শুভ বিবাহ বার্ষিকী দাদা বৌদি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুভ বিবাহ বার্ষিকী
দাদা এবং বৌদি।

শুভ, শুভ, শুভ দিন
আপনাদের ভালোবাসার নতুন দিন।
বজায় থাকুক হাজার বছর,
সুখে কাটুক প্রত্যেক বছর।

পুরো বছরের স্মৃতি নিয়ে,
দিনটা সাজুক আলো দিয়ে।
ফিরে আসুক প্রতিটা বছর।
আনন্দময় হোক আপনাদের জীবন।

আমাদের সবার শুভেচ্ছা রইল,
বিবাহ বার্ষিকীতে সুখে হাওয়া বইলো।

যণথ.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল একটি দিন। গতবছরেও এই দিনটা আমরা অনেক সুন্দর ভাবে পালন করেছিলাম। এখনো আমার মনে আছে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আর আমাদের প্রিয় @rme দাদা এবং @tanuja বৌদির বিবাহ বার্ষিকী দিনটা চলে আসলো। আমি মনে করি প্রত্যেকটা বিবাহ দম্পতিদের জীবনে এই দিনটা আসলেই স্পেশাল দিন। এই দিনটা যেন দাদা এবং বৌদির জীবনে প্রতি বছর এরকম সুখে এবং আনন্দের সাথে এভাবেই ফিরে আসুক এটাই কামনা। তাদের পুরো পরিবারকে নিয়ে সব সময় ভালো থাকুক। তাছাড়া আমাদের সাথে যেন এখন তারা পরিবার হয়ে মিলেমিশে গেছে। এইজন্য এই দিনটা আমাদের জন্য একটা স্পেশাল দিন।

তবে আজকের দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমি নিজের মতো করে একটা উপহার তৈরি করার চেষ্টা করলাম। জানিনা এই উপহারটা দাদা বৌদির পছন্দ হবে কিনা। আসলে আমি নিজের মতো করে একটা কাল্পনিক চরিত্র তৈরি করলাম। বিশেষ করে দাদা বৌদির কাল্পনিক চরিত্রের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আর এটা মূলত একটা অরিগামি কেকের উপরে ডেকোরেশন করেছি। কয়েকদিন আগে থেকেই আমি প্ল্যান করছিলাম কি তৈরি করা যায়। এটা তৈরি করতে আমার প্রায় পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত সময় লেগে গিয়েছিল। কিন্তু তারপরেও মুখের অংশটাকে সুন্দর করতে পারলাম না। যাইহোক, আমি নিজের মতো করে চেষ্টা করলাম। আশা করব এই উপহারটা দাদা বৌদির পছন্দ হবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1670126652358.jpg

1670126707435.jpg

প্রয়োজনীয় উপকরণ

• টিস্যু পেপার
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
• কার্ডবোর্ড
• রঙিন কাগজ
• কালো রং
• রঙের ব্রাশ

IMG_20221202_113504.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর কার্ডবোর্ড কেটে ছোট বড় করে দুইটা গোল মাথার অংশ কেটে নিলাম।

1670073763928.jpg

ধাপ - ২ :

এরপর টিস্যু পেপার কেটে চিকন চিকন করে নিলাম। এরপরে চিকন টুকরো গুলোর নিচের অংশে একদম চিকন চিকন করে কেটে নিলাম। এভাবে আমি অনেকগুলো টিস্যু পেপার একসাথে কেটে নিলাম।

1670073832275.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা পাতলা কার্ডবোর্ডকে হাত দিয়ে গোল করে এরপর গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর সমানভাবে কেটে নিলাম।

1670073991848.jpg

ধাপ - ৪ :

এরপরে গোল অংশটার মধ্যে ঘাম লাগিয়ে টিস্যু পেপারের চিকন চিকন অংশগুলো একটা একটা করে জোড়া লাগানো শুরু করি। এভাবে নিচ থেকে উপরের অংশ পর্যন্ত জোড়া লাগিয়ে নিলাম।

1670074033034.jpg

ধাপ - ৫ :

এরপর ছোট অংশের মাথার নিচের দিকে একটা কার্ডবোর্ড জোড়া লাগিয়ে নিলাম।

1670074070392.jpg

ধাপ - ৬ :

এরপর টিস্যু পেপার মোড়ানো অংশটাকে নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

1670074099865.jpg

ধাপ - ৭ :

এরপর চিকন করে দুইটা কার্ডবোর্ড হাতের মতো করে জোড়া লাগিয়ে নিলাম।

1670074124321.jpg

ধাপ - ৮ :

