গান কভার :- তুমি চলে গেছো অনেক দূরে।

in আমার বাংলা ব্লগ19 days ago (edited)
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


ছবিটি কেনভা দিয়ে তৈরি


সকালে উঠেই ব্যস্ততা শুরু। মাঝে মধ্যে মনে হয় শুধু রাত হয়ে থাক দিনের দরকার নাই। রাত হলে বাচ্চাটা ঘুমিয়ে থাকে কোন কাজ করা লাগে না। মনে হয় বেশ আরামে আছি। অন্য দিনের মতো আজকেও গরমের তীব্রতা অনেক। তবে বলতে হয় মাঝে মাঝে বাতাস রয়েছে যেটা গরম অনেকটা কমিয়ে দিচ্ছে। আবহাওয়াটা যেন একটা থমথমে অবস্থা আকাশে মেঘ অথচ বৃষ্টি হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে এমন অবস্থায় থাকতে থাকতে ঠিক ঈদুল আযহার সামনে করে বৃষ্টি নামবে। আর এমনটা অনেকবারই হয়েছিল। সবকিছু উপেক্ষা করে যদি আল্লাহ নিয়মিত কিছুদিন বৃষ্টি দেয় এটা আমাদের জন্য মঙ্গল। বৃষ্টি ছাড়া সৃষ্টি জগৎ সবকিছু অচল মনে হয়।


আজকে আবারো আমি আপনাদের মাঝে গান নিয়ে এসেছি। এই গানটি গেয়েছেন আসিফ আকবর। যিনি একটা সময়ের পরিচিত মুখ। এবং গানের জগতে তিনি অত্যন্ত সুপরিচিত এবং শ্রেষ্ঠ শিল্পী। তার গানগুলো প্রত্যেকটা মানুষের কাছে অনেক ভালো লাগে। আমি একটা সময় তার গান প্রচুর পরিমাণে শুনেছি। তার গাওয়া একটি গান আজকে আমি আপনাদের মাঝে গেয়ে শোনাবো। গানটি হলো, তুমি চলে গেছো অনেক দূরে। গানটা একটু বেদনা ভরা তবে গানে কথা গুলো বেশ সুন্দর। আসলে গান মানুষের কথা বলে মানুষের মনের কথা বলে। মানুষের জীবনে যেসব ঘটনা গুলো ঘটে যায় সেগুলো গানের মধ্যে প্রকাশ পায়। আবার গানের মধ্যে যেসব কথা গুলো থাকে সেসব কথা গুলো মানুষের জীবনের বাস্তবে পরিণত হয়। যাইহোক তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ...।


🌹 গানের রিলিক্স


🍁 তুমি চলে গেছো অনেক দূরে।


এখনো মাঝে মাঝে
মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে।

এই রাত, সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।

এই রাত, সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।

তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে।

এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে।

এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে।

এখনো মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে।


🥀গানের কিছু তথ্য🌹

গান:- তুমি চলে গেছো অনেক দূরে।

🍁 শিল্পীঃ- আসিফ আকবর।

গান কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 19 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান কভার শেয়ার করেছেন। এমনিতেও সাপ্তাহিক আপনার গান গুলো শুনতে পেয়ে খুবই ভালো। সেই সাথে আজকে আপনার পোষ্টের মাধ্যমে আরও একটি গান আপনার নিজ গালায় শুনতে পেয়ে খুবই ভালো লাগলো ‌ । আপনি খুবই অসাধারণ গান বলেন। সেই সাথে কন্ঠটা তো সেই সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 19 days ago 

বরাবরই গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগার গান গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 19 days ago 

অনেক জনপ্রিয় একটি গান আজকে কভার করেছেন। এই গানটি আমি অনেকবার শুনেছি। আজকে আপনার কন্ঠ শুনতে পেয়ে আরো ভালো লাগলো।

 19 days ago 

আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 19 days ago 

আমার খুব পছন্দের একটি গান আপনি কভার করে আজ আমাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করেছেন । আপনার কন্ঠে আসিফ আকবরের এই গানটি শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল।

 19 days ago 

এই গানটা আমারও অনেক প্রিয়। একটা সময় অনেক শুনেছি। এই গানটি আপনার ভালো লাগে এটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

চমৎকার কথা বলেন ভাই। দিন হলেই যেনো শত ব্যাস্ততা। রাত হলে ভালো হয় তবে এত রাত হলে তো সমস্যা। সব কিছু মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে চমৎকার একটি গান কভার করেছেন। তুমি চলে গেছো অনেক দূরে আসিফ আকবর এর জনপ্রিয় একটি গান। আপনার কন্ঠে শুনতে পেয়ে খুশি হলাম। আপনার পরিবারের জন্য শুভ কামনা রইলো।

 19 days ago 

সবকিছু মানেই চলতে হবে সেটা তো বুঝতে পারি ভাই কিন্তু যখন আর সহ্য হয় না তখন তো না বলেও পারিনা। যাইহোক চেষ্টা করেছি গানটি ভালোভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 19 days ago 

চমৎকার একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে এই গানের কভার শুনে খুবই ভালো লাগলো। বিশেষ করে শিল্পী আসিফ আকবরের গান গুলো ভীষণ ভালো লাগে। "তুমি চলে গেছো অনেক দূরে" এই গানটি আমি অনেক বার শুনেছি। আবারও আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেল। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 19 days ago 

তখন বয়স অনেক কম। আসিফের প্রথম যখন অ্যালবাম বের হয় ওই অ্যালবামের যতগুলো গান ছিল সারাদিন শুনতাম মনে হতো কাজই শুধু এটাই। আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

আপনাদের ওখানে বৃষ্টি নেই আর আমাদের এখানে বৃষ্টির জন্য সূর্যমামাই উঠছে না।আর তেমন একটা গরম নেই আলহামদুলিল্লাহ । যাইহোক আজকে দেখছি অনেক সুন্দর একটি গান কভার করেছেন। গান টা ও আমার অনেক পছন্দের আপনি অনেক সুন্দর করে গানটা কভার করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

আপু বৃষ্টিকে একটু বলে দেন না আমাদের এখানে যেন বৃষ্টি হয়। সূর্য মামাকে আর সহ্য হচ্ছে না। গরমের জীবন বিষন্ন হয়ে পড়েছে। এই গানটি আপনার ও পছন্দ এটা যেন ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

আরে বাহ্ ভাই, আপনি তো দেখছি অসম্ভব দারুন একটা গানের কভার করেছেন আজকে। আপনার আজকের কভার করা গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি আজকে যে গানের কভারটা করেছেন এই গানটা আমি বেশ কয়েকবার শুনেছিলাম। তবে আমার কাছে আপনার খালি গলায় শুনতে একটু বেশি ভালো লেগেছে গানটি। পুরো গানের কভার হয়েছে জাস্ট অসাধারণ একেবারে। আপনি এত সুন্দর করে পুরো গানটার কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 19 days ago 

যেকোনো গান সুন্দর ভাবে গেয়ে কভার করার জন্য সর্বদা চেষ্টা করি। এই গানটি আপনার ভালো লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 days ago 

গানটি খুব সুন্দর ভাবে গেয়েছেন। তুমি চলে গেছো অনেক দূরে আসিফ আকবর এর এই গানটি অনেকে জনপ্রিয়। খুব সুন্দর ভাবে গানটি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌।

 19 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47