গজল কভার :- আধার রাতের চাঁদ যে তুমি।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
" মা "' শব্দটি কত ছোট। কিন্তুু মায়ের এই গভীরতা কতখানি তা মাপার মত কোন মাপকাঠি পৃথিবীর বুকে নেই। সন্তান জন্মের পর তার মায়ের সাথে থাকা নাড়ি কেটে দেওয়া হয়। সেই থেকে সন্তানের সাথে মায়ের নাড়ি প্রত্যক্ষভাবে সংযুক্ত না থাকলেও, এই নাড়ির বন্ধন সারাজীবন থেকে যায়। সেই বন্ধন মৃত্যুর আগ পর্যন্ত বাঁধা থাকে। এমনকি কোন সময় সন্তানের মৃত্যু যদি মায়ের আগে হয় তাহলে ঐ মা সারা জীবন কেঁদে বুক ভাষায়। মা হলো পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত। আজকে আমি সেই মা নিয়ে একটি গজল কভার করছি। আশা করি এই গজলটি আপনাদের ভালো লাগবে।
তুমি ভোরের আলো!
তোমায় যখন দেখি আমার,
মন হয়ে যায় ভালো।
আধার রাতের চাঁদ যে তুমি,
তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো।
ওগো মা ওগো মা, ওগো মা ওগো মা…
যাদু মাখা মুখটি তুমার দেখলে ভরে মন।
আদর করে ডাকো যখন ওরে খুকা শোন,(২)
বলো যদি ছাড়বো সবই তুমায় ছাড়বো না!
আর কারো কোলেতে মাগো এ প্রান জুরায় না,
ওগো মা ওগো মা, অগো মা ওগো মা…
তোমার মতো এতো আদর কেউতো করে না
সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা। (২)
চলে যদি যাও কখনো রেখে যেয়ো না
মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবোনা।
ওগো মা ওগো মা, ওগো মা ওগো মা…
আধার রাতের চাঁদ যে তুমি,
তুমি ভোরের আলো!
তোমায় যখন দেখি আমার,
মন হয়ে যায় ভালো।
আধার রাতের চাঁদ যে তুমি,
তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো।
ওগো মা ওগো মা, ওগো মা ওগো মা…।
✳️গজলের কিছু তথ্য✳️
গজল:- আধার রাতের চাঁদ যে তুমি।
শিল্পী :- সাইম আল হাসান।
কথা ও সুর:- সাইম আল হাসান।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনি মা কে নিয়ে খুব সুন্দর একটি গজল কভার করেছেন। এই গজল আগে শুনা হয়নি কিন্তু আপনার কণ্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগছে। এই ধরনের গজল শুনতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝেই গজল শুনি। গজল শুনলে মন ভালো থাকে। ধন্যবাদ এত সুন্দর গজল কভার করার জন্য।
এই গজলটা আপনি এর আগে শুনেন নাই। আমার কন্ঠে প্রথম শুনলেন এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারন এত সুন্দর একটি গজল প্রথম আমার কণ্ঠে শুনলেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://twitter.com/ABashar45/status/1767218734253699403?t=Codl5sbJ96LL2Bb90TR54A&s=19
বাহ দারুন গেয়েছেন তো আপনার কন্ঠে গজলটি শুনতে অনেক বেশি ভালো লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এটি কভার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
গজলটি খুব সুন্দর গেয়েছেন ভাই।আসলে আমি মনে করি ইসলামিক সংগীত হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে ইসলামিক সংগীত গাইলে মনে প্রশান্তি মেলে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সাথে আমি পুরোপুরি একমত ভাই। সত্যি ইসলামী সংগীত হল আত্মার তৃপ্তি। আর এ ধরনের গজল গুলো গাইলে একটা অন্যরকম অনুভূতি মনে কাজ করে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মা কথাটি খুবই ছোট তবে এর গভীরতা অনেক। মাকে নিয়ে সুন্দর একটি গজল কভার করেছেন ভাইয়া।অনেক ভালো লেগেছে আপনার কন্ঠে সুন্দর এই গজল টি।ধন্যবাদ সুন্দর একটি গজল কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হল মা। পৃথিবীতে যার মা বেঁচে আছে তার সবকিছু রয়েছে। খুব সাধারণভাবে বলাই যায় মা হলে পৃথিবীর স্বর্গ।
গজল গুলো শুনতে আমার বেশ ভালো লাগে। এবং গজল শুনলে মন ভরে যায়। সুন্দর একটি গজল কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গজলটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। মাকে নিয়ে অনেক সুন্দর একটি গজল আমাদেরকে উপহার দিয়েছেন। এরকম আরো সুন্দর গজল আপনার কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম।আপনার জন্য শুভকামনা রইল।
গজল শুনতে এবং গাইতে আমার অনেক ভালো লাগে। এই গজলটি আপনার ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো। চেষ্টা করব আপু প্রত্যেক সপ্তাহে একটি করে গজল আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি গজল কভার শেয়ার করেছেন। প্রথম রমজান উপলক্ষে বেশ দারুণভাবে গজলটি আপনি আমাদের মাঝে পরিবেশনা করেছেন। আপনার খালি গলায় গজল সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর মিষ্টি কন্ঠে গজলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামা।
গজল তেমন কভার করা হয় না। তবে এই গজলটা আমার কাছে এতটাই ভালো লেগেছিল শেয়ার না করে পারলাম না। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
খুবই সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। আমারও ইচ্ছে হয় গান গাইতে কিন্তু কন্ঠ ভালো না এজন্য গান গাওয়া হয় না। সামনের দিনে এরকম নতুন নতুন গানের আশায় থাকলাম।
ভাই আমি তো গান কভার করি নাই, আমি গজল কভার করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটা গজল কভার করে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। এই গজলটা আমার অনেক বেশি পছন্দের মাঝে মাঝেই এই গজলটা শুনা হয় ইউটিউব এ। আপনার কন্ঠ শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।