একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ।

০৪ জিলহজ্ব ১৪৪৫ হিজরি। ১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


গরমের দিনগুলো যেন যেতেই চাচ্ছে না। খুব বেশি দিন আগের কথা নয়। অনেক সময় বলতাম শীত ভালো লাগে না। শীত আসলেই আগুনের কাছে বসে থাকা। গায়ে অনেক গুলো জামা কাপড় পরিধান করা। সব মিলিয়ে একটা বিরক্তকর অবস্থা। আমরা সবাই জানি বাংলাদেশ ছয় ঋতুর দেশ। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট তাতে গরমের সময়কাল বেশি হয়ে গেছে। গরমের এই সময়ে এত পরিমাণ গরম পড়ছে যা মানুষের জীবন বিষাক্ত হয়ে পড়েছে। আকাশে মেঘ ঘন ঢাকা কিন্তু বৃষ্টি নেই। আর গরমের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। আর এই গরমের ফলে বড় মানুষর তো কষ্ট হচ্ছেই, বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের। বলতেই হয় যাদের বাড়িতে বাচ্চা আছে বর্তমান সময়ে তারা অসুস্থ। আমার ছেলেটার আজ কয়দিন ধরে জ্বর। শুধু আমার ছেলে বলে কথা নয়, আমার বাড়ির আশে পাশে যেগুলো ছোট বাচ্চা রয়েছে সবাই অসুস্থ। আর এই অসুস্থতার মূল কারণই হল অসস্তিকর গরম।


যাইহোক আমি আজকে আবারো নতুন একটি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। তবে একটা বিষয় অন্য যেকোনো সময় মাথায় বেশ কবিতার ছন্দ আসে।আর যেই কবিতা লিখতে যাই সবকিছু হারিয়ে যায়। আর এর ফলে বেশ ভোগান্তি হয় অনেক সময় লাগে তখন। সময়টা যাই লাগুক না কেন চেষ্টা করি সুন্দর ভাবে কবিতা গুলো লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ঠিক আজকে কয়েকটি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি অনু কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ...।


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

🥀 অনু কবিতা-১

আমি জানতাম তোমার বিষের বীণে
আমার হৃদয়টা হয়ে যাবে ফালি ফালি।
তবুও এক মুহূর্তের জন্য তোমায় ছেড়ে যায়নি।
কোথায় যেতাম বল যেখানেই যায় না কেন?
তোমার স্মৃতিগুলো আমাকে পিছু টেনে ধরে।

🌻 অনু কবিতা-২

তীব্রতার এই দহনে পুঁড়ছে সৃষ্টি সমূহ
কোথাও নেই কোন শান্তির হাওয়া
বয়ে চলেছে শুধু অগ্নির ছোঁয়া
জানিনা কবে শেষ হবে এই অভিশপ্ত জীবন।

🏵️অনু কবিতা-৩

সফলতা তুমি আমাকে দেখে কিছু বল
কি করে এই কাটা ঝরা পথ পাড়ি দিব?
কি করে জয় করবো আমি এই বিশ্বটাকে।
তুমি কি আমার পাশে আছো সফলতা।
আমি যে আবার নতুন করে বাঁচতে চায়।

🌻 অনু কবিতা-৪

প্রখর গরমের এই উন্মাদনায় চলেছি ভেসে
থেমে নেই কোন কিছু সৃষ্টি কুলের মধ্যে।
জীবনযাত্রায় নয়তো আমরা পরাজিত সৈনিক
এগিয়ে যায় সামনের দিকে যত বাধা আসুক।

🌹 অনু কবিতা-৫

শীতের শুরুতে হিমেল বাতাসে মুখরিত চারিদিকে
ঘাসের বুকে জমে থাকা এক বিন্দু শিশির ভেজা
দেখে মনে হয় যেন সাত রাঙা পৃথিবীর সৌন্দর্য।
চির তরুণ হয়ে বেঁচে থাকে প্রতিদিন সকালে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 days ago 

