একদিন হঠাৎ নার্সারিতে ঘুরে আসা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
টেইলার্সের দোকানের নিচেই দেখলাম আরো একটি নার্সারি ।তারপর দোকানের কাজ শেষ করে আমরা ওই নার্সারিতে গেলাম ।একেবারে হাতে কম সময় ছিল যার কারণে খুবই তাড়াহুড়ো করে দেখতে গেলাম সেখানে বেলি ফুলের গাছ আছে ।কিনা সেখানেও চমৎকার বেলি ফুলের গাছ দেখতে পেলাম ।আরো অন্যান্য কিছু গাছ দেখলাম যার কিছু ফটোগ্রাফি আমি করে এনেছি ।যদিও রাতের বেলা খুব একটা ভালো হয়নি । কোনরকম এডিট করা ছাড়াই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
একদিন হঠাৎ নার্সারিতে ঘুরে আসা
প্রথমেই যেই ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে ।লতানো আকারে বেড়ে ওঠে ।বাসার সামনে লাগালে দেখতে ভীষণ চমৎকার দেখায়। ইচ্ছে আছে আমাদের বাসার সামনেও এরকম মাধবীলতা ফুলের গাছ লাগানোর।
আর এটি হচ্ছে গোলাপ ফুল ।এই গোলাপ ফুল গুলো নার্সারিতে যতটা চমৎকার দেখায় বাসায় আনার পর এই গাছগুলো ততটাই মলিন হয়ে যায় ।আর ফুল একদমই আসে না ।যার কারণে আমি এবার আর গোলাপ ফুল কেনার কোন চিন্তাই করিনি। তবে গোলাপ সব সময় ভীষণ ভালো লাগে।
এগুলো হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল আমার কাছে বেশ ভালই লাগে ।এর আগে একবার একটি নার্সারি থেকে রঙ্গন ফুলের চারা এনেছিলাম এবং লাগিয়েছিলাম ।খুব একটা বড় হয়নি ।তবে ধীরে ধীরে গাছটি মারা গিয়েছিল ।নতুন করে আর কেনা হয়ে ওঠেনি ।তবে রঙ্গন ফুল আমার কাছে বেশ ভালই লাগে।
আর এটি হচ্ছে কমলা কিংবা মালটার গাছ। যেটি আমার জানা নেই ।তবে ফলগুলো ধরে থাকা দেখে বেশ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছি ।আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ,হয়তো আপনাদেরও ভালো লাগবে।
আর এটি হচ্ছে অলকানন্দা ফুল। এই ফুলটি আমার কাছে বেশ ভালো লাগে ।হলুদ কালারের ফুল হয়ে থাকে দেখতে খুবই চমৎকার লাগে ।যদিও এখন পর্যন্ত এই গাছ একটাও কেনা হয়নি ।তবে এই গাছটি বেশ চিকন ছিল যার কারনে কেনার ইচ্ছা ছিল না ।যদিও আমি গিয়েছিলাম মূলত বেলি ফুলের গাছ খোঁজার জন্য।
আর এটি হচ্ছে সাদা চেরি ফুলের গাছ ।এই ফুল গুলো দেখতে কিন্তু ভীষণ চমৎকার ।আমার কাছে ভীষণ ভালো লাগে। আবার কোন একদিন নার্সারিতে গেলে এই ফুলের গাছ কিনে আনব। যদিও এই গাছটিও বেশ চিকন ছিল। যার কারণে কেনার ইচ্ছে ছিল না ।তবে এই গাছের ফুলগুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে ।কোন একদিন আমার বাগানের জন্য এই ফুলের গাছটি নিশ্চয়ই কিনে আনব।
আর এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বেলি ফুলের গাছ। যার জন্য মূলত নার্সারির মধ্যে ঢুকেছিলাম রাতের বেলায় । বেলি ফুলের গাছ যদিও আমার বাগানে রয়েছে তারপরেও আরও একটি কেনার ইচ্ছে হয়েছিল । আগের নার্সারি থেকে এই নার্সারিতে খুব কম দামে গাছটি পেয়ে গিয়েছিলাম ।মাত্র ৮০ টাকা নিয়েছিল। আর আগে যেই নার্সারিতে গিয়েছিলাম তারা দেড়শ টাকা চেয়েছিল। যাইহোক অবশেষে গাছটি নিয়ে বাসায় ফিরেছিলাম ।বেশ ভালো লেগেছিল । যদিও এখনো গাছটি লাগানো হয়ে ওঠেনি গরমের কারণে ।গরম একটু কমলেই টবে লাগিয়ে ফেলবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোই তো নার্সারিতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন । টেইলারের দোকানে গেলেন আবার সেখানে গিয়েও একটা নার্সারি পেলেন ।আজকাল ফুল গাছের অনেক দাম দাম শুনে আর কিনতে ইচ্ছা করে না । যদিও কিনে নিয়ে আসা হয় তবে বাসায় আনলে আর সেগুলো ভালোভাবে বাঁচে না । বেলি ফুল গুলো দেখতে তো ভালোই লাগছে। সবগুলো ফুলই অনেক বেশি সুন্দর লাগছে । আর নার্সারিতে গেলে এই সুন্দর সুন্দর ফুল গুলো দেখা যায় ভালই লাগে দেখতে ।
