(এসো নিজে করি) আর্ট :- আমাদের প্রিয় স্বাগতা আপুর পেন্সিল স্কেচ আর্ট।

in আমার বাংলা ব্লগ8 months ago

Green Organic Quote Poster_20240309_182732_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি আমাদের প্রিয়
@swagata21 স্বাগতা আপুর পেন্সিল স্কেচ আর্ট করলাম।

স্বাগতা আপুকে আমার অনেক বেশি ভালো লাগে। কেন জানিনা উনার মুখটা আমার কাছে অনেক বেশি মায়া লাগে। অনেকদিন ধরে ভাবছিলাম আপুর ছবি থেকে একটা স্কেচ করব। তাই জন্য আমি আপুর পোস্ট থেকে বাছাই করে অনেক সময় নিয়ে একটা ছবি সিলেক্ট করলাম। তবে যখন ছবিটা আঁকতে বসি তখন তো আমার মাথা খারাপ হয়ে গেল। আসলে কিছুদিন আগে অনলাইন থেকে স্কেচ করার জন্য স্কেচ বোর্ড অর্ডার করেছি। পরবর্তীতে সেগুলো আসার পরে আর কিছু করা হয়নি, এটা করার জন্যই প্রথম নিলাম। পরে দেখি এগুলো আসলে পেন্সিল স্কেচ করার বোর্ড গুলো নয়। এগুলো অনেকটা প্লাস্টিকের মতো দেখতে। আমি তো একেবারে হতাস। ভাবলাম তারপরেও চেষ্টা করি এই বোর্ডের মধ্যে আঁকার। কিন্তু আঁকতে ভীষণ কষ্ট হয়েছে এমনকি পারফেক্ট ভাবে কোন কিছুই দিতে পারছিলাম না। সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরেও আমি অনেক কষ্ট করে কিছুটা আঁকার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে আমি অনেকটা সময় ব্যয় করেও পারফেক্টভাবে আঁকতে পারিনি। এজন্য স্কেচটা আঁকার পরে আমার খুবই খারাপ লেগেছে। তারপরেও আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20240309_144147.jpg

IMG_20240309_182315.jpg

আঁকার উপকরণ

• স্কেচ বোর্ড
• পেন্সিল
• রাবার
• স্কেল
• কাটার

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি স্কেচ বোর্ড নিলাম। এরপর এর মাঝখানের অংশে এক ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এরপর আমি মাপ নিয়ে চোখের কিছুটা অংশ এঁকে নিলাম।

IMG_20240309_175936.jpg

ধাপ - ২ :

এভাবে আমি হালকা হালকা দাগ দিয়ে মুখের কিছুটা শেপ তৈরি করে নিলাম।

IMG_20240309_180003.jpg

ধাপ - ৩ :

এরপর আমি পুরো অংশটার হালকাভাবে একটা স্কেচ করে নিয়েছি। এরপরে বাহিরের দাগগুলো মুছে নিলাম।

IMG_20240309_180038.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি চোখ দুইটাকে একটু একটু করে হাইলাইট করে এঁকে নিলাম।

IMG_20240309_180226.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি একটু একটু করে মুখের ভেতরের অংশ এঁকে নিলাম। এরপরে একটু একটু করে চুল আঁকা শুরু করি। এভাবে একটু একটু করে চুলগুলো খুব সুন্দর ভাবে এঁকে নিলাম।

IMG_20240309_180316.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি একটু একটু করে গলা এবং জামার অংশগুলো আঁকা শুরু করি।

IMG_20240309_180335.jpg

ধাপ - ৭ :

এভাবে একটু একটু করে পুরো জামার ভেতরের ফুল গুলো এঁকে নিলাম।

IMG_20240309_180412.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240309_144040.jpg

20240309_144114.jpg

20240309_144121.jpg

20240309_144144.jpg

20240309_144317.jpg

20240309_144147.jpg

20240309_144033.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 8 months ago 

ওয়াও এই না হলে আসল পেইন্টিং বা আর্ট ম্যান ৷ অনলাইন থেকে কেনা পর ভালো কাগজ না পাওয়ার পরেও এতো চমৎকার একটি আর্ট সত্যি প্রসংশার দাবিদার ৷ আসলে স্বাগতা দিদি দেখতে বেশ মায়াবি আর অনেক কিউট দিদি ৷ তবে পেইন্টিং স্কেচ টা বেশ সুন্দর ছিল তা বলতেই হয় ৷ এক কথায় অসাধারণ দেখার মতো জাষ্ট ওয়াও ৷ আমি তো মনে করি দিদি দেখে আরও খুশি হবে ৷

