ভালো লাগা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে কম বেশী সবারই ভালো লাগে ।আমার কাছেও বেশ ভালো লাগে ।তবে আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে সবথেকে বেশি ভালো লাগে ।তাই সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতায় আজ আমি কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। কেননা ফুল আমরা ভীষণ পছন্দ করি। আমার তো ফুলের প্রতি ভীষণ ভালোলাগা কাজ করে। ফুলের গাছ দেখলে না কিনে থাকতে পারিনা ।যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পোস্টে।

ভালো লাগা কিছু ফুলের ফটোগ্রাফি


IMG20240607114725.jpg

IMG20240607114736.jpg


প্রথমেই যেই ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হলুদ রঙের পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি। পর্তুলিকা একটা সময় আমার ভীষণ পছন্দের ফুল ছিল ।আমার বাগানে বিশ বাইশ কালারের পর্তুলিকা ফুলের চাষ করেছিলাম ।পুরো বাগান জুড়ে রংবেরঙের পর্তুলিকা ফুলে ভরে থাকত। দেখতে অসম্ভব ভালো লাগতো। যদিও সময়ের অভাবে ফুল গাছগুলোর তেমন একটা যত্ন নেওয়া হয়ে ওঠে না। যার কারণে সেই পর্তুলিকা গুলো বিলীন হয়ে গিয়েছে ।এখন মাত্র অল্প কয়েকটি কালার রয়েছে। তবে এই ফুলগুলো আমার বাগানের নয়। কিছুদিন আগে আমি ঢাকায় বেড়াতে গিয়েছিলাম আমার এক আত্মীয়ের বাসায়। সেই বাসার ছাদে এই গাছগুলো ছিল ।একসঙ্গে অনেকগুলো ফুল ফুটেছিল দেখতে ভীষণ চমৎকার লাগছিল।


IMG20240412173451.jpg

IMG20240412173449.jpg


এই ফুলগুলো হচ্ছে মাধবীলতা ফুল। সাধারণত গ্রামাঞ্চলে বিভিন্ন বাড়ির গেটের সামনে এই ফুল গুলো বেশি দেখা যায়। এই ফটোগ্রাফিটি আমি আমার নানা বাড়ির ওইদিকে একটি গ্রাম থেকে তুলেছিলাম ।ফুলগুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল। তবে ইদানিং এই ফুলগুলো শহরাঞ্চলেও অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। বেশ ভালো লাগে এই ফুলগুলো ।ফুলের নাম টিও ভীষণ চমৎকার।


IMG_20240616_131706.jpg


আর এই ফুল টি হচ্ছে সন্ধ্যা মালতী ফুল ।একসঙ্গে যখন অনেকগুলো সন্ধ্যা মালতি ফুল ফুটে তখন দেখতে বেশ ভালো লাগে ।আমার বাগানে এই সন্ধ্যা মালতি ফুলের গাছ রয়েছে। এটি মূলত আমার বাগানের সন্ধ্যামালতি গাছ থেকেই তোলা ফুলের ফটোগ্রাফি। ফুল গুলো খুব কাছ থেকে দেখলে বেশ ভালো লাগা কাজ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।


IMG_20240616_131648.jpg

IMG_20240616_131628.jpg


আর এগুলো হচ্ছে সবার সুপরিচিত নয়নতারা ফুল ।এগুলো আমার বাগানে একটি গাছ থেকে এখন অসংখ্য গাছে পরিণত হয়েছে ।আপনা আপনি পুরো বাগান ভরে যাচ্ছে। অসংখ্য গাছ তুলে ফেলে দিচ্ছি তার পরেও যেন এই ফুলের গাছ শেষ হচ্ছে না। সাদা কালারের নয়ন তারা ফুলটি দেখতে বেশ ভালই লাগে ।এই গোলাপি গাছ থেকেই মূলত এই সাদা গাছের জন্ম হয়েছে। তবে গোলাপি ফুলটি দেখতে একটু অন্যরকম লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।


IMG_20240616_131554.jpg

IMG20240511182901.jpg


এটি হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন। এটি হচ্ছে তুলসী পাতার গাছ। তুলসী পাতা গাছেও কিন্তু ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়। যেগুলো এখন আমার গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন ।যদিও এই তুলসী গাছটির পাতা আজও কোন কাজে লাগানো হয়নি। তার পরেও আমার বাগানে তুলসী গাছ একটা না একটা থাকেই।


IMG20240429182345.jpg

IMG20240429182428.jpg


শেষের ফটোগ্রাফি দুটি দেখলেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটি আমার বাগানের কাঁটা মুকুট ফুল। যেটি আমার ভীষণ পছন্দের একটি ফুল। যদিও পছন্দের হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কেননা যে গাছ সারা বছর ফুল দিয়ে বাগানকে আলোকিত করে রাখে তাকে ভালো না লাগার কোন কারণ নেই ।একটি দিনের জন্য হলেও গাছটিতে ফুল দেখিনি এমনটা আজ অব্দি হয়নি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

সুপরিচিত নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা দেখে মনটা যেন উঁকি মেরে উঠলো, যাই হোক আমি ফুল অনেক পছন্দ করি ফুলই হচ্ছে আসল সৌন্দর্যের পথে আর এই গ্রীষ্মকালে অনেক দারুন দারুন ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে ক্যাপচার করে শেয়ার করলেন যেটা দেখে খুব ভালো লাগলো।

 6 days ago 

আসলে ভাইয়া ফুলের সৌন্দর্য যে উপলব্ধি করতে পারে না সে আর কিছুই পারে না ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 days ago 

আপু আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল বেশ সুন্দর। আমার কাছে কাটা মুকুট ফুলের গাছটি খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 days ago 

আপু কাটা মুকুট ফুলের গাছটি আসলেই অনেক চমৎকার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফির অ্যাঙ্গেল খুব চমৎকার ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নয়নতারা ফুল এবং কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

ভাইয়া আপনার কাছে নয়ন তারা ফুল এবং কাটা মুকুট ফুল বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 days ago 

সন্ধ‍্যামালতী এবং মাধবীলতা ফুলটা একটু কম নজরে আসে। তবে ঐ ফুলটা বেশ অসাধারণ। নয়নতারা ফুলটাও বেশ চমৎকার লাগছে। পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি টাও বেশ করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল আপনার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য

 5 days ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো দারুণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন ।

 5 days ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।প্রতিটি ফুলের আলাদা আলাদা সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে।আপনি খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন। ভীষণ ভালো লেগেছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ও নিজের বাগান থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 days ago 

আপু আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54