আপু আপনার বাগানে ও বেলি ফুল রাখতে পারেন ।এটি কিন্তু অনেকদিন বাঁচে সহজে মরেনা। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
নার্সারিতে গেলে অনেক রকম ফুলের সৌন্দর্য উপভোগ করা যায় আপনি সেখান থেকে দারুণ কিছু ফুলের দৃশ্য ক্যাপচার করেছিলেন যার মধ্যে মাধবীলতা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু। স্বচ্ছ ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া মাধবীলতা ফুল আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু হাতে সময় নিয়ে নার্সারি বাগানে গেলে ঘুরতে এবং গাছ কিনতে বেশ ভালোই লাগে। আপনি নার্সারি বাগানে গিয়েছেন কিন্তু সময় কম থাকার কারণে তাড়াহুড়া করেছেন। তবে বেলি ফুল গুলো আমার কাছে বেশ ভালো লাগে। নাসারী বাগানে গেলে মনে হয় ফুলের রাজ্যে চলে আসলাম। তবে ৮০ টাকা হলে এই গাছের দাম বেশি না আপু। যাই হোক খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ।
হ্যাঁ আপু বেলি ফুলের দাম বেশ কমই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।
শপিং শেষ করে এরপর এত সুন্দর একটি নার্সারি পেয়ে গিয়েছেন দেখে ভালো লাগলো আপু। যেহেতু টেইলার্সের দোকানের খুবই কাছে নার্সারি ছিল তাই তো খুব সহজে এই নার্সারি দেখতে পেয়েছেন আপু। নার্সারিতে গেলে সত্যিই অনেক ভালো লাগে। আর অনেক রকমের গাছ দেখতে পাওয়া যায়। তবে সব কিছুর দাম অনেক বেড়ে গেছে আপু।
হ্যাঁ আপু নার্সারিতে গেলে সত্যিই ভীষণ ভালো লাগে ।অনেক রকমের গাছ দেখা যায় আবার কেনাও যায় অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অনাকাঙ্খিতভাবে নার্সারিতে গিয়ে অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপু যা দেখতে খুবই ভালো লাগছে।ফুল আমিও খুব ভালোবাসি এজন্য বাসায় সবসময় ফুল গাছ লাগানোর চেষ্টা করে থাকি।আপনার মত আমিও একজন ফুল প্রেমী।সবগুলো ফুলের দেখতে অনেক সুন্দর লাগছে।অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
আপু আমার মত আপনিও ফুল প্রেমী মানুষ জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
নার্সারিতে গেলে অনেক রকম ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি নার্সারিতে গিয়ে বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। বেশি ফুল আমার কাছে অনেক ভালো লাগে। বিষেশ করে বেলি ফুলের সুগন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু বেলি ফুল আপনার ভালোলাগে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
সু স্বাগতম আপনাকে।
আশেপাশের নার্সারি দেখলে আমারও এমনটাই হয় আপু ইচ্ছা না থাকলে তাও মনে হয় ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করি। যদিও আপনার নার্সারিতে যাওয়ার ইচ্ছা ছিল না তারপরও নার্সারিতে গিয়ে বেলি ফুলের গাছ কিনেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ নার্সারিতে যাওয়ার সুন্দর মুহূর্ত এবং সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আমার গাছের প্রতি ভীষণ নেশা যার কারণে নার্সারি চোখে পড়লে না যেয়ে থাকতে পারি না।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।