ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20240325_163130.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেনা এরকম মানুষ খুবই কম রয়েছে। আমার কাছে তো প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘোরাঘুরি করলে মন মাইন্ড সবকিছু একেবারে ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে গেলে তো আমার আর ফিরে আসতে ইচ্ছে করেনা। ঘুরতে গেলে একেবারেই প্রাকৃতিক দৃশ্যের মাঝেই যেন হারিয়ে যাই। প্রকৃতির মাঝে গেলে ফটোগ্রাফি করা ছাড়া তো একেবারেই থাকতে পারে না। আমি কয়েকদিন আগে বিকেল বেলায় আমার হাজবেন্ডের সাথে বাহিরে বের হয়েছিল প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘোরাঘুরি করার জন্য। আর তখনই ফটোগ্রাফিটা করি।

কাটামুকুট ফুলের ফটোগ্রাফি

20240509_153951.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে কাটামুকুট ফুল। ফুল পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম রয়েছে। আমার কাছে তো সব রকমের ফুল অনেক বেশি ভালো লাগে। আমি সব রকমের ফুল খুবই পছন্দ করি এবং ভালোবাসি। যার মধ্যে এই কাটামুকুট ফুল ও রয়েছে। এই ফুল গাছের মধ্যে অনেক বেশি কাটা থাকে। যার কারণে এগুলো ধরাও যায় না। কিন্তু ফুল গুলো অনেক সুন্দর হয়ে থাকে। এই ফুলের বেশ কয়েক রকমের জাত রয়েছে। যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। আমার কাছে সবগুলো কালার খুব ভালো লাগে দেখতে। কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম, আর সেখান থেকে এই ফুলের ফটোগ্রাফি টা করা হয়েছে।

একটি গাছের ফটোগ্রাফি

20240420_151220.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় একটা গাছ। গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। মূলত গাছের কারণে আমরা বেঁচে আছি আর নিঃশ্বাস নিতে পারছি। গাছের সৌন্দর্য কতই না সুন্দর। আমাদের সবারই উচিত বাড়ির আশেপাশে খালি জায়গা গুলোতে বেশি বেশি করে গাছ লাগানো। সবাই যদি গাছ লাগানো শুরু করি, তাহলে প্রকৃতি অনেক সুন্দর একটা রূপ নেবে। কয়েকদিন আগে আমরা একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে এই দৃশ্যটা দেখলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম ফটোগ্রাফি করি।

ফুড ফটোগ্রাফি

20231026_184109.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফি টা দেখে নিশ্চয়ই আপনাদের অনেকেরই লোভ লেগে গিয়েছে। আসলে এই খাবারগুলো এতটাই লোভনীয় যে, আমার নিজেরও দেখে অনেক বেশি লোভ লেগে গিয়েছিল খাওয়ার জন্য। এটা কিন্তু অনেক বেশি মজাদার একটা খাবার। যদিও এই মুহূর্তে এই খাবারের নাম আমার মনে পড়ছে না। আমি যখন এই পোস্টটা লিখছিলাম তখন এই খাবারটা দেখে আমার আর হলো লোভ লাগছিল। তবুও সামলাতে তো হবেই লোভ। কয়েকদিন আগে রাতের বেলায় আমার হাজবেন্ডের সাথে বাহিরে খাওয়া-দাওয়া করার জন্য গিয়েছিলাম। তখনই আমি এই খাবারের ফটোগ্রাফিটা করেছিলাম খাবারের দোকান থেকে।

সূর্যের ফটোগ্রাফি

20240414_173913.jpg

device : Redme note 9

লোকেশন

সূর্য মামাকে চেনে না এরকম মানুষ তো একটা অনেক। যতই হোক সবার মামা সবাই তো চিনবেই 😊। এই ফটোগ্রাফিটা করছেন গোধূলি বিকেল বেলায় তোলা। গোধূলি বিকেলে মাঝেমধ্যেই আমরা বাইরে বের হয়ে থাকি, ভালো কিছু সময় অতিবাহিত করার জন্য। কারণ সেই সময়টাতে বাহিরের পরিবেশটা থাকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর তখন বাহিরে গেলে অনেক সুন্দর সময় কাটানো যায়। বিশেষ করে ওই মুহূর্তে সূর্যাস্ত যায়। যেটা দেখতে এবং উপভোগ করতে অসম্ভব ভালো লাগে। গত পরশুদিন আমরা যখন বাহিরে গিয়েছিলাম, তখন সূর্য মামার একটা ফটোগ্রাফি আমি করেছিলাম। আর আজকে ওইটা আপনাদের মাঝে শেয়ার করলাম।

সবুজ ঘাসের ফটোগ্রাফি

20240325_163118.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফিতে আপনারা অনেক সুন্দর সবুজ ঘাস দেখতে পাচ্ছেন কচি কচি। কচি কচি এই ঘাসগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবুজ এই ঘাস দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। সবুজ গাছপালার ফটোগ্রাফি করলে যেমন অনেক বেশি সুন্দর হয়, তেমনি সবুজ কচি কচি ঘাসের ফটোগ্রাফি করলেও খুব সুন্দর হয়। কয়েকদিন আগে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আসলে মূলত গিয়েছিলাম নদীর পাড়ে ঘোরাঘুরি করতে। যখন নদীর পাড়ে সবুজ এই ঘাস গুলোর মধ্যে বসেছিলাম, তখন খুব ভালো লেগেছিল। আর বসে থাকা অবস্থায় ঘাসের এই ফটোগ্রাফি আমি করেছিলাম। আশা করছি ফটোগ্রাফিটা আপনাদের কাছেও ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 17 days ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে। এমন ফটোগ্রাফি দেখা চোখের শান্তি। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 17 days ago 

এরকম ফটোগ্রাফি চোখের শান্তি শুনে ভালো লাগলো।

 17 days ago 

বেশ কয়েকটি ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি সুন্দর অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে, বিশেষ করে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে। আসলে আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ।

 17 days ago 

চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 17 days ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। খুবই চমৎকারভাবে প্রতিটা ফটো উপস্থাপন করেছেন।দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 17 days ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি পোস্ট দেখলে যেন মনটা ভালো হয়ে যায়।ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। সব থেকে ভালো ছিল কাটা মুকুট ফুলের ফটোগ্রাফিটা ভীষণ ভালো লেগেছে আমার কাছ থেকে ধন্যবাদ।

 17 days ago 

কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 17 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর সূর্যের ফটোগ্রাফিটি অসাধারণ ছিল। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 17 days ago 

ফুল এবং সূর্যের ফটোগ্রাফি অসাধারণ ছিল শুনে ভালো লাগলো।

 17 days ago 

দারুন সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি যেন চোখে পড়ার মত। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু আবার লোভনীয়ও ছিল। ধন্যবাদ আপু এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 17 days ago 

খাবারের ফটোগ্রাফি আসলেই লোভনীয় ছিল।

 17 days ago 

আপু দারুন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফিই আমার কাছে দারুন লেগেছে। বিশেষ করে এমন সুন্দর প্রকৃতি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। দারুন সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 17 days ago 

প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা শুনে ভালো লাগলো।

 17 days ago 

আপু আপনার ফটোগ্রাফি পোস্টগুলো আমার উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। দারুন ফটোগ্রাফি করেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি এত সুন্দর হয় যে তাকিয়ে থাকতেই মন চাই। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে দারুন ভাবে বর্ণনা গুলো লিখেছেন। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি ভিজিট করে ।

 17 days ago 

চেষ্টা করেছি সবগুলো ফটোগ্রাফির বর্ণনা ও সুন্দর করে দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47