চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি ।চিকেন বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি ।আমার কাছে তো খেতে বেশ ভালই লাগে ।পরিবারের সবাই চিকেন বিরিয়ানি বেশ পছন্দ করে । বাইরের বিরিয়ানির থেকে বাড়িতে রান্না বিরিয়ানি খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এবং স্বাস্থ্যসম্মত তো বটেই। তবে ইদানিং যে পরিমাণ গরম পড়েছে তাতে করে নিত্যদিনের রান্না করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যার কারণে বাড়তি কোন কিছু রান্না তেমন একটা করা হয়ে ওঠে না। বেশ কিছুদিন আগে এই রেসিপিটি করেছিলাম। তবে আলসেমি করে শেয়ার করা হয়ে ওঠেনি ।তাই চিন্তা করলাম আজ রেসিপিটি শেয়ার করি ।আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি দেখতে।

চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি


ei_1716231812217-removebg-preview.png

Polish_20240531_222015125~2.jpg



Polish_20240531_220804977.jpg


উপকরণপরিমাণ
মুরগির মাংসদুই কেজি
চিনি গুঁড়া চালএক কেজি
আদা বাটাতিন টেবিল চামচ
রসুন বাটাতিন টেবিল চামচ
ঘিপরিমাণমত
টক দইপরিমাণমত
বিরিয়ানি মসলাএক প্যাকেট
চিনিপরিমাণ মত
লবণস্বাদমত
তেলপরিমাণ মত
পেঁয়াজ কুচিপরিমাণ মত
কাঁচা মরিচদশ টি
আলুচার টি
আলু বোখারাপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


IMG20240223130957.jpgIMG20240223131805.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেই।


IMG20240223131918.jpgIMG20240223131911.jpg

আলুগুলো ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি বর্ণ করে ভেজে নেই।


IMG20240223132520.jpgIMG20240223132549.jpg

পেঁয়াজ বাদামি করে ভাজা হলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেই। তারপর পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দেই।


IMG20240223132654.jpgIMG20240223132731.jpg

তারপর মশলাটা একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেই। তারপর বিরিয়ানির মসলা ও টক দই দিয়ে দেই।


IMG20240223132815.jpgIMG20240223132908.jpg

তারপর আবারো মসলাটি নেড়ে চেড়ে কষিয়ে মাংস গুলি দিয়ে দেই।


IMG20240223132927.jpgIMG20240223133113.jpg

তারপর মাংসগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই সিদ্ধ হওয়ার জন্য।


IMG20240223133846.jpgIMG20240223134503.jpg

কিছুক্ষণ পর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি।


IMG20240223134513.jpgIMG20240223134734.jpg

তারপর মাংসগুলো সিদ্ধ হয়ে এলে মাংস চুলা থেকে নামিয়ে নেই।


IMG20240223134214.jpgIMG20240223134325.jpg

তারপর অন্য একটি পাত্রে চালের ডাবল পানি দিয়ে চুলায় বসিয়ে দেই ।তারপর পানি ফুটে উঠলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল গুলো দিয়ে দেই।


IMG20240223134359.jpgIMG20240223134526.jpg

তারপর সামান্য তেল ও আস্ত কাঁচামরিচ দিয়ে দেই।


IMG20240223134533.jpgIMG20240223134912.jpg

তারপর আলু বোখারা দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে নেই। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে চুলার উপর রেখে দেই।


IMG20240223141207.jpgIMG20240223140419.jpg

IMG20240223141220.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। এখন অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে নেই। তারপর বিরিয়ানির উপর বেরেস্তা ও ঘি ছড়িয়ে দেই।


ei_1717172023088-removebg-preview.png

IMG20240223141922~2.jpg

এখন একটি প্লেটে বেড়ে সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল ।আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last month 

অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যাহোক আপনি অত্যন্ত সুন্দর ও চমৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি করেছেন। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। অত্যন্ত রুচি সম্মত একটি খাবারের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন চিকেন বিরিয়ানি পছন্দ করেনা এমন লোকের সংখ্যা খুব কমই। সবাই চিকেন বিরিয়ানি অনেক পছন্দ করে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

