ইন্টারনেট বিহীন কাটানো কয়েক দিন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইন্টারনেট ছাড়া এই কয়েক দিন আমাদের জীবন কিভাবে অচল হয়ে পড়েছে তারই কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সত্যি ইন্টারনেট ছাড়া এই কয়েক দিন নিজেকে বড্ড অসহায় লেগেছে । কিভাবে সময় কাটাবো ভাবতেই পারছিলাম না । খুবই দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত কেটেছে। আমি যখন এই পোষ্ট টি লিখেছি তখনও কিন্তু নেট ছিল না। পোস্ট করা অভ্যাস তাই লিখতে বসে গিয়েছিলাম। কেননা পোস্ট না করে থাকতে পারছিলাম না । সব সময় ভয়েস টাইপ করি, অনেক দিন পর হাতে লিখতে বেশ কষ্ট হচ্ছিল। মানুষ অভ্যাসের দাস। যা অভ্যাস করা যায় মানুষ তাতেই অভ্যস্থ হয়ে যায়। কিন্তু এই অভ্যাস থেকে বেরিয়ে আসা ভীষণ কষ্টকর। যেমন নেট চালানো দীর্ঘদিনের অভ্যাস। এর থেকে বেরিয়ে আশা ভীষণ কষ্টকর।

ei_1721828540022-removebg-preview.png


ইন্টারনেট বিহীন কাটানো কয়েক দিন


এই কয়েক দিন সময় যেন যেতে চাইছিল না। প্রতিটি মুহূর্ত ভারী ভারী লাগছিল। একেতো দেশের এত খারাপ অবস্থা তার উপর আবার নেট ছাড়া কোন খবর জানতে পারছিলাম না। যেই টেলিভিশন কে মানুষ ঘরে শোপিস করে সাজিয়ে রেখেছিল সেটাই যেন জীবনের খুবই গুরুত্বপূর্ন অংশ হয়ে পড়েছিল। সবাই টেলিভিশনের দিকে ঝুঁকে পড়েছে দেশের খবর জানতে। যদিও তাতে সঠিক তথ্য পাওয়া মুশকিল, তারপরেও যেটুকু জানা যায় এই আশায় সারাক্ষণ খবর দেখা হয়েছে। কমিউনিটির কোন কাজ করতে পারছিলাম না। যেই আমরা সপ্তাহের সাত দিন কাজ করি সেই আমরা কয়েকদিন কাজ না করে থাকতে পারছিলাম না। পোস্ট,কমেন্ট কিছুই করতে পারছিলাম না। কেমন যে লেগেছে ভাষায় প্রকাশ করতে পারছি না । না চাইতেই যেন ছুটি হয়ে গিয়েছে, তবুও ভালো লাগছিল না। সময় যেন একদমই কাটছিল না।


এভাবে কখনো এর আগে চিন্তা করি নি যে আমাদের এরকম দিন ও আসতে পারে। যেখানে নেট ছাড়া কয়েক দিন থাকতে হবে। এর আগে যখন ওয়াইফাই ক্ষনিকের জন্য চলে যেত তখন মোবাইল ডাটা অন করতাম। এক মিনিটও নেট ছাড়া থাকতে হত না। আর আজ কোন কিছুতেই কাজ হচ্ছে না।কি এক অবস্থার মধ্যে আছি আমরা। চব্বিশ ঘণ্টা কে যেন আটচল্লিশ ঘন্টা মনে হচ্ছিল। তানজিরা আপুর কাছ থেকে কমিউনিটির খোঁজ নিয়েছি। আপুও বলছে কমিউনিটিও সবাই কে ছাড়া এক দম নিঃশ্চুপ হয়ে আছে । সত্যি ভীষণ খারাপ লেগেছে।


