রঙিন কাগজ দিয়ে ইমোজি শেপের বুকমার্ক তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
রঙিন কাগজ দিয়ে ইমোজি শেপের বুকমার্ক তৈরি
- রঙিন কাগজ
- আঠা
- কলম
- কাঁচি
- কম্পাস
প্রুস্তুতপ্রণালী
প্রথমে ১৪ ইঞ্চি সাইজের একটি কাগজ কেটে নেই ।তারপর কোনা করে ধরে মাঝখান থেকে একটি ভাঁজ দেই।
তারপর কাগজটি খুলে আরেক পাশ থেকে আরেকটি ভাঁজ দিয়ে নেই।
তারপর দুই পাশে দুইটি ভাঁজ দিয়ে নেই।
তারপর কাগজটি খুলে নিচের অংশের একটি পার্ট ভাঁজ দিয়ে নেই।
তারপর কাগজটির দুইটি পাশ ভাঁজ দিয়ে নেই।
তারপর কাগজটির দুইটি প্রান্ত ভেতরে ঢুকিয়ে ভাঁজ দিয়ে নেই।
তারপর কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নেই এবং কাচি দিয়ে কেটে নেই।
তারপর কলম দিয়ে ইমোজি এঁকে নেই ও আরো একটি কাগজে লাভ শেপ করে কেটে নেই।
তারপর আঠা দিয়ে লাভ টি লাগিয়ে দেই। একইভাবে আরো একটি ইমোজি শেপের বুকমার্ক তৈরি করে নেই।যেটি আমার মেয়ের তৈরি ।যদিও আমি অনেকটা হেল্প করেছি।
তারপর বুকমার্ক গুলো বইয়ে লাগিয়ে নেই ।দেখতে বেশ চমৎকার লাগছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আমি যখন অনেক ছোট ছিলাম, প্রাথমিকে পড়তাম, তখন এগুলো খেলার ছলে অনেকে তৈরি করতাম। তবে আজকে আপনার এই পোস্টটি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
আপু কি বলেন প্রাথমিকে থাকা অবস্থায় এগুলো তৈরি করেছেন ।তাহলে তো আপনি সেই বাচ্চা বেলা থেকেই গুণী মানুষ। আমি আবার এত গুনী না, তাই এখন তৈরি করলাম হা হা। আমার পোস্ট দেখে আপনার ছেলেবেলার কথা মনে পড়েছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
কাগজ দিয়ে অনেক কিছুই বানাতে পারতাম আপু, তবে এখন ভুলে গেছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে ইমোজি শেপের একটি বুকমার্ক তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন।বুকমার্কটি দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে এর উপর ইমোজি অংকন করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো কিছুই আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর এই অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।
আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে ইমোজি শেপের বুকমার্ক টি দেখতে খুবই কিউট লাগছে আপু। বুকমার্ক আমাদের মত স্টুডেন্টের জন্য খুবই প্রয়োজনী একটি জিনিস। বুকমার্ক তৈরীর পদ্ধতিটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু যারা বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক খুবই কাজের ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
মা মেয়ে দুজনে একসাথে বুকমার্ক তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। সত্যি আপু সময়ের অভাবে আসলে অনেক কিছুই করা হয়ে ওঠেনা। আর রঙিন কাগজ নিয়ে বসতে গেলে কিছুটা ফ্রি সময়ের প্রয়োজন হয়। আপু আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। মা যেমন গুণী মানুষ তেমনি মেয়েও কিন্তু দিনে দিনে গুণী হয়ে উঠছে।
ওমা আমি আবার গুনি হলাম কবে ?যাই হোক অনেক ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য। আর আপনি ঠিকই বলেছেন এগুলো নিয়ে বসতে হলে ফ্রি সময়ের প্রয়োজন হয় ।অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ইমোজি সেপের বুকমার্কটি দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্পূর্ণ করা যায়না।শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ভাইয়া আপনার কাছে বুক মার্ক টি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ।ভালো থাকবেন সব সময়।
আপনার মত আমার বুকমার্ক টা দেখতে সত্যি অনেক ভালো লেগেছে। আসলে সত্যি কথা বলতে ডাইপ্রজেক্ট অথবা রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস আমার অনেক বেশি পছন্দ। কারণ এটার মাধ্যমে অনেক নতুন ,নতুন জিনিস সামনে আসে যেটা দারুন একটা বিষয়। ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য।
ভাই আপনার কাছে আমার তৈরি বুকমার্ক ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার নতুন একটি দক্ষতা দেখে ভালো লাগলো আমার। অনেক সুন্দর বুক মার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার হয়েছে আপনার এটা তৈরি করা। সুন্দর একটি জিনিস তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে আমার বুকমার্ক ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন সব সময় শুভকামনা রইল।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে ইমোজি শেপের খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কখনও বুকমার্ক শেয়ার করিনি। তবে আপনাদের গুলো দেখতে খুব ভালো লাগে। আজকের এই বুকমার্ক খুব ভালো লেগেছে। এই বুকমার্ক গুলো আমাদের খুব কাজে লাগে। ধন্যবাদ এত সুন্দর বুকমার্ক আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনি যেহেতু কখনো বুকমার্ক শেয়ার করেননি তাহলে অবশ্যই করে দেখবেন। ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের জিনিসগুলো বানাতে আমার কাছেও ভালো লাগে। ঠিক বলেছেন সময়ের অভাবে এগুলো নিয়ে সবসময় বসা হয় না। এগুলো বানাতে অনেক সময় প্রয়োজন হয়। যাইহোক আজকে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। বুক মার্কটি দেখতে খুব কিউট লাগছে। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ফুটে উঠেছে।
আপু আপনার কাছে আমার বুকমার্ক ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।