ছোটবেলার খেলাধুলা।

in আমার বাংলা ব্লগlast month
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ অনেক দিন পর কিছু খেলা খেললাম।আজ ভোর এ আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। টানা ২ ঘন্টা মতো বৃষ্টি আর তার সাথে মেঘের গর্জন ও প্রচন্ড রকমের বাতাস। আর গাছের পাতা যখন নড়েছে তখন বিদ্যুৎ চলে যাবে।আর এই যে বিদ্যুৎ গেল আসলো প্রায় ২ টার পর। বিদ্যুৎ নেই, ফোন এ চার্জ নেই, ওয়াই ফাই নাই সব মিলিয়ে কেমন যানি লাগছিল।আমি তো তাও ঘুম আসার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভাগ্নী ফোন না চালাতে পেরে অস্থির। এখন ফোন এক প্রকার নেশার মতো হয়ে গেছে।ফোন ছাড়া যেন আমরা এক মুহুর্ত চলতে পারি না।তাই ভাগ্নীকে শান্ত করার জন্য কিছু ঘরোয়া খেলা খেললাম।এর মধ্যে আমার বড় দাদার মেয়ে ও আসলো।তাই খেলা টা বেশ জমে উঠেছিল।

প্রথম খেললাম কাগজে কলম দিয়ে ডট ডট দিলাম চার কোনা করে।তারপর একজন একজন করে টান দিয়ে, কেউ যখন শেষ টান দিয়ে একটা বক্স তৈরি তখন সেই ঘরে তার নামের প্রথম অক্ষর লেখা হয়। এভাবে যার নাম বেশি সে প্রথম হয়।এই খেলা স্কুল এর অবসর সময় অনেক খেলেছি।


এই খেলায় আমি প্রথম হয়েছিলাম।

এবার খেললাম চোর পুলিশ খেলা।চারটা চিরকুটে চারটে নাম লেখা থাকে চোর(৪০),ডাকাত(৬০),পুলিশ(৮০), বাবু(১০০)।এবার একজন একজন করে একটা করে চিরকুট তুলবে।যে বাবু সে পুরো ১০০ পাবে।আর যে পুলিশ তাকে বলতে হবে কে চোর আর কে ডাকাত।যদি ঠিক বলে তালে পুলিশ ৮০ পায়। আর ভুল বললে শুন্য পায়।


এরপর আর কিছু খেলা খেললাম বেশ ভালো লাগলো।

এভাবে সময়টা অনেক সুন্দর করে কেটে গেল।এরপর বিদ্যুৎ চলে আসলো,তারপর আবার যান্ত্রিক জীবনে ফিরে গেলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আসলেই ভাইয়া ফোন আমাদের সবার জন্য নেশা হয়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা হলো ফোন ছাড়া কেমন জানি নিজেকে এতিম এতিম লাগে। যাইহোক ভাগনীর মন ভালো আর শান্ত করার জন্য ঘরোয়া খেলা শুরু করে দিলেন।দেখছি বেশি দারুণ সময় উপভোগ করেছেন। ছোট বেলায় স্কুলে গিয়ে এই খেলাটা বেশি খেলা হতো।আপনাদের খেলা দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেলও।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

এসব চোর ডাকাত খেলা আমরাও ছোট বেলায় খেলতাম।আসলে এখন ফোনে সবাই সময় কাটায় তাই এসব খেলা বিলুপ্ত প্রায়।আপনারাও হয়তে খেলতেন না যদি কারেন্ট থাকতো ও ফোনে চার্জ থাকতো।ইনজয় করেছেন অনেকে খেলাতে বুঝতে পারছি।ধন্যবাদ আপনাকে সুন্দর খেলার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67435.35
ETH 3528.53
USDT 1.00
SBD 2.68