আপু আমার একটা স্কেচ করে দিবেন হাহাহাহা ৷ আমাকে কেমন লাগে ৷ যা হোক এমনি বললাম ৷ অনেক অনেক ধন্যবাদ আপু এভাবেই নিত্য নতুন স্কেচ আর্ট দেখতে পাবো এমনটাই প্রত্যাশা করি ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

স্বাগতা আপুর পেন্সিল স্কেচ আর্ট টা বেশ সুন্দর হয়েছে। আসলে এই টাইপের স্কেচগুলো অনেক কঠিন, যদিও আমি পারি না।আপনি বেশ সুন্দর আঁকেন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ আপু এরকম স্কেচ গুলো করা খুবই কঠিন। তবুও সুন্দর করে করার চেষ্টা করেছি।

 8 months ago (edited)

ওয়াও সোনিয়া আপু! সৃষ্টিকর্তা আপনাকে বহু গুনে গুণান্বিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আপনার গুণ দেখি আর অবাক হয়ে চেয়ে রই। এর আগেও আপনার আঁকা আরেকজনের পোর্ট্রেট আর্ট দেখেছিলাম। আজ তো স্বাগতা দিদির স্কেচ আর্ট করে আমাদেরকে রীতিমতো চমকে দিয়েছেন। যাস্ট ওয়াও! যাস্ট অসাধারণ!

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনি আমার এই আর্ট দেখে চমকে গিয়েছেন জেনেই তো ভালো লাগলো। সামনে আরো অনেক কিছুই দেখতে পাবেন। শুধু অপেক্ষায় থাকেন।

 8 months ago 

স্বাগতা আপুর অনেক সুন্দর একটি স্কেচ আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই স্কেচ আর্ট করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে।স্বাগতা আপুর অরজিনাল ছবির সাথে আপনার স্কেচ আর্টটি একেবারেই মিলে গেছে। অনেক সুন্দর একটি স্কেচ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

একেবারেই মিলেছে কিনা এটার জন্য আমি একেবারে কনফিউজ ছিলাম। তবে আপনার কাছ থেকে এটা জেনে ভালো লাগলো।

 8 months ago 

স্বাগতা আপুর পেন্সিল আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনি অনেক চেষ্টা করেছেন োচেষ্টার কারণেই এত সুন্দর একটি চিত্র অংকন করেছেন মযদি আপনি পারফেক্ট ভাবে দিতে পারেননি এটা আপনার মনে হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। যার কারণে আপনি সর্বোচ্চ টাই দিতে পেরেছেন সভালো লাগলো চিত্রটি দেখে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমার এই পেন্সিল আর্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপু, আপনার অংকনের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই জানি। কেননা প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর অংকন গুলো আমরা দেখে আসছি। বেশ দক্ষতা ও পরিশ্রমের সাথে প্রতিটি অংকন সম্পন্ন করেন যা সত্যিই প্রশংসনীয়। আর তাইতো আজও আপনি আমাদের প্রিয় স্বাগতা দিদির পেন্সিল স্কেচ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যা দেখে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।

 8 months ago 

নিখুঁতভাবে স্বাগতা দিদির এই পেন্সিল স্কেসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার কাছ থেকে প্রশংসা মূলক একটা মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 8 months ago 

তুমি আজকে আমাদের সবার প্রিয় স্বাগতা আপুর সুন্দর একটা স্কেচ করেছো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি এটা যদি স্বাগতা আপু দেখে, তাহলে আপুরই খুবই পছন্দ হবে। অনেক সুন্দর করে তুমি পুরো স্কেচ টা অংকন করেছ। অনেক সময় নিয়ে পুরোটা করা হয়েছে যা দেখেই বুঝতে পারতেছি। তোমার এত সুন্দর দক্ষতার প্রশংসা যত করব ততই কম হবে।

 8 months ago 

চেষ্টা করেছি আমাদের সবার প্রিয় স্বাগতা আপুর এই পেন্সিল স্কেচ করার। হ্যাঁ অনেক সময় নিয়ে এই স্কেচটা অঙ্কন করেছি। দক্ষতার প্রশংসা করলে দেখে ভালো লাগলো।

 8 months ago 

আসলে কি মন্তব্য করবো আপু। আমার মনের লেখার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু একটাই কথা বলবো একজন দক্ষ আর্টিস্ট না হলে এত সুন্দর করে কেউ আর্ট করতে পারে না ।এই প্ল্যাটফর্মে আসলেই আপনি একজন দক্ষ ব্লগার । আমার কাছে খুবি এক্সসিলেন্ট লেগেছে। আমাদের প্রিয় স্বাগতা দিদির ফেইসের অসাধারণ আর্ট পোস্টি।। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

দক্ষ আর্টিস্ট কিনা জানি না। তবে সব সময় সুন্দর করে কাজ করার চেষ্টা করি, বিশেষ করে আর্ট গুলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62