মায়ের সঙ্গে ডিপ ফ্রিজ কিনতে যাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ5 days ago

ঈদ মোবারক


আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ । বন্ধুরা আজ ঈদের দিন খুশির দিন। সবাই বেশ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিনটি আমরা কাটাই সেই প্রত্যাশাই রইল। আজ আমি মূলত আপনাদের মাঝে আমার মায়ের সঙ্গে একটি ডিপ ফ্রিজ কিনতে যাওয়ার অনুভূতি নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন থেকেই আম্মা বলছিল একটি ডিপ ফ্রিজ কিনবে। কোরবানি ঈদের আগেই কিনতে চেয়েছিল। কিছুদিন আগে আমি ঢাকা যাই ,যার কারণে আম্মা আমার জন্য অপেক্ষা করছিল। আমি ঢাকা থেকে আসার পর আমাকে সঙ্গে নিয়ে কিনতে যাবে ।যেহেতু অন্যান্য বোনেরা সবাই দূরে থাকে। তারপর আমি ঢাকা থেকে আসার পরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ফ্রিজ দেখার উদ্দেশ্যে। সে অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

মায়ের সঙ্গে ডিপ ফ্রিজ কিনতে যাওয়ার অনুভূতি


IMG20240614192757.jpg

আমি ও আমার আম্মা আমরা দুজন মিলে বেশ কয়েকটি শোরুমে যেয়ে দেখতে থাকি কোনটা কেনা যায়। আসলে হুট করেই কোন একটা জিনিস তো আর কেনা যায় না ।যেহেতু দীর্ঘদিন ব্যবহার করা হবে। আর আমরা আগে থেকে সেরকমভাবে সিদ্ধান্ত নিই নি যে কোন ব্রান্ডের ফ্রিজটা কিনব ।যার কারণে আমাদের বিভিন্ন শোরুম ঘুরে দেখতে হয়েছিল। তবে পছন্দমত ফ্রিজ পাচ্ছিলাম না ।যেই টা পছন্দ হয় সেটা আবার আমরা যেরকম সাইজ চাচ্ছিলাম সেরকম হচ্ছিল না ।আবার দেখা যায় যেটা সাইজ মত মিলে কিন্তু সেটার প্রাইজ টা অনেক বেশি হয়ে যায় ।যার কারণে বেশ কিছু দোকান দেখতে হয়।


IMG20240614192823.jpg

তবে আমাদের সঙ্গে আমার ভাইয়েরও যাওয়ার কথা ছিল ।কিন্তু সে একটু পরে আসতে চেয়েছিল। যার কারণে আমরা কয়েকটি শোরুম দেখে ফেললাম। তারপর ওকে ফোন করলাম এবং আসতে বললাম।আমি আর আম্মা মোটামুটি দুইটা ফ্রিজ পছন্দ করেছিলাম । তারপর ওকে দুইটা দেখালাম ।ও সিদ্ধান্ত নিতে পারছিল না কোনটা কিনবে। যাইহোক আমার মামীরও ওখানে আসার কথা ছিল। বেশ কিছু সময় পর সেও এলো ।তারপর সবাই মিলে ফ্রিজ দুটি দেখতে লাগলাম।


IMG20240614192640.jpg

IMG20240614192749.jpg

তারপর সবার সম্মতিতে যে ফ্রীজ টা পছন্দ হলো আমরা সেটি নিয়ে নিলাম ।তবে আমরা ডিসপ্লে তে রাখা ফ্রিজটি বাদ দিয়ে ইনটেক একটি ফ্রিজ নিতে চেয়েছিলাম। যার কারণে আমাদেরকে আধা ঘন্টা শোরুমে অপেক্ষা করতে হয়েছিল। তারপর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্রিজ পেয়ে গেলাম। তবে এসব জিনিস কেনার ক্ষেত্রে স্ক্রাস কার্ড বা গিফটের ব্যবস্থা থাকে। যেখানে মোবাইলে এসএমএস আসার পরে গিফট দেওয়া হয় ।সেখানে আমরা একেবারে শেষের যেটা ছিল সেটাই পেলাম ।মাত্র তিনশত টাকা ।আসলে এরকমই ওরা দিয়ে থাকে সবাইকে।


IMG20240614192816.jpg

IMG20240614192800.jpg

যাইহোক অবশেষে আমরা আমাদের ফ্রিজ টি নিয়ে বাসায় পৌঁছে গেলাম। আমার মায়ের একটি ইচ্ছে পূরণ হলো । আমার কাছেও ভীষণ ভালো লাগলো। কেননা অনেকদিন থেকেই কিনবে কিনবে করছিল ,কিন্তু কেনা হয়ে উঠছিল না। এবার শেষমেষ কেনা হয়েই গেল। এই কোরবানি ঈদের সময় ডিপ ফ্রিজটা অনেক বেশি কাজে দেয়।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আপনি খুবই ভালো করেছেন আপু ডিসপ্লে তে রাখা ফ্রিজ গুলো না নিয়ে এই ফ্রিজ গুলো অনেক সময় অন্যরকম লাগে কিন্তু ভেতরে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ থাকে। তবে ঈদের আগে বা পরে ফ্রিজ বা যেকোনো ধরনের জিনিস কিনতে গেলে গিফট সাথে থাকে। আপনারা সেই উপলক্ষে তিনশত টাকা পেয়েছেন। মায়ের সঙ্গে ডিপ ফ্রিজ কিনতে যাওয়ার দারুন অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন আপু ধন্যবাদ।

 5 days ago 

আপু ডিসপ্লে তে যে ফ্রিজ ছিল ওটার ই ইনটেক ফ্রিজ দিতে বলেছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 days ago 

খুব সুন্দর একটি ডিপ ফ্রিজ কিনলেন দেখে খুবই ভালো লাগলো আপু। অনেক সময় দেখা যায় যে নিজের চাহিদা থাকে কিন্তু সময় মত কেনা হয় না। আর নিজের পছন্দ হলে দামে মিলেনা সত্যি আপু। অবশেষে আপনারা শোরুম ঘুরে সুন্দর একটি ফ্রিজ পছন্দর করলেন। কালারটি আমার অনেক ভালো লেগেছে আপু।

 4 days ago 

হ্যাঁ আপু ফ্রিজ টি দেখতে বেশ ভালই ছিল। মায়ের বেশ পছন্দ হয়েছে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54