জেনারেল রাইটিং:- "ভালোবাসা আনন্দের থেকে কষ্টটা বেশি দেয়।"

in আমার বাংলা ব্লগ18 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240609_094413_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ভালোবাসা এই শব্দটার সাথে তো আমরা সবাই কমবেশি পরিচিত অবশ্যই। ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে বলে মনে হয়। ভালোবাসা কথাটা বলতে শুধু একটা ছেলে এবং একটা মেয়ের বিষয়কে বুঝায় না। ভালোবাসা হতে পারে বাবা মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, বোনের প্রতি, আত্মীয়-স্বজনের, প্রতি, বন্ধু-বান্ধবের প্রতি। এরকম অনেক কিছুই রয়েছে যেগুলোকে আমরা ভালোবাসতে পারি, যাদেরকে আমরা ভালোবাসতে পারি। ভালোবাসা পশু পাখির প্রতিও হতে পারে। এরকম অনেক মানুষই রয়েছে যারা পশুপাখি অনেক বেশি ভালোবাসে। আবার অনেকে গাছপালাকে অনেক বেশি ভালোবাসে। অনেকে অনেক কিছুর প্রতি ভালোবাসা জন্মায়।

তবে আমি এই সবকিছুর প্রতি ভালোবাসাকে নিয়ে আজকে বলছি না। আমি বলছি একটা মানুষ আরেকটা মানুষের প্রতি যে ভালোবাসাটা দেখায় সেটা নিয়ে। এখন তো ভালোবাসা বিষয়টা এরকম হয়ে গিয়েছে যে, ভালোবাসার থেকে মানুষ কষ্টটা বেশি পায়। এখন তো কাউকে ভালোবাসাটাও একেবারে দায় হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষ যদি অন্যজনকে ভালোবাসে, তাহলে দেখা যায় সে ওই অপর ব্যক্তির কাছ থেকে উল্টো ভালোবাসা না পেয়ে কষ্ট পাচ্ছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। বিশেষ করে ছেলে মেয়েদের ভালোবাসার সম্পর্কের মধ্যে, এমনকি স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কের মধ্যে।

মনে করেন, একটা মেয়ে একটা ছেলেকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবাসে যে তার জন্য একেবারে পাগল। কিন্তু ছেলেটা মেয়েটাকে একেবারেই ভালোবাসে না। ছেলেটা এই ভালোবাসা নিয়েই খেলতে সবথেকে বেশি পছন্দ করে। কিন্তু মেয়েটার ভালোবাসা তো সত্যি। মেয়েটা তো কোন অপরাধ করেনি এতে, সে তো শুধু তাকে ভালোবেসেছে। ওই ছেলেটার থেকে ভালোবাসা পাওয়ার থেকে মেয়েটা তো কষ্টটাই এখন বেশি পাচ্ছে। কারণ তাকে ভালোবাসে না বরং বেশি পরিমাণে কষ্ট দিচ্ছে ভালো না বেসে। এটা কিন্তু শুধু মেয়ের ক্ষেত্রে না বরং ছেলের ক্ষেত্রেও হতে পারে। উভয়ের ক্ষেত্রে এটা হতে পারে।

আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা অনেক সময় হয়ে থাকে। স্ত্রী স্বামীকে অনেক বেশি ভালোবাসলেও দেখা যায় স্বামী খুব একটা স্ত্রীকে পাত্তা দেয় না। আবার অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু স্ত্রীরা এত বেশি ভালোবাসে না। আর এর কারণে কিন্তু ওই মানুষটা অনেক বেশি কষ্ট পায়। দুজনের ভালোবাসা যদি একই হয় তাহলে দুজনেই ভালো থাকে। মানুষের জীবনে কষ্ট তো আসে কিন্তু ভালোবাসা নিয়ে কেউই চায়না কষ্ট করতে। কিন্তু যারা ভালোবাসার বিনিময়ে কষ্ট পেয়ে থাকে সেই মানুষগুলো তখনই ভালো থাকে, যখন কিনা তাদের ভালোবাসার সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা পায়।

আর যারা এরকম ভালোবাসার গুরুত্ব দেয় না, দেখা যায় একসময় তারা ভালোবাসার অভাবে কষ্ট করে। যেমন মনে করেন একসময় তারা বুঝতে পারবে ওই মানুষটার ভালোবাসার গুরুত্ব। আর তখন ভালোবাসার জন্য সেই মানুষকে খুঁজবে, হয়তো তাকে নাও পেতে পারে। যদি পায় তাহলে তো ভালো, আর যদি না পায় তাহলে তারাও অনেক বেশি কষ্টে থাকে তারপর থেকে। ভালোবাসা এখন আনন্দটা খুব কমই দিয়ে থাকে বরং কষ্টটা সবথেকে বেশি দিয়ে থাকে। এরকম অনেক মানুষই রয়েছে। তাই আমার এটাই মনে হয় ভালোবাসাটা সবাইকে আনন্দ দেয় না। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে অন্য টপিক নিয়ে লিখবো। ধন্যবাদ।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

আমিও আপনার সাথে এক মত আপু। ভালোবাসা আনন্দের চেয়ে কষ্টটাই বেশী দেয়। আমার মতে ভালোবাসার আনন্দ স্বল্প সময়ের জন্য কিন্তু ভালোবাসার কষ্টটা কিন্তু সারাজীবনের জন্য। খুব সুন্দর একটি টপিকস নিয়ে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 17 days ago 