বর্তমান বাংলাদেশের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ ছয় ঋতু থাকা সত্ত্বেও গরম এবং শীত এই দুই ধরনের আবহাওয়া বিরাজমান। যাইহোক আপনার অনু কবিতা গুলো খুবই ভালো লাগলো। প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে লিখেছেন। আশা করি আগামীতে আরোও সুন্দর সুন্দর অনু কবিতা উপহার দিবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 days ago 

আবহাওয়ার কথার কি বলবো ভাই প্রত্যেকদিন যে অবস্থা চলছে তাতে জীবন দশায় বিপর্যয় পড়েছি। অনু কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

অসাধারণভাবে কিছু ছন্দময় অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 10 days ago 

চেষ্টা করেছি ভাই, ভালো লেগেছে আপনার জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো আপনি পাঁচটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে মনে হচ্ছে আপনি বেশ বড় একজন কবি হয়ে গেছেন মামা। জীবনযাত্রায় বাঁধা উপেক্ষা করে সব সময় আমাদের এগিয়ে যেতেই হবে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 10 days ago 

আসলে ভাগ্নে চেষ্টা করে ভালো ভাবে কিছু করার। কবির খাতায় নাম লিখতে পারলে তো নিজেকে ধন্য মনে করতাম। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 10 days ago 

ছোট ছোট এই অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। অল্প কথার মাধ্যমে ছন্দের বুননিতে অনেক সুন্দর সুন্দর কথা তুলে ধরা হতে থাকে। আপনার শেয়ার করা অন্য কবিতা গুলো পড়ে নিজের কাছে খুব ভালো লাগলো। তিন নম্বর অনু কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর অনেক কবিতা লিখে আমাদের শেয়ার করার জন্য।

 10 days ago 

আসলে অনু কবিতা গুলো ছোট হলেও লিখতে বেশ ভালো লাগে। আর সব সময় চেষ্টা করি সুন্দর ভাবে লিখি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

অল্প লেখার ভেতর দিয়ে অনেক কথা প্রকাশ করা যায়। সু স্বাগতম ভাই

 10 days ago 

আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সবগুলো অনু' কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। তবে কবিতার নাম্বার গুলো সব একই হয়ে গেল। সম্ভবত এখানে ভুল হয়েছে আশা করি ঠিক করে নিবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 10 days ago 

আসলে আপু প্রত্যেকটা কবিতা ভিন্নতা বলে আমি ভিন্ন নাম্বার ব্যবহার করছিলাম না। কিন্তু আপনার কথা পরে ভিন্ন নাম্বারটা ব্যবহার করলাম আপনাকে ধন্যবাদ।

 10 days ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও খুব সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার অনু কবিতা পড়তে আমার কাছে সবসময় ভালো লাগে। আজকের পাঁচটি কবিতাই খুব সুন্দর হয়েছে। অনেক দিন হয়েছে অনু কবিতা লেখা হয় না। ছোট ছোট ছন্দ দিয়ে এই কবিতা গুলো লেখা হয় বলে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করার জন্য।

 10 days ago 

কোন কবিতাগুলো লিখতে ভালো লাগে এই কারণে ছোট ছোট লাইন করে লেখা হয়। আর ছন্দ থাকে বলে পড়তে বলতে দুটাই বেশি ভালো লাগে। আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

আজ আপনি আমাদের মাঝে অনু কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। কবিতার চরণের ভাষাগুলো ছিল অসাধারণ। আসলে আপনারা সবাই বেশ সুন্দর করে গুছিয়ে কবিতা লিখেন। আমি কেন জানি কবিতা লিখতে পারিনা। তবে আপনাদের টা পড়ে পড়ে লিখার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

একটা সময় ছিল আমরাও পারতাম না। কিন্তু এখন মোটামুটি পারি। আস্তে আস্তে একদিন আপনিও পারবেন ইনশাল্লাহ।

 10 days ago 

আপনি বেশ সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছেও কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা প্রতি টা অনু কবিতা আমার কাছে অনেক ভালো লাগে।আপনার আজকের কবিতা টি ও দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।