ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানী খাওয়ার অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানী খাওয়ার অভিজ্ঞতা
রেস্টুরেন্টটি তে যাওয়ার পর দেখলাম সেখানে প্রচুর লোকের সমাগম মনে হচ্ছে। সবাই যেন বিয়ে বাড়িতে এসেছে। যদিও এর আগেরবার যখন এসেছিলাম তখনও একই অবস্থা দেখেছিলাম। আমার মনে হয় সব সময় এই রেস্টুরেন্টে লোকজনে এমন ভরপুর থাকে, আর সবাই এখানে খেতে আসে । তারপর আমরা একটি জায়গায় বসলাম এবং ওয়েটারকে খাবার অর্ডার করলাম। আমরা কাচ্চি বিরিয়ানীর সঙ্গে খাসির লেগ রোস্ট অর্ডার করেছিলাম।
অল্প কিছু সময়ের মধ্যে আমাদের খাবার গুলো পরিবেশন করা হলো ।এখানকার খাবার যে এতটা সুস্বাদু যা আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। এদের কাচ্চিতে দুই পিস খাসির মাংস থাকে, একটি টিকিয়া থাকে ।এটি খেতে এতটা মজার ছিল যা বলে বুঝাতে পারবো না । যদিও এখান থেকে আমি এই প্রথমবার লেগ রোস্ট খেয়েছিলাম ।তবে খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ।কাচ্চি খেতে এমনিতেই আমি ভীষণ পছন্দ করি। তারপর আবার ভালো রেস্টুরেন্ট থেকে হলে তো কোন কথাই নেই ।তাদের খাবারের মান থাকে যথেষ্ট উন্নত মানের ।যেটা যে কারোরই ভালোলাগার কথা। আমরা বেশ মজা করেই খাবারগুলো খেতে লাগলাম।
খাবার পরিবেশন এর আগে বাইরের এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম। আমরা মূলত এখানে বসে ছিলাম যার কারণে বাইরের সাইডটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল ।এরকম পরিবেশে বসতে কিন্তু বেশ ভালই লাগে ।যাই হোক সেদিনকার খাওয়া-দাওয়া বেশ ভালই হয়েছিল।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার খাবারের রিভিউ শুনে ভীষন ভালো লাগলো। স্টার কাবাব আমাদের ধানমন্ডির শাখাতে আমি খেয়েছিলাম অনেক আগে।যদিও আমি বাইরের খাবার খেতে চাইনা।তারপর ও আমাকে খেতে হয়েছিল তাদের কাচ্চি। সত্যি খুব সুস্বাদু খেতে।আপনারা তৃপ্তি পেয়েছেন খেয়ে এটা ভালো লাগার একটি বিষয়।
আপু আপনি বাইরের খাবার খান না তারপরেও আপনার কাচ্চি খেয়ে ভালো লেগেছিল। যেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
কাচ্চি বিরিয়ানি দেখেই তো আমার ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে গিয়ে আপনারা কাচ্চি বিরিয়ানি খেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। খাবারগুলা এতো লোভনীয় লাগছে যে জিভে জল চলে এসেছে এই সকাল সকাল দেখে। ঘুম থেকে উঠেই যা দেখলাম এখন তো আর ভুলতে পারবো না। খাবারের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি অনেক সুস্বাদু ছিল। কখনো যদি ওই দিকে যাওয়া হয় অবশ্যই এই কাচ্চি বিরিয়ানি খাবো।
ভাইয়া খাবার গুলো লোভনীয় যেমন দেখতে খেতেও তেমনি সুস্বাদু ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনারা তো মজা করেই খেয়েছিলেন কাচ্চি বিরিয়ানি। তবে আমাদের মাঝে শেয়ার করে তো এখন লোভ লাগিয়ে দিলেন অনেক বেশি। জিভে জল চলে আসলো কাচ্চি বিরিয়ানির ছবি দেখে। খেয়েছেন ভালো কথা ছবি কেন যে শেয়ার করলেন। এখন তো আর লোভ সামলাতে পারছি না। যাই হোক ভালো সময় কাটিয়েছেন আর মজা করে খেয়েছেন দেখে ভালো লাগলো। মাঝেমধ্যে এভাবে খাওয়া দাওয়া করার সময় আমাদেরকে ডেকে নেবেন। সবাই একসাথে খেতে ভালো লাগবে।
আপু চলে আসেন সবাই মিলে আবারো খেতে যাবো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।