তা ঠিকই বলেছেন এই গরমের ভিতরে প্রতিদিনের রান্না করাটাই কষ্ট অন্য কিছু রান্না তো আরো কষ্টকর একটি কাজ । আপনার বিরিয়ানি দেখে তো আমার খেতে ইচ্ছা করছে । চিকেন বিরিয়ানি আমার কাছে অনেক ভালো লাগে খেতে । নিজেদের হাতে তৈরি করা বিরিয়ানি আসলেই অনেক মজা হয় । দেখতে অনেক লোভনীয় লাগছে ।

 last month 

আপু আপনার কাছে চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে এবং আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু দেখেই খেতে ইচ্ছে করছে। মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর এই লোভনীয় রেসিপি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ভাই আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 last month 

কাচ্চি বিরিয়ানির থেকে আমার কাছে চিকেন বিরিয়ানি খেতে একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি চিকেন বিরিয়ানির রেসিপি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে চিকেন বিরিয়ানি রেসিপি টি সম্পন্ন করেছেন। আপনার তৈরি চিকেন বিরিয়ানির রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 last month 

কাচ্চি বিরিয়ানি থেকে আপনার কাছে চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 last month 

আসলে বিরিয়ানি আমার খুবই প্রিয়, আমি মাঝেমধ্যে বিরানি খেয়ে থাকি। তবে বাইরে বিরিয়ানির চাইতে বাসায় স্বাস্থ্যকর ভাবে তৈরি করলে এই বিরিয়ানি খেতে অনেক মজাদার হয়। আপনার রেসিপি পরিবেশন দেখে ভালো লাগলো, এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

হ্যাঁ ভাইয়া বাইরে থেকে বাসার বিরিয়ানি অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

এটা কিছু হলো আপু? চিকেন বিরিয়ানী রান্না করে একা একা খেয়ে নিলেন। আর আমাদের কে লোভ লাগানোর জন্য শেয়ার করলেন। আপনার শেয়ার করা রেসিপি দেখে তো খেতে মনে চাইছে। আপনি কিন্তু বেশ সুন্দর করে পুরো রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বুঝা যাচ্ছে যে রেসিপিটি বেশ সুস্বাদু ছিল।

 last month 

ইস আপু আপনার লোভ লেগে গেল জেনে সত্যিই ভীষণ খারাপ লাগলো। দাওয়াত রইল কোন একদিন বাড়িতে আসবেন ।নিশ্চয়ই খাওয়াবো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

বাড়ির রান্না সবসময়ই বেশি সুস্বাদু এবং স্বাস্থ‍্যসম্মত হয়ে থাকে। চিকেন বিরিয়ানি আমারও অনেক পছন্দের। দারুণ তৈরি করেছেন চিকেন বিরিয়ানি টা। বেশ লাগছে দেখে। এবং বিরিয়ানি এর রেসিপির প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

চিকেন বিরিয়ানি আপনার অনেক পছন্দের জেনে ভালো লাগলো। আসলে আমাদের সবারই চিকেন বিরিয়ানি বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু বর্তমানে যে গরম পড়েছে তাতে করে কোন কিছু রান্না করা অনেক বেশি কষ্টের। অনেকদিন আগে আপনি এই মজার রেসিপি তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো। চিকেন বিরিয়ানি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বাসায় তৈরি করা খাবার সব সময় অনেক বেশি মজার হয় এবং স্বাস্থ্যকর হয়।

 last month 

হ্যাঁ আপু এটি খেতে বেশ ভালোই হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা বিরিয়ানি দেখে খেতে ইচ্ছা করছে। চিকেন বিরিয়ানি আমার কাছে অনেক ভালো লাগে খেতে। মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আপু বিরিয়ানি আপনার পছন্দ এবং আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

সু স্বাগতম আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14