ডাই : শুভ জন্মদিন নিভলু ভাইয়া। ( ম্যাজিক্যাল গিফট বক্স )

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

1000057075.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ম্যাজিক্যাল গিফট বক্স তৈরি করলাম। আজকে শুরুতে জানাই আমাদের প্রিয় @nevlu123 ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসলে নিভলু ভাইয়া আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যার কথা আসলে বলে শেষ করা যাবে না। এটা হয়তোবা আপনাদের কারোই অজানা নয়। আজকের দিনটা ও আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন। ভাইয়া তার পরিবারের সবাইকে নিয়ে ভালো এবং সুস্থতার সাথে দিন কাটুক এটাই কামনা। ভাইয়ার আগামী দিনগুলো এই ভাবেই সুন্দর কাটুক এবং হাজার বছর এই দিনটা ফিরে আসুক। গতবছরেও এই দিনটা আমরা অনেক সুন্দর ভাবে পালন করেছিলাম। যেহেতু এই প্লাটফর্মে আমরা সবাই যুক্ত রয়েছে। তাই জন্য আমি চেয়েছি এ প্লাটফর্মের ও ভাইয়াকে উইস করি। আসলে মূলত কি করব এটাই ভেবে পাচ্ছিলাম না। তাই জন্য ভাবলাম একটা ম্যাজিক্যাল গিফট বক্স তৈরি করি। যদিও এটা আসলে দেখতে সুন্দর লাগা আর কি। তার জন্য আমি মূলত গিফট হিসেবে এটাই তৈরি করলাম। জানিনা কতটুকু করতে পেরেছি। আশা করি ভাইয়ার এবং আপনাদের সবারই ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20231231_144340.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
• রঙিন কলম
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

1000056840.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম। এরপর এর মধ্যে কালো কলম দিয়ে বিভিন্ন ধরনের ফুল এঁকে নিলাম।

1000057053.jpg

ধাপ - ২ :

এরপর কয়েকটা কালার দিয়ে ফুলগুলোকে রং করে নিলাম।

1000057054.jpg

ধাপ - ৩ :

এরপর ফুলগুলো আলাদা আলাদা ভাবে খুব সুন্দর ভাবে কেটে নিলাম।

1000057055.jpg

ধাপ - ৪ :

এরপর একটা কাগজ কেটে মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। এই কাগজটা মাঝখানের অংশ একটা একটা করে ফুল জোড়া লাগিয়ে নিলাম।

1000057056.jpg

ধাপ - ৫ :

এরপর আমি আট সেমি করে পাঁচটা কার্ডবোর্ড কেটে নিলাম।

1000057057.jpg

ধাপ - ৬ :

কার্ডবোর্ড একটার চারপাশে রেখে এরপর সাদাটেপ দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000057058.jpg

ধাপ - ৭ :

এরপর আমি আকাশী কালারের রঙিন কাগজ কেটে নিলাম।

1000057059.jpg

ধাপ - ৮ :

প্রত্যেকটা কার্ডবোর্ডের উপর একটা একটা করে আকাশী কালারের কাগজগুলো জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর অপরপাশেও একইভাবে বেগুনি কালারের কাগজ কেটে লাগিয়ে নিলাম।

1000057060.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি আকাশী কালারের কাগজ থেকে চারটা লাভ চিহ্ন কেটে নিলাম। এরপরেগুলোকে চারদিকে জোড়া লাগিয়ে নিলাম। এরপরে এরপরে হ্যাপি বার্থডে লিখলাম।

1000057061.jpg

ধাপ - ১০ :

এরপরে এর ভেতরে চারটা রাবার দিয়ে চারদিক ফুটো করে জোড়া লাগিয়ে নিলাম।

1000057062.jpg

ধাপ - ১১ :

এরপরে এরপরে ফুলের তোড়াটা জোড়া লাগিয়ে নিলাম ‌

1000057066.jpg

ধাপ - ১২ :

এরপরে গিফট বক্সের জন্য একটা ঢাকনা তৈরি করে নিলাম। এর উপরে খুব সুন্দর ভাবে হ্যাপি বার্থডে লিখে নিলাম।

1000057067.jpg

ধাপ - ১৩ :

এরপরে আমি গিফট বক্স থাকে উল্টো করে একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

1000057068.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20231231_234158.jpg

20231231_144004.jpg

20231231_144317.jpg

20231231_144335.jpg

20231231_144340.jpg

20231231_144330.jpg

20231231_144320.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 6 months ago 

