যাটসম্যান ছাড়া, ইংল্যান্ডের তেমন কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি এই সিরিজে। এই ম্যাচে তো জ্যাক এবং রুট ছাড়া আর কেউ ভালো ব্যাট করতে পারেনি। তবে কুলদীপ এবং অশ্বিন এককথায় দুর্দান্ত বোলিং করেছে এই ম্যাচে। তাছাড়া রোহিত শর্মা এবং শুভমান গিল দারুণ ব্যাট করেছে। জেসওয়াল আসলেই দারুণ একজন ব্যাটসম্যান। নিঃসন্দেহে বলা যায় জেসওয়াল সামনে আরও অনেক ভালো পারফরম্যান্স করবে। জেসওয়াল ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে, এটা দেখে খুবই ভালো লেগেছিল। ভারত এই সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছে, এটা একজন ভারতীয় সাপোর্টার হিসেবে আমার কাছে সত্যিই বেশ আনন্দের। যাইহোক এই ম্যাচের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি লক্ষ্য করে দেখেছি ভারতের স্পিন বোলার এরা যেদিন ভালো বল করতে শুরু করে সেদিন আর অন্য কোন বোলারের প্রয়োজন হয় না। ইংল্যান্ডের সাথে শেষ ম্যাচেও ঠিক তেমনটাই দেখতে পেলাম। আর স্পিন বোলারদের কারণেই এক ইনিংস হাতে রেখেই ভারত জয় লাভ করল।
দাদা আপনি আজকে এত সুন্দর করে আরেকটা খেলা বিষয়ক পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো। খেলা বিষয়ক পোস্টগুলো সত্যি খুবই ভালো লাগে আমার কাছে। আর আপনি যখনই খেলা বিষয়ক পোস্টগুলো শেয়ার করেন, তখন আমি না পড়ে পারি না। আর আজকে আপনি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে লাস্ট টেস্ট ম্যাচের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। ইন্ডিয়া আগের ম্যাচে জিতে গিয়েছিল এটা যখন শুনেছিলাম তখন সত্যি খুব ভালো লেগেছিল। আর আগের ম্যাচটাতে জেতার কারণেই, এখন এই ম্যাচে তেমন কোনো প্রেসার ছিল না তাদের জন্য। খেলা দিন দিনে শেষ হয়ে গিয়েছে বিষয়টা আমার কাছে দারুন লেগেছে দাদা। ১ থেকে ৪ এ টেস্ট সিরিজ ইন্ডিয়া পুরোপুরিভাবে নিজেদের করে নিয়েছে জেনে ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি। আসলে ইন্ডিয়া ভালো ব্যাটিং করে। বিশেষ করে ইন্ডিয়ার কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদের ব্যাটিং টা আমার কাছে অসাধারণ লাগে দাদা। এমনিতে আমি খেলা দেখি না, তবে আপনার কাছে দেখে একটু বেশি উৎসাহিত হয়েছি। তারপরে ইন্ডিয়ার পুরো টিমটার সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। ধন্যবাদ দাদা এই পোষ্টটা সুন্দর করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।