এরপর আমি সাদা টিস্যু এবং গোলাপি টিস্য থেকে চিকন চিকন করে কয়েকটা টুকরো কেটে নিলাম। এরপরে এগুলো দিয়ে ছোট ছোট করে গোলাপ তৈরি করে নিলাম।

1670074164335.jpg

ধাপ - ৯ :

এরপর গোলাপ গুলো দিয়ে একটা বুকে তৈরি করে নিলাম।

1670074187912.jpg

ধাপ - ১০ :

এখানে চারপাশে সবুজ কালার দিয়ে পাতা দিয়ে দিলাম।

1670074187912.jpg

ধাপ - ১১ :

এরপরে বুকেটাকে হাতে ধরিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

1670074223218.jpg

ধাপ - ১২ :

এরপরে কালো কালারের কাগজ দিয়ে চিকন চিকন করে এরপর মাথার চুল গুলো দিয়ে দিলাম।

1670074249636.jpg

ধাপ - ১৩ :

এরপরে কালো রংয়ের একটা রঙিন কাগজ নিলাম। এরপর এর নিচের অংশে চিকন করে একটা সাদা কাগজ লাগিয়ে দিলাম। এরপর দুই দিক থেকে দুইটা ভাঁজ করে নিলাম।

1670074282998.jpg

ধাপ - ১৪ :

এরপরে ওপর পাঠ করে দুই দিক থেকে কোনা করে একটা ভাঁজ করে নিলাম। এরপরে দুই দিক থেকে দুইটা হাতা বের করে একটা কোর্ট তৈরি করে নিলাম।

1670074343116.jpg

ধাপ - ১৫ :

এরপর মাঝখানের অংশে একটা সাদা কাগজ কেটে লাগিয়ে নিলাম। এরপরে উপরের অংশে মাথাটা জোড়া লাগিয়ে নিলাম। এর মধ্যে একটা টাই লাগিয়ে নিলাম।

1670074367704.jpg

ধাপ - ১৬ :

এরপরে সাদা কাগজ কে চিকন করে কেটে নিলাম। একটা ভাজ দিয়ে নিলাম। এরপর কোনার অংশে দুই দিক থেকে দুইটা ভাঁজ করে নিলাম। এরপরে সমান করে নিলাম। এভাবে একটা পায়জামা তৈরি করে নিলাম।

1670074396185.jpg

ধাপ - ১৭ :

এরপরে কোর্টের নিচের অংশে পায়জামাটা জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20221203_193403.jpg

ধাপ - ১৮ :

এখানে আমি সম্পূর্ণ কোর্ট প্যান্টের অংশগুলো জোড়া লাগিয়ে নিলাম।

1670074510131.jpg

ধাপ - ১৯ :

এরপরে আমি কালো রং দিয়ে মুখের মধ্যে খুব সুন্দর ভাবে একটা মুখের প্রতিছবি এঁকে নিলাম।

1670074536631.jpg

ধাপ - ২০ :

এরপরে মেয়েটির মুখের অংশ একটা কাল্পনিক মুখ এঁকে নিলাম।

1670074558002.jpg

ধাপ - ২১ :

এরপর গোল করে একটা কেকের মত সাদা বক্স তৈরি করে নিলাম। এর উপরে দুইজনকে একসাথে দাঁড় করিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর এখানে একটা গোলাপ ফুল এবং পাতা লাগিয়ে ডিজাইন করে নিলাম।

1670074597846.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরোটা তৈরি করা শেষ করি। এখানে আমি মূলত দাদা এবং বৌদির মত করে তৈরি করার চেষ্টা করেছি। হয়তোবা আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1670126634068.jpg

1670126652358.jpg

1670126724985.jpg

1670126696509.jpg

1670126707435.jpg

1670126668906.jpg

1670126618321.jpg

1670126663455.jpg

1670126593091.jpg

1670126681855.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

প্রথমে দাদা এবং বৌদির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। অসাধারণ আইডিয়া বের করেছেন আপু। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক বুদ্ধি খাটিয়ে কাজটি করেছেন। এটা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর একটি কবিতাও আমাদেরকে উপহার দিয়েছেন। এত সুন্দর একটি পোস্ট ও কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দিবেন।