ইন্টারনেট যে আমাদের জীবনের সঙ্গে কতটা সম্পৃক্ত এই কদিনে হারে হারে বুঝতে পারছি। এটা ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হয়েছে। তবুও আশায় ছিলাম খুব শীঘ্রই আমরা আমাদের ইন্টারনেট ফিরে পাব। একটা বার ভেবে দেখুন তো এই ইন্টারনেট যদি আর কখনও ফিরে না পেতাম তাহলে আমরা কি করতাম? কিভাবে বেঁচে থাকতাম ? ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসছে।আমার মনে হয় আমার মত সবারই তখন এক অবস্থা ছিল। সবার জীবন যেন স্থবির হয়ে পড়েছিল। মোবাইল টাকে বড্ড অকাজের মনে হচ্ছিল। আগে যেই মোবাইল হাত থেকে নামাতে ইচ্ছে করতো না । মোবাইল হাতে থাকলে কিভাবে সময় কেটে যেত বুঝতেই পারতাম না । আর আজ সেই মোবাইল হাতে নিলে মনে হয়েছে কোন কাজের না, কিছুই নেই এতে।


খুবই প্রয়োজনীয় জিনিস অকেজো হয়ে পরে ছিল কয়েক দিন। যাতে নেই কোন আপডেট খবর। নেই আমাদের কমিউনিটি,নেই আমাদের পরিবার। ডিসকর্ডে না ঢুকতে পেরে কারো সাথে কথা বলতে না
পেরে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল । সবাই যেন নতুন করে আবার সেই পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম।এখনো ভালো ভাবে নেট ফিরে আসে নি। যাই হোক খুব দ্রুত সব সমস্যার সমাধান হোক,আবার আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, ফিরে পাই আমাদের প্রয়োজনীয় ইন্টারনেট এই প্রত্যাশা করি ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ঠিক বলেছেন আপু। কয়েকটা দিন যে কিভাবে কেটেছে তা বলে প্রকাশ করা যাবে না। কখনো ভাবিনি আমাদের স্বাধীন বাংলাদেশে এমনও দিন আসতে পারে। খুবই আতঙ্কের মধ্যে ছিলাম আশেপাশে মানুষজন আর নিজেদেরকে নিয়ে। আপনাদের সবাইকে মিস করেছি। ঠিক বলেছেন আপু এ সময় টিভিটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে নেটবিহীন দেশের অবস্সা জানতে অনেক ছটফট করেছি।

 last month 

হ্যাঁ আপু এরকম দিন দেখতে হবে ভাবতেই ভয় লাগে।এখনো কি হবে সেই চিন্তায় থাকি।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এতদিন ধরে আমাদের সময় কিভাবে কেটেছে তা বলে বোঝানো যাবে না৷ এত কষ্টের ভিতর আমরা সময় পার করেছি যা আগে কখনোই হয়নি৷ এই প্রথম আমরা এতদিন ধরে নেট এর বাইরে ছিলাম৷ একইসাথে কোন ধরনের কাজ করা তো যায়নি এবং প্রতিনিয়ত শুধু আতঙ্কের খবর ভেসে আসছিল৷

 last month 

হ্যাঁ ভাইয়া এটা আমাদের সবার জীবনেই এক অন্যতম অধ্যায় ছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

ঠিকই বলেছেন সব সময় ভয়েস টাইপিং করতে করতে আমার তো মাথাতেই আসে নাই যে হাতে লিখেও পোস্ট রেডি করা যায় । আপনি তো তারপরও কাজটি করে ফেলেছেন । আসলে এই কয়টা দিন মোবাইল একেবারে অকেজো হয়ে পড়েছিল । সময়টা কাটতেই চাইতো না । আমরা সব সময় মনে করি একটু ছুটি নেব কিন্তু এই ছুটিটা একটুও ভালো লাগেনি । ইন্টারনেট ছাড়া চলা আসলেই আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে ।ঠিকই বলেছেন মানুষ অভ্যাসের দাস যা অভ্যাস করে তাই হয়ে যায় ।

 last month 

ইন্টারনেট বিহীন ছুটি সত্যি ভীষণ কষ্টকর।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56991.17
ETH 2341.20
USDT 1.00
SBD 2.33