আঁকা আঁকি :গ্রামের দৃশ্য

in আমার বাংলা ব্লগ2 months ago

সবাই কে আমার নমস্কার /আদাব।আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। তবে যে গরম পড়ছে আর সহ্য হয় না,এখন হালকা বৃষ্টির দরকার। এদিকে পানির পাম্পে পানিই উঠে না। পানির খুব কষ্ট যাচ্ছে।যাইহোক আজকে একটু আঁকা আঁকি করতে বসছিলাম। সেই আঁকা আঁকিই আজ তুলে ধরব আপনাদের মাঝে।

চলুন শুরু করা যাক আমার আজকের আঁকা আঁকি টি।
প্রয়োজনীয় উপকরণ
জল রং।
পানি।
কাগজ,পেন্সিল, রাবার,কাটার।
তুলি,স্কেল।

IMG_20240424_174030.jpg

আঁকার পদ্ধতি

১:প্রথমে কাগজের চারদিকে বডার টেনে নিতে হবে। এবং যে বিষয় গুলো আঁকব তা এঁকে নিতে হবে।
IMG_20240424_174200.jpg
২:এখন আগে ঘর গুলো আঁকব।তারপর গাছ, নদী,নৌকা আঁকব।এগুলো পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিতে হবে।
IMG_20240424_175025.jpg
IMG_20240424_174451.jpg
৩: দুটি রং মিশিয়ে রং তৈরি করতে হবে। নীল ও সবুজ মিশিয়ে গাঁড় সবুজ রং বানিয়ে নিব ও দুরের ঘাস গুলো রং করে নিব।
IMG_20240424_175755.jpg
IMG_20240424_175135.jpg
৪:এখন লাল রং দিয়ে ঘরের চাল গুলো রং করব এবং ছাই রং দিয়ে চালের চারপাশে বডার এঁকে নিব।
IMG_20240424_180131.jpg
IMG_20240424_180028.jpg
৫:হলুদ রং ও খয়েরী রং দিয়ে ঘর দুটির দেওয়াল ও দরজা- জানালা রং করে নিব।
IMG_20240424_180351.jpg
৬:সবুজ, হলুদ ও খয়েরী রং দিয়ে ঘাছের নিচের মাটি টি ও ঘরের সামনের মাঠ রং করব।
IMG_20240424_180827.jpg
৭:গাঁড় খয়েরী রং দিয়ে গাছ ও টিয়া রং দিয়ে গাছের পাতা রং করতে হবে।
IMG_20240424_181312.jpg
IMG_20240424_181103.jpg
৮:এবার নীল রং দিয়ে নদীর পানি রং করব। কালো দিয়ে নৌকা রং করব।ও কমলা দিয়ে মাঝির পোষাক রং করব।

IMG_20240424_182423.jpg

IMG_20240424_182213.jpg
IMG_20240424_181956.jpg
**এভাবে শেষ করলাম আমার আজকের আঁকা আঁকি।
IMG_20240424_182752.jpg
IMG_20240424_182649.jpg
IMG_20240424_182527.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার করা আজকের আঁকা আঁকি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

গ্ৰামীন দৃশ্যের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটি গ্ৰামীন‌ দৃশ্যের আর্ট করেছেন। আপনার আর্ট করা গ্ৰামটি দেখে মনে হচ্ছে এটি একটি আদর্শ গ্রাম। একটি বট গাছ আবার তার সাথে পুকুর, আর তার সাথে পুকুরের মধ্যে একটি নৌকা, এটি আসলেই একটি সুন্দর আর্ট।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সুন্দর করে মন্তব্য ও উৎসাহিত করেছেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

একদম ঠিক বলছেন ভাইয়া গরমে অবস্থা খুব খারাপ। তবে পানির সমস্যা আল্লাহ রহমতে নেই।কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই আলহামদুলিল্লাহ কিছুটা গরম কমেছে। যাইহোক আপনি কিন্তু অসম্ভব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন।কালার টা বেশ দারুণ ফুটেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

সব জায়গাতে এক দশা,পানির সংকট। আশা করি এই বিরুপ আবহাওয়া দ্রুত আমাদের থেকে চলে যাবে।দারুন একটি প্রাকৃতিক গ্রামের দৃশ্য অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।আপনার জন্য ও শুভ কামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাই, জলরং ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য অঙ্কন করেছেন। আর এই দৃশ্যে খুব সুন্দর একটি নদী রয়েছে, যে নদীতে মাঝি নৌকা নিয়ে ছুটে চলেছে, সেই সাথে নদীর পাশে কুঁড়ে ঘর রয়েছে সবকিছু মিলিয়ে গ্রামীণ দৃশ্যটি সত্যিই দারুণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর একটি গ্রামের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সুন্দর করে মন্তব্য করেছেন।

 2 months ago 

আমাদের এদিকে একদিন খুব বৃষ্টি হয়েছে কিন্তু গরম তাতেও কমেনি। এই গরমের মধ্যে পানির সমস্যা হলে তো কষ্টের শেষ নেই। যাই হোক ভাইয়া আপনার আজকের আর্টটি বেশ সুন্দর হয়েছে। আর্ট করার কাগজটি হয়তো পাতলা হয়ে গিয়েছে। এজন্য আর্ট করতে মনে হয় আপনার একটু কষ্ট হয়েছে। কিছু কিছু জায়গায় একদম ভিজে উঠেছে। কিন্তু শুকানোর পর খুব চমৎকার লাগছে দেখতে।

 2 months ago 

আপু ভুল করে পানি বেশি পরে গেছিল।ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর প্রাকৃতিক চিত্র আপনি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার এই অসাধারণ চিত্র অঙ্কন করতে দেখে বেশ ভালো লেগেছে আমার। দারুন অংকন করেছেন। অসাধারণ হয়েছে চিত্রটা।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

প্রাকৃতিক দৃশ্যের খুবই চমৎকার একটি চিত্র অংকন করেছেন ভাইয়া। আপনার চিত্র অংকনটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই দুর্দান্তভাবে অঙ্কনটি তুলে ধরেছেন।খুবই আকর্ষণীয় লাগছে আপনার প্রাকৃতিক দৃশ্যের চিত্রটি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 57087.02
ETH 3064.71
USDT 1.00
SBD 2.19