ঘুরতে গিয়ে ক্যামেরা বন্দী করা কিছু ছবি।

in আমার বাংলা ব্লগlast month
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আবার ও আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব, ঘুরতে গিয়ে আমার তোলা কিছু ছবি। বেশ কিছু দিন আগে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানকার একটি শাপলা বিল এ। সেখানেই এই ছবি গুলো তুলেছিলাম। চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি। ###
১ নং ছবি।

IMG_20240825_140352.jpg
শুরুতে এই স্থান টি আমার মনে জায়গা করে নিয়েছিলো।এটি একটি ছোট ধানের জমি ছিলো। যেখানে জল জমে চারপাশে জঙ্গল হয়ে গেছে, এই জয়গার সবচেয়ে সুন্দর অংশটি হলো জলের উপর আকাশের প্রতিচ্ছবি। এটি দেখে মনে হচ্ছে দুপাশের ঘাসের মাঝে কেউ আয়না রেখেছে।

২ নং ছবি।

IMG_20240825_133145.jpg
এই ছবি টি একটি ধান ক্ষেতের, যেখানে ধান গাছ লাগানো ছিলো।আমি ক্ষেতের ভিতর নেমে গিয়ে চারদিকের সবুজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই ফোন টি বের করে এই সবুজ সমোহর এর ছবি তুললাম।

৩ নং ছবি।

IMG_20240825_140235.jpg
শাপলা বিলের চারপাশের বেশির ভাগ ছিলো জল। আর বিভিন্ন জায়গায় এমন করে বাঁশ এর ব্রিজ দেওয়া ছিলো।
আসলে এটি পার হবার সময় আমার বেশ ভয় লাগছিলো, কারন আমি একটু মোটা আর এদিকে আমার বন্ধু শুধু বলে এই ভাঙ্গলো ভাঙ্গলো।তবে স্থান টি সুন্দর ছিলো।

৪ নং ছবি।

IMG_20240825_141353.jpg
শাপলা বিল টি ছিলো গ্রামের ভিতর দিকে। আর এটি গ্রামের রাস্তা।এরকম রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে কারন চারদিকে গাছ, ছায়া আর হালকা বাতাস।
মনে হয় এই শুধু হাঁটতে থাকে। এমন রাস্তায় ঘন্টার পর ঘন্টা হাঁটলে ও ক্লান্তি আসে না।

৫ নং ছবি।

IMG_20240825_135330.jpg
এই গাছটি কে যতদুর সম্ভব বট গাছ বলে। এই গাছের ঘন সবুজ এর মধ্যে ছোট ছোট লাল রং এর ফল ধরে ছিলো। যা দেখতে অনেক সুন্দর ছিলো।আর কৃষকরা ক্ষেতের কাজ করে এসে এই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলো।আবার কেউ খাবার খাচ্ছিলো।

৬ নং ছবি।

IMG_20240825_140846.jpg
এই পুকুর এর চারদিকে ধান ক্ষেত দিয়ে ঘেরা ছিলো।আর এই পুকুর এর পানি ছিলো একদম পরিষ্কার। যখন বাতাস হচ্ছিলো এই পুকুর এর জল গুলো টলমল করছিলো। আর মেঘের প্রতিচ্ছবি গুলো দেখতে চোখ জুড়িয়ে গিয়েছিলো।

৭ নং ছবি।

IMG_20240825_140715.jpg
শাপলা বিল এর মুল আকর্ষন ছিলো শাপলা, কিন্তু সেখানে খুব কম সংখ্যাক শাপলা ছিলো। আমরা শুধু কলি পেয়েছিলাম, তাই ফুটিয়ে নিয়ে ছবি টি তুলেছিলাম।
ফুল গুলোর রং ছিলো অসাধারণ। যা যে কারে মন কে আকৃষ্ট করতে সক্ষম।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

SourceDevice name :Xawmi Mi 9T
Sort:  
 last month 

আগে বর্ষাকালে যখন চারিদিকে এইভাবে পানি জমে যেত নৌকা নিয়ে ঘুরে বেড়াতাম। সুতরাং এইরকম দৃশ‍্যপট আমার পরিচিত। আকাশ পানি ভর্তি ধানক্ষেত বেশ চমৎকার লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

 last month 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী প্রাকৃতিক দৃশ্যের।আর বিশেষ করে আপনার তোলা শাপলা ফুলের ফটোগ্রাফী অনেক বেশি ভালো লেগেছে।

 last month 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

ঘোরাঘুরি করতে গিয়ে বেশ সুন্দর ফটো ধারণ করেছেন আপনি। আপনার সুন্দর এই ফটোগুলো দেখে অনেক অনেক ভালো লেগেছে। মাঝেমধ্যে প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে যেতে আমারও অনেক ভালো লাগে। ঠিক তেমনি সুন্দর অনুভূতিতে আপনার আজকের এই পোস্ট। দারুন ভাবে ক্যাপচার করেছেন অনেকগুলো ফটো।

 last month 

ঘোরাঘুরি খুব সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দেখছি। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই প্রাকৃতিক পরিবেশের ধারণ করা ফটোগ্রাফি মূলক পোস্ট। দারুন ভাবে ক্যাপচার করেছেন ফটোগুলো এবং তা শেয়ার করেছেন আমাদের মাঝে। পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে আমি খুবই পছন্দ করি।

 last month 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমার বাংলা ব্লগের নিয়ম অনুযায়ী মিনিমাম ৫০০০ পুশ টোকেন কিনতে হবে, যেহেতু $PUSS আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন সেহেতু এটা দ্রুত করা উচিত। ধন্যবাদ

 last month 

ভাইয়া আমি $Puss কিনেছি।

 last month 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা প্রতিটি ফটো আমার কাছে খুবই ভালো লেগেছে।এত সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। যা দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। শেষের শাপলা ফুলগুলোর ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ঘুরতে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তিন এবং চার নম্বর ফটোগ্রাফি গুলো রাইট এঙ্গেলে ক্যাপচার করলে আরো বেশি ভালো লাগতো দেখতে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67328.17
ETH 2602.99
USDT 1.00
SBD 2.67