নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -৮।

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭ - ০৬ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ০৮"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ০৮।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য২০ মিনিট ২৫ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২২ মার্চ ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বাইরে থেকে আরেফিন এসে তার বোনের পাশে বসতেই তার বোন জিজ্ঞাসা করে, ভাইয়া পরিচালক কবে আসবে? এই কথা শোনার পরে সেও তাকে বলে কেন তোর এত জানার দরকার কি? আর তোর জানার এত আগ্রহ কেন? তখন বলে না ভাইয়া পরিচালক আসবে সিনেমা তৈরি করবে তুমি আমার ভাই আমার তাই জিজ্ঞাসা করলাম। তখন সে বলে এইতো কালকের মধ্যে চলে আসবে। তখন সে জিজ্ঞাসা করেছিল ভাইয়া কোথায় থাকবেন তিনি? তাকে এই কথা জিজ্ঞাসা করতে এসে একটু রাগ করল এবং সে বলে এত কিছু তো জানা দরকার নাই। এই কথা শোনার পরে সে সেখান থেকে চলে আসে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
ছেলে ঘুমিয়ে আছে, মা ঘর থেকে বেরিয়ে ছেলেকে ডেকে বলে বাপ ঘুম থেকে উঠে পড়। ঘুম থেকে উঠে সে বলছে মা তুমি আমাকে গব্বর সিং বলে ডাকবে। এই কথা শুনতেই মা বলে বাপ তোর বাবা তিনটা মোরগ জবাই করে হুজুর বাড়িতে এনে তোর নাম রেখেছে পল্টু। আর তোকে কেন আমি গব্বর সিং বলে ডাকবো। তখন সে বলে মা আমি সিনেমার ভিলেনে কাজ করবো। তাই তুমি আমাকে গব্বর সিং বলে ডাকবে। তখন তার মা বলে তুইও তো পারিস নায়ক হতে, তুই কেন ভিলেন হবি। এই কথা শোনার পরে সে বলে, মা আমি তাহলে গোসল করে আসি। এই গোসল করতে গিয়ে সে নিজে নিজে ভেবে বসে তাইতো আমি তো নায়ক হতে পারি। আমার মত অনেক মোটা মানুষ নায়ক আছে তাহলে আমি কেন নায়ক হতে পারবো না?


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
মেজ বউ এবং বড় বউ পাশাপাশি বসে কথা বলছিল। মেজে বউ বড় বউকে বলছিল আপা আপনি আমার ছাগলটাকে একটু দেখবেন। আর আমার ছাগলের গায়ে খুব ময়লা হয়েছে। যদি সাবান কিনে এনে দিতেন তাহলে আমি তাকে সাবান দিয়ে গা ধুয়ে দিতাম। এই কথা শুনতে বড় মনে মনে বলে ওরে আমার জ্বালা ছাগলের নাকি গায়ের গন্ধ তার জন্য সাবান কিনে এনে দিতে হবে। এরপরে বড় বউ বলে তুই মাস্টারকে বাড়ি থেকে বের করে দেয়ার কারশাজি করেছিস কেন? তখন মেজ বউ কেঁদে ওঠে বলে আপু তুমি আমারে কি দোষ দিলা। আমি এসব কাজ করি নাই তখন সে বলে তুই করিস কি করিসনাই সেটা আমরা খুব ভালোভাবেই জানি।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এই নাটকের একজনা মাত্র মানুষ যে কিনা সিঙ্গার। আর সিঙ্গারদের সাথে মেয়েদের একটু সম্পর্ক ভালো থাকবে এটাই স্বাভাবিক। ওখানে যে রিসোর্ট ছিল সেই রিসোর্টে উঠেছিল দুইটা মেয়ে। তার মধ্যে একজন মেয়ে তাকে ফলো করে। আজকে তার সামনে পেয়ে তার কাছ থেকে একটা গান শুনতে চেয়েছিল। কিন্তু তিনি কোনোভাবেই তার গান শোনাতে চেয়েছিল না। তারপর ঐ লোকটাকে বিভিন্ন ভাবে অপমানবদস্ত করল। তারপরও তিনি কোন কথাতে কান না দিয়ে সেখান থেকে চলে আসলো।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এদিকে ভাইবোন মিলে মহা খুশি। ভাই নায়ক হবে এই খুশিতে বোন আনন্দে আনন্দিত হয়ে উঠেছে। তার বোন তাকে জিজ্ঞাসা করছে ভাই এই মোবাইলটা তুমি নিয়ে যাও। তখন সে বলছে কেন মোবাইল নিয়ে কি করবো? আমি যদি নায়ক হয়ে যাই তাহলে এমন মোবাইল আমার কাছে অনেক থাকবে। তখন তার বোন বলছিল আমাকে দুইটা মোবাইল কিনে দিবে? তখন তাকে বলল কেন তুমি দুইটা মোবাইল নিবে? তখন সে বলল আমার মাস্টারকে একটা দেব। আমার পড়াইতে যদি কোন সমস্যা হয় তাহলে মাস্টারের কাছ থেকে জেনে নিবো। এই কথা শোনার পরে তার ভাই বলে আচ্ছা ঠিক আছে।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি অষ্টম পর্ব । নাটকটির সব থেকে বড় কথা, এখানে সিনেমা তৈরি হবে। আর এই সিনেমা কে নায়ক হবে এবং কে ভিলেন হবে কবে সিনেমাটা তৈরি করা হবে পরিচালক কবে আসবে এই নিয়ে বেশি কথা হয়েছে। আর সেই নাটকের সবচেয়ে মজার মানুষ হলো মেজ বউ। তার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। আর এত চমৎকার তিনি অভিনয় করেছেন যা আমার কাছে সত্য অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৮ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

এই নাটকটিতে মেজ বউয়ের চরিত্রটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে । তবে নাটকটি এর আগে আমি কখনো দেখি নাই নাটকটি নামটি শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে ইনশাল্লাহ একদিন সময় করে নাটকটি দেখব ধন্যবাদ রিভিউ করার জন্য।

 6 days ago 

এটা ঠিক বলেছেন মেজ বউয়ের চরিত্র আমারও অনেক ভালো লেগেছে। সময় পেলে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ভবঘুরে নাটকের অষ্টম পর্বের পোস্টটি ভাল লাগলো ভাইয়া।একদিন সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago 

সময় পেলে নাটকটি দেখবেন আপু ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54