শেষ আটে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
ওয়েস্ট ইন্ডিজ দলের লাইন আপ।
নিউজিল্যান্ড দলের লাইন আপ।
পয়েন্ট টেবিল।
পয়েন্ট টেবিলের তালিকা দেখে আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা নিউজিল্যান্ড আজকের ম্যাচ যদি হেরে যায় তাহলে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। আর যদি তারা জিতে যায় তাহলে সম্ভাবনা আছে সুপার আটে যাওয়া।
খেলার রিভিউ
নিউজিল্যান্ডের বোলিং এর ভরসার জায়গা হল ট্রেন বোল্ট। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটিং জনসন চার্চ কে ওভারের শেষের দিকে বোল্ড আউট করে দেয়। ওভারে প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে নিশ্চয়ই যেকোনো দল বেস চাপে পড়ে যায়। নিউজিল্যান্ডে বোলিং লাইন অনেক শক্তিশালী। তাই ধরে নেওয়া যায় এই ম্যাচটা অনেকটা কঠিন হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের জন্য। তারপরও প্রথমের দিক উইকেট পড়ে যাওয়াটা আরো কঠিন ব্যাপার। সর্বশেষ একটি কথা আছে ওয়েস্ট ইন্ডিজ বলে কথা কখন কি করে তারা নিজেই জানে না।
দেখতে দেখতে খুব কম রানের মধ্যে চার চারটা উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। যেহেতু বাঁচা মরার লড়াই নিউজিল্যান্ড যেমন বল করছে তেমন ফিল্ডিং ভালো দিচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংরা যেন অনেকটা এলোমেলো মত হয়ে গেছে। কোনভাবেই ক্রিজে এসে দাঁড়াতে পারছে না। যেভাবে চলছে এভাবে যদি উইকেট পড়ে তাহলে হয়তো বা ১০০ রান করতে পারবে কি সন্দেহ।
খেলা যখন ১২ ওভার প্রায় তখন রান মাত্র ৫৮ উইকেট পড়েছে ছয়টা। যেভাবে প্রত্যেকটা ওভারে তারা উইকেট বিলিয়ে দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে আজকে তাদের ১০০ রান করা অসম্ভব হয়ে পড়বে। আখিল হোসেন বেশ ভালোই খেলছিল কিন্তু শেষ পর্যন্ত তিনিও খেলাটি বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারলো না। অল্প কিছু রানের মাথায় তিনিও আউট হয়ে ফিরলেন।
খেলায় মাত্র দুই ওভার বাকি রয়েছে। আর এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারিয়ে বসে আছেন নয়টি। রান করেছেন মাত্র ১১৯ রান। যে অবস্থা ছিল তাতে ১০০ রান করাটাই তাদের জন্য অসম্ভব ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ বলে কথা কখন কি করে তারা নিজেই জানে না। ক্রিজে ব্যাটিং থাকার মধ্যে শুধু একজনই ছিলেন তিনি হল রাদারফোর্ড। শেষ দুই ওভার বল করতে এসেছিলেন। শেষ দুই ওভারে এমন অঘটন ঘটাবে এটা কেউ বুঝতেই পারেনি। শেষের দুই ওভারে শুধু চার এবং ছক্কার বৃষ্টি। আর এর ফলে তাদের আন দাঁড়িয়েছে ১৪৯ জন। তবে টোটালে যে রান দাঁড়িয়ে আছে তাতে নিউজিল্যান্ডের জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। আর এই ম্যাচে তারা বেশ চাপের মধ্যেই রয়েছে। কোন ভাবে হেরে গেলে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে।
দেখতে দেখতে তাদের তিন উইকেট হারিয়ে বসলো। যেখানে বাঁচামরার লড়াই সেখানে অল্প সময়ের মধ্যে তিনি উইকেট হারিয়ে বসা মানে ধরেই নেওয়ে যাই এই টুর্নামেন্ট থেকে তারা বাদ পড়ে যাবে। যেহেতু অধিনায়ক কেন উইলিয়ামস আউট হয়ে গেছেন সেহেতু তাদের ভরসা জায়গাটায় শেষ হয়ে গেছে। আসলে খেলার জেতার জন্য প্রথম কয়েকজন ভালো খেলা দরকার রয়েছে।
খেলা দেখার সময় ভেবেছিলাম হয়তোবা তারা এখান থেকে বেশ ভালোভাবে কাম ব্যাক করতে পারবে। কিন্তু তাদের সেই সৌভাগ্য হয়নি। ১৭ ওভার খেলা যখন শেষ তখন তাদের রান মাত্র ১০০ উইকেট পড়েছে ছয়টি। এখান থেকে কখনোই কাম ব্যাক করা সম্ভব না। তারপরও ক্রিকেট খেলা বলে কথা বলাও যায় না ফিরতেও পারে। তবে ব্যাটসম্যান বলে তো কথা থাকে এখন আর ব্যাটসম্যান নেই সবাই বোলিংরা উইকেটে। তারপরও হয়তো বা তারা চেষ্টা করবে ম্যাচটাকে জেতার জন্য।
শেষ আঠারো বলে রানের দরকার ছিল ৫০ হাতে ছিল মাত্র তিনটি উইকেট। শেষ ওভারে মিসেল সেন্টার যখন পরপর দুই বলে দুইটা ছক্কা মেরে দিল তখন মনে হল খেলাটা হয়তোবা জমে উঠেছে। কারণ শেষে চার বলে রানের দরকার ছিল মাত্র ২১ রান। তবে ওয়েস্ট ইন্ডিজে প্লেয়ার হলে এটা আরেকটু সহজ ভাবেই বলা যেতে পারতো। যাইহোক শেষ পর্যন্ত নিউজিল্যান্ড হেরে যায় এই ম্যাচ। আর এই ম্যাচটা হারার ফলে তারা শুধু এই ম্যাচেই না তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল। তবে নিউজিল্যান্ডের মতো দল যদি প্রথমের দিকে ছিটকে পড়ে তাহলে খেলার মান অনেকটা কমে যায়। আসলে ক্রিকেট খেলা বলে কথা। কখন কে জেতে হারে সেটা বলা যায় না। আর খেলাতে তো হার জিত থাকবে এটাই স্বাভাবিক।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | ptv sports, cricket live |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1801444777612951588?t=6CzL14Bzd4Fhv3Dqxxnl4A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.