স্বরচিত কবিতা : " অপেক্ষা "steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

20230816_204451_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমরা যারা ভালবাসতে জানি, তারা কিন্তু আবার ত্যাগ স্বীকার করতেও জানি। আর ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করাটা তো আমাদের জন্য খুবই ছোট বিষয়। আর সেই অপেক্ষার প্রহর যতই বেশি হোক না কেন আমরা কিন্তু নীরবে সহ্য করতে পারি। মূলত নিরবে সহ্য করার ক্ষমতা থাকে। মনে হয় যেন তখন অপেক্ষার পরে আমার মানুষটি আমার কাছে চাঁদের জোছনার মত ফিরে আসবে। আবার অপেক্ষা করতে করতে মনে হয় যেন আকাশের তারা হয়ে ফিরে আসবে। আসলে আমাদের মনের কল্পনাতে অনেক কিছুই আসে। কিন্তু মনের কল্পনা কতটা বাস্তবিক সেটাই জানার। তবে এটা সত্য অপেক্ষার প্রহর কিন্তু বেশ ভালই সুফল পাওয়া যায়। আসলে আমরা যদি কোন কিছুতেই ত্যাগ স্বীকার করতে না জানি তাহলে সেটা কখনোই পাওয়া সম্ভব না। এইজন্য কথায় আছে তাই প্রকৃত সুখ পাওয়া যায়। তেমনি অপেক্ষা করলে ভালোবাসাটাও পাওয়া যায়। তেমনি সবার ভালোবাসা সব সময় সুন্দর অনুভূতি সৃষ্টি করে।

" অপেক্ষা "

যদি অপেক্ষার প্রহর বেড়ে যায়
আমি একদমই নিরবে চলে যায়।
তুমিকি আসবে আমার কাছে,
চাঁদের জোছনা হয়ে।

যদি অপেক্ষা করতে হয়,
শত বছর করতে পারি আমি।
তুমি কি আসবে আমার কাছে,
দূর আকাশের তারা হয়ে।

যদি অপেক্ষার প্রহর শেষ হয়,
আমি চাইবো হৃদয়ের আকাশে কালো মেঘ।
তুমি কি সেই মেঘ সরিয়ে
বৃষ্টি হয়ে ধরা দেবে ।

যদি ভালোবাসার সৃষ্টি হয়,
নতুন করে স্বপ্ন দেখতে শুরু করব।
তুমি কি সেই স্বপ্নের,
একটি অংশ হওয়ার চেষ্টা করবে।

যদি অপেক্ষার দিনের শেষ হয়,
রাতের আকাশের চাঁদকে বলবো,
কবে আসবে আমার কাছে,
কবে জলবে চাঁদের জোছনা হয়ে।

যদি অপেক্ষার মাঝে ব্যাঘাত ঘটে,
দেখা হবে কি মিষ্টি মধুর সুরে,
নাকি ছিন্ন বিচ্ছিন্ন হবে,
আর সবকিছু ছেড়ে চলে যাবে দূরে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুবি সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অপেক্ষার মুহূর্তগুলো যেন এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

 last year 

এই কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

ভালোবাসার অপর নামই তো ত্যাগ। তাছাড়া ঠিকই বলেছেন আপু ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে। সে বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। সহজ সরল ভাষায় লিখেছেন জন্য এত সুন্দর হয়েছে।

 last year 

ঠিক ভালোবাসার অপর নামই হলো ত্যাগ। সম্পূর্ণটা সুন্দর করে করার চেষ্টা করেছি ধন্যবাদ।

 last year 

মাঝে মাঝে নিরবে অনেক কিছুই সইতে হয়। হয়তো নীরবতাই আমাদেরকে ধৈর্যশীল করে। যাই হোক আপু আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে। কবিতার লাইন গুলো ভীষণ ভালো লেগেছে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আসলে নীরবতা আমাদেরকে ধৈর্যশীল করে। আমার কবিতার লাইন গুলো ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

আমার মনে হয় পৃথিবীর সব থেকে কষ্টতম কাজ হচ্ছে অপেক্ষা করা। কেউ যদি আপনাকে বলে আপনি একটু দাঁড়ান আমি আসছি এই বলে যদি সে যাই আর ফিরে না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এই সময়টা আপনার জন্য খুবই কষ্টকর। যাহোক আপু আপনি অপেক্ষা নিয়ে আজকে দারুন একটা কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা বাক্য আপনি খুব চমৎকারভাবে মিল রেখে লিখেছেন। কত সহজ স্বাভাবিক ভাবে আপনি কবিতাটি লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে অপেক্ষার বিষয়টাই এরকম। সম্পূর্ণটা পড়ে এত সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

 last year 

ত্যাগই জীবনের প্রকৃত সুখ।তেমনি ভালোবাসায় কিছু ত্যাগ করলে তা আরো আনন্দ নিয়ে ফিরে আসবে।অপেক্ষার ফল সুফল বয়ে আনে তার জন্য প্রয়োজন ধৈর্য্য।আপনার কবিতাটি সুন্দর হয়েছে, ভালো লাগলো পড়ে।ধন্যবাদ আপু।

 last year 

এটা ঠিক বলেছেন ত্যাগ হচ্ছে জীবনের প্রকৃত সুখ।

 last year 

কবিতা আপনি খুব সুন্দর লিখেছেন আপু। আসলে কবিতা লেখার জন্য নির্দিষ্ট নীরব সময় লাগে। এবং কবিতা লেখার জন্য সময়ের প্রয়োজন হয়। অপেক্ষা কবিতাটি খুবই সুন্দর লিখেছেন আপনি পড়তে অনেক ভালো লেগেছে। আসলে প্রিয়জনের জন্য অপেক্ষা করা কোন ব্যাপার না একজন প্রেমিকার কাছে। যা আপনার কবিতায় খুব সুন্দর অনুভূতির প্রকাশ পেয়েছে।

 last year 

ঠিক বলেছেন কবিতা লেখার জন্য সময়ের প্রয়োজন হয়। সুন্দর করে কবিতাটা লেখার চেষ্টা করেছি ধন্যবাদ।

 last year 

আপনার অপেক্ষা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যিকারের কাউকে ভালবাসলে বা কারো জন্য অপেক্ষা করলে তা একসময় না একসময় সে মূল্যটা পাওয়া যায়। যখন একজন মানুষকে সত্যিকারে ভালোবাসে তখন তার জন্য মানুষ অনেক বছর অপেক্ষা করে। তবে আপনার অপেক্ষা কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন সব সময় আশা করছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47