শুরুতেই নেভলু ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। নেভলু ভাইয়া আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ তা বিভিন্ন সময় শুনেছি। সেই নেভলু ভাইয়ের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি ম্যাজিক্যাল বক্স তৈরি করেছেন। এরকম জিনিস গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক নিখুঁতভাবে ম্যাজিক্যাল বক্সটি তৈরি করেছেন। দেখতে ভালো লাগছে।

 6 months ago 

আসলে ঠিক এগুলো তৈরি করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন পড়ে অনেক বেশি।

 6 months ago 

প্রথমে নেভলু ভাইয়া কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।অনেক সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 6 months ago 

সুন্দর করে এই গিফট বক্সটা তৈরি করার চেষ্টা করেছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

উইশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 6 months ago 

সত্যি কথা বলতে ভাইয়া যখন এটা তৈরি করেছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল। আশা করছি আমার তৈরি করা এই গিফট বক্সটা আপনার পছন্দ হয়েছে। আমারও জন্মদিনের শুভেচ্ছা জানাই।

 6 months ago 

প্রথমেই প্রিয় নিভলু ভাইয়াকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। উনার সম্পর্কে আসলে ই কোন কিছু বলে শেষ করা যাবে না। উনার গুরুত্ব সত্যি অপরিসীম। উনার জন্মদিন উপলক্ষে তুমি এত সুন্দর একটা মিউজিক্যাল গিফট বক্স তৈরি করেছো দেখে সত্যি খুব ভালো লেগেছে। আশা করছি এটা ভাইয়ার কাছেও খুব ভালো লাগবে দেখতে। ভাইয়ার দীর্ঘায়ু কামনা করি। দোয়া করি যেন তিনি নিজের ফ্যামিলিকে নিয়ে সব সময় ভালো থাকে এবং হাসিখুশি থাকে।

 6 months ago 

সত্যি উনার বিষয়ে যত বলব ততই কম হবে।

 6 months ago 

নেভলু ভাইয়ের জন্মদিন এ ভাইয়া জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভাইয়া খুবই ভালো একজন মানুষ। উনি যেন উনার পরিবার সহ বেশ ভালো থাকেন, সুখ ও আনন্দে কাটান বাকি জীবন এই দোয়া রইলো। ভাইয়ার জন্মদিন উপলক্ষে আপনার এত কষ্ট করে করা ম্যাজিকাল গিফট বক্সটি এক কথায় অসাধারণ হয়েছে আপু। আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ঠিক বলেছেন দিদি ভাইয়া সত্যি ভালো একজন মানুষ।

 6 months ago 

শুভ জন্মদিন নেভলু ভাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপু অনেক ভালো লাগলো আপনি নিজে হাতে নেভলু ভাইয়ের জন্য সুন্দর একটি গিফট বক্স তৈরি করে সারপ্রাইজ দিয়েছেন তাকে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করলাম কিছু একটা করে হলেও উনাকে উইশ করার।

 6 months ago 

একদিকে নেবলু ভাইয়ের জন্মদিন আরেক দিকে নউরিন আপুর জন্মদিন। দুজনের জন্মদিন জানতে পেরে বেশ ভালো লেগেছে আমার। ভাইয়ের জন্মদিন তো আপনি খুব সুন্দরভাবে উইশ করেছেন দেখে খুশি হলাম।

 6 months ago 

আসলে উনাদের দুজনের জন্মদিন একদিন পরপর, এটা খুব সুন্দর ছিল।

 6 months ago (edited)

প্রথমে ভাই কে জানাই নতুন বছরের শুভেচ্ছা। যেহেতু নিভলু ভাই আবারো নতুন একটা বছরের পদার্পণ করলেন। ভাইরে শুভেচ্ছা জানানোর জন্য আপনি খুবই চমৎকার একটি ম্যাজিক্যাল গিফট বক্স তৈরি করেছেন আপু। আপনার তৈরি গিফট বক্স দেখতে বেশ ভালো হয়েছে এবং খুব সুন্দর করে আপনি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য। কিছু কিছু জায়গায় বাক্যের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে আপু। কোন কোন জায়গায় একই কথা বারবার লেখা হয়েছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জ্বি ভাইয়া আমি ঠিক করে নিয়েছি আমার ভুলটা। ধন্যবাদ বলার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44