আসলে ভালোবাসার আনন্দ অল্প সময়ের জন্য হয়, আর কষ্টটা সারা জীবনের জন্য হয়ে থাকে।

 18 days ago 

পৃথিবীটা এখন স্বার্থোপরের খাতায় নাম লিখিয়েছে। ভালোবাসা নামক জিনিস এখন প্রাপ্তির সমীকরণে বন্দি। ভালোবাসা এখন যা দেয় তার থেকে বেশি কেড়ে নেয়। তবুও এর মাঝেও ধৈর্য্য ধরে যতটুকু সম্ভব মানিয়ে নেয়া যায়। তবে ভালোবাসা অনেক বেশি কষ্ট দেয়।

 17 days ago 

আসলে এখন ভালোবাসা দেওয়ার থেকে কেড়ে নেয় অনেক বেশি।

 18 days ago 

এখনকার দিনে কি আর আগেকার মতো সেই ভালোবাসা রয়েছে। এখনকার ছেলেমেয়েরা সময় পার করার জন্য একজন আরেকজনকে ভালোবাসে। আগেকার দিনের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করেছে। আসলে এখনকার দিনের মানুষেরা এজন্য কষ্ট বেশি পায়। একজনকে কষ্ট দিয়ে অন্যজনের কাছ থেকে সে নিজেও কষ্ট পায়। খুব সুন্দরভাবে বিষয়টি নিয়ে লিখেছেন। ভালো লাগলো পড়ে।

 17 days ago 

এটা কিন্তু ঠিক ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করে। আমার লেখা পড়ে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 18 days ago 

এই বিষয়টা আপনি ঠিক বলছেন আপু ভালবাসাতে আনন্দের চেয়ে কষ্ট অনেক বেশি। পৃথিবীতে এমন কিছু ভালোবাসা আছে শুধু একতরফা ভালোবাসা। হয়ত স্ত্রী স্বামীকে অনেক বেশি ভালোবাসে বিপরীতে স্বামী স্ত্রীকে অবহেলা করে। অথবা স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসে কিন্তু স্ত্রী অবহেলা করে। এই ধরনের ভালোবাসাতে অনেক বেশি কষ্ট থাকে। এছাড়াও দেখবেন যে আপনি কোন আত্মীয়-স্বজনকে অনেক বেশি পছন্দ করেন। তার বিপরীতে দেখা যায় তারা অবজ্ঞা করে অবহেলা করে। অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 17 days ago 

আসলে এরকমটা অনেক বেশি হয়। যাকে আমরা বেশি পছন্দ করি, সে আমাদেরকে বেশি অবহেলা করে।

 18 days ago 

তোমার এই কথাটার সাথে কিন্তু আমি পুরোপুরি ভাবেই একমত। আসলে ভালোবাসাটা আনন্দের থেকে আমাদেরকে সবসময় কষ্টটাই বেশি দিয়ে থাকে। ভালোবাসা নামক কথাটা এখন একেবারে সামান্য হয়ে গিয়েছে। এটা এখন মানুষের ছেলে খেলা হয়ে গিয়েছে এক রকমের। আগের মতো এখন ভালোবাসা আর নেই। এখন মানুষ ভালোবাসার থেকে অবহেলাটা বেশি করে থাকে। আর যারা ভালোবাসতে চায় তারা অবহেলার শিকার হয়। ভালো লাগলো তোমার লেখা পুরো পোস্টটি পড়ে।

 17 days ago 

তুমি আমার কথার সাথে পুরোপুরি একমত শুনে ভালো লাগলো। আসলে ভালোবাসা এখন দেওয়ার থেকে বেশি কেড়ে দেয়। এখন সবাই অবহেলার শিকার হয়।

 18 days ago 

এটি ঠিক বলেছেন আপু ভালোবাসা একটি ছেলে বা একটি মেয়েকে বুঝাই না। মা বাবা এবং পরিবারের সবাইকে নিয়ে ভালোবাসা বুঝানো হয়। তবে ভালোবাসার আনন্দ থেকে কষ্টটা বেশি পাওয়া হয়। তবে ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর। আর ভালবাসার মধ্যে কষ্ট আছে বিধায় পৃথিবী এত অন্ধকার লাগে। তবে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

ভালোবাসলে এখন খুব কম মানুষ আনন্দটা উপভোগ করতে পারে। বেশিরভাগ মানুষ এখন কষ্টটা পায় অনেক বেশি।

 17 days ago 

ব‍্যাপার টা স্বাভাবিক আপু আপনি যাকে ভালোবাসবেন তার থেকে অবহেলা কঠিন ছাড়া আর কিছু পাবেন না। আর সে কখনও এসব বিষয় চেয়েও দেখবে না। দোষটা আপনার কারণ ভালো তো বেসেছেন। সেজন্য আমাদের উচিত এসবে না জড়ানো। সুন্দর লিখেছেন আপনি।

 17 days ago 

আসলেই ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলাটা অনেক কষ্ট দেয়। শেষ পর্যন্ত যারা ভালোবাসে তাদেরই দোষ হয় এটা ঠিক।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47