 2 years ago 

আপনার কাছে এতটা অসাধারণ লেগেছে এটা শুনে সত্যিই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমেই শুভ বিবাহ বার্ষিকী দাদা বৌদি। আপু আপনি দাদা বৌদির বিবাহ 💒 বার্ষিকী উপলক্ষে চমৎকার ভাবে ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আমি ইতো মতো আপনার চিন্তা চেতনা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। আপনার ডাই প্রজেক্ট দেখে এত বেশি ভালো লাগলো যে আপনাকে বলে বুঝাতে পারছিনা। আপনার পোস্ট দেখে আশাকরি দাদা বৌদি ভীষণ খুশি হবে।

 2 years ago 

আপনার এত বেশি ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। আমার কাজের উৎসাহ আরো বেড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপু দাদা ও বৌদির বিবাহ বার্ষিক উপলক্ষে উপহারটি বানাতে সকাল থেকে বিকেল পর্যন্ত লেগেছে। আসলেই সকাল থেকে বিকেল পর্যন্ত লাগারই কথা কেননা এত সুন্দর ভাবে তৈরি করতে অনেক সময় লাগবে। আমি জানিনা আজকে দাদা বৌদির বিবাহ বার্ষিকী যাই হোক আপনার পোস্টের মাধ্যম আমি আমি জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি উপহার দাদা বৌদিকে দেওয়ার জন্য।

 2 years ago 

জি আপু তৈরি করতে অনেক সময় লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে জানাই দাদা ও বৌদির বিবাহ বাষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এই দিনটি তাদের জীবনে বারবার ফিরে আসুক।আপনি সত্যি বলেছেন আপু বিবাহ বার্ষিকী সবারই জীবনেই স্পেশাল।যাইহোক আপনি অনেক সময় নিয়ে দাদা ও বৌদি সুন্দর আকৃতি তৈরি করেছেন জেনে অনেক ভালো লাগল। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন।আসলে এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন। পুরো বছরের স্মৃতি নিয়ে,
দিনটা সাজুক আলো দিয়ে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক বেশি সময় লেগেছিল আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন আপু বিবাহ বার্ষিকী প্রতিটি মানুষের জীবনে একটি স্পেশাল জায়গা দখল করে আছে। দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা।
আমি তো প্রথমে ভেবেছিলাম যে আপনি সত্যিকারের কেকের উপরে ডেকোরেশন করেছেন। পরে দেখলাম যে কাগজ এবং টিস্যু কেটে এত সুন্দর করে তৈরি করেছেন। যদিও আপনার মতে মুখের ফিনিশিং ভাল দিতে পারেননি , কিন্তু তারপরও পুরো কেক এবং ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে দেখতে। এটি তৈরি করতে যে আপনার অনেক সময় লেগেছে তা দেখেই বোঝা যাচ্ছে । যাই হোক সবশেষে সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

জ্বী আপু মুখের ফিনিশিংটা সুন্দর করে দিতে পারিনি। তারপরেও আপনাদের অতটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুরাই কিলিং একটা আইডিয়া!!সত্যই আপনি ভিন্নরকম চিন্তার মানুষ।বিষয়টা মনে ধরেছে আমার।
বিবাহ বার্ষিকী প্রত্যেকের জীবনেই একটা স্পেশাল দিন।দিনটাকে যে যেভাবে পারে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করে।
দাদা-বৌদির জন্য অনেক অনেক ভালোবাসা সবসময়। ভালো থাকুক তারা😊
আপনার জন্য অনেক শুভ কামনা।🧡

 2 years ago 

মন্তব্য পেয়ে আমার কাজের উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোস্ট আপু অসাধারণ হয়েছে বলে বোঝাতে পারবো না কতটা যে সুন্দর হয়েছে।আপনি অনেক পরিশ্রম করে খুব সুন্দর একটি অরিগামি কেক তৈরি করেছেন।বেশ কয়েকজন আজকে পোস্ট করেছেন দাদা বৌদির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানোর জন্য।আপনাদের পোষ্টের মাধ্যমে জানতে পারি আজ প্রিয় দাদাও বৌদির শুভ বিবাহ বার্ষিকী।দাদা ও বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জ্বী আপু অনেক পরিশ্রম করে তৈরি করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে জানাই দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি খুব চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আইডিয়া বেশ ভাল ছিল। আপনার এই আইডিয়াটি দেখে নিশ্চয়ই দাদা ও বৌদি ভীষণ খুশি হবে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আইডিয়াটা দাদা বৌদি খুশি হলেই আমার কাজের সার্থকতা। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61143.97
ETH 3363.47
USDT 1.00
SBD 2.51