স্বরচিত কবিতা : " প্রত্যাশা গুলো যেন এড়িয়ে যায় "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। অবশ্য এই কবিতাটি আমি কয়েকটা লাইন অনু কবিতায় লিখে ছিলাম। আজকে নিজের লেখা সেই কবিতাটি সম্পূর্ণ করে লিখলাম। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আসলে অনেক সময় আমরা অনেক কিছুই প্রত্যাশা করে বসে থাকি। তখন দেখা যায় যে সে প্রত্যাশা গুলো পূরণ হয় না। বিশেষ করে আপনি দেখবেন যদি কোন কিছু নিয়ে আশা করেন। সেই আশাটা কোনভাবেই পূরণ হয় না। আবার যেটা আশা করে না সেটাই হেটে হেঁটে পূরণ হয়। আজকের কবিতায় এরকম কিছু বিষয় লেখার চেষ্টা করলাম। বেশিরভাগ সময় আশা করলেই হতাশায় ভুগতে হয়। আর হতাশায় ভোগার মতো কষ্ট আর কিছুই হতে পারে না। কারণ যারা আশা করে তারাই জানে হতাশা পাওয়াটা কতটা কষ্টকর। তখন হৃদয়ের সকল আবেগগুলো জমা রাখতে হয়। কাউকে তো বলাও যায় না। সুন্দর নীল আকাশ যেমন মেঘে ঢেকে যায়, তেমনি হৃদয়ের কষ্ট গুলো চাপা থেকে যায়। অনেক সময় দেখা যায় যদি একটু আশার আলো দেখতে পাই, তার দ্বিগুন আবার অন্ধকারে ঘিরে যায়। এজন্য এখন আর কোন কিছুতে আশা রাখতে ইচ্ছে করে না। ফেলে পেলাম না পেলে নাই।

2023-01-02-16-31-31-564.jpg

প্রত্যাশা গুলো যেন এড়িয়ে যায়

মাঝে মাঝে প্রত্যাশা গুলো যেন এড়িয়ে যায়।
আশাগুলো যেন নিরাশ করে দেয়।
হাজারো সংশয় মনে বাসা বাঁধে।
হারানোর ভয় যেন কুকড়ে রাখে।

হৃদয় যেন হাহাকারে ডাক দেয়।
ভালোবাসার আবেগ যেন ভেসে বেড়ায়।
ভেতরের আশাগুলো ডাক দেয়।
হৃদয়ের ভালোবাসা যেন ঘুরে বেড়ায়।

এটাই কি শুধু হতাশায় ডুবে থাকা।
নাকি কোন এক ভরসার আশায় বাঁচা।
প্রত্যাশা গুলো যেন নিরাশ করে দেয়।
না পাওয়ার কষ্ট গুলো ভেসে বেড়ায়।

আর চাইনা এভাবে হতাশায় বাঁচতে।
আর চাইনা আশাগুলো মিথ্যে হয়ে থাকতে।
আর চাইনা আবেগে জর্জরিত হতে।
আর চাই না একটুখানি ভরসায় নিরাশ হতে।

কেন হৃদয়ে অন্ধকার নেমে আসে।
কেন আকাশে এক পালি চাঁদ হাসে।
কেন মেঘে ঢাকা থাকে সুন্দর নীল আকাশ।
হৃদয়ের আবেগের মতো কষ্টের বসবাস।

মাঝে মাঝে একটুখানি আশার আলো দেখায়।
মাঝে মাঝে সেই আলোয় অন্ধকারে ভাষায়।
হাজারো স্রোতে আবেগ বেশি বেড়ায়।
সকল প্রত্যাশা যেন চোখ বন্ধ করে দেয়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনার কবিতা গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর কবিতা লিখেন আপনি। আমাদের আশাগুলো বারবারই ভেঙ্গে যায়। তবুও আশার উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। নিরাশ হলে চলবে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই কোন কিছুতে নিরাশ হলে চলবে না। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যিই আমরা যারা প্রত্যাশা করি আমাদের প্রত্যাশাগুলো পূরণ হয় না। হয়তো আপনি চিন্তা করলেন একটি হয়ে গেল অন্যটি। আপনার কবিতার মধ্যে এই সব জিনিস গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কবিতা ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ‌

 2 years ago 

একদম ঠিক কবিতা লিখা অনেক কঠিন কাজ।যার জন্য সময় এবং অনুভূতি দুইটাই দরকার।আমি তো সময় নিয়েও কবিতার এক লাইন ও বের করতে পারি না।আপনার কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর।

আর চাইনা এভাবে হতাশায় বাঁচতে।
আর চাইনা আশাগুলো মিথ্যে হয়ে থাকতে।
আর চাইনা আবেগে জর্জরিত হতে।
আর চাই না একটুখানি ভরসায় নিরাশ হতে।

কেন হৃদয়ে অন্ধকার নেমে আসে।
কেন আকাশে এক পালি চাঁদ হাসে।
কেন মেঘে ঢাকা থাকে সুন্দর নীল আকাশ।
হৃদয়ের আবেগের মতো কষ্টের বসবাস।

সত্যিই হতাশা নিয়ে বেঁচে থাকা কষ্টকর।লাইনগুলো দারুণ ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আমি অনেক সময় নিয়ে এই সকল লাইনগুলো মিলাতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু কবিতাটি।জীবনটাই এমন আশা বার বার ভাঙ্গবে,তবুও আশার উপর নির্ভর করেই বেচে থাকতে হবে।নিরাশ হওয়া যাবে না আপু। ধন্যবাদ সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আশার উপর নির্ভর করেই বেঁচে থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব সবসময়ই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমরা সবাই যেটা প্রত্যাশা করি অনেক সময় তার বিপরীত হয়ে যায়। এবং যেটা আশা করি আশাটি রইল পূরণ হয় না। আপনার কবিতার মধ্যে এসব জিনিস গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আমিও মাঝেমধ্যে কবিতা লেখে থাকি। আপনি খুব চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমরা যখন প্রত্যাশা করি তখন তার বিপরীত হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি খুবই একটি চমৎকার কবিতা লিখেছেন আপু আপনার কবিতা গুলো পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার কবিতা চরণ গুলো খুব সুন্দর মিল ছিল। হতাশা মানুষকে কষ্ট দেয়, হতাশা মানুষকে দূরে সরিয়ে দেয়, তাই হতাশা নিয়ে জীবন যাপন করা অনেক কঠিন। অনেক সুন্দর হয়েছে আপনার প্রত্যাশা গুলো যেন এড়িয়ে যায় কবিতাটি। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই হতাশা মানুষকে কষ্ট দেয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনুকবিতাকে খুব সুন্দর একটি পূর্ণ কবিতার রূপ দিয়েছেন। প্রত্যাশা গুলো যেন এড়িয়ে যায় কবিতা পড়ে আমার খুব ভাল লেগেছে। আসলে মানুষ যখন যা চায় তখন তা পায় না আবার যেটা চায় না সেটা এমনি পেয়ে যায়। খুব সুন্দর কিছু কথা আপনার কবিতায় ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন মানুষের যখন যা চায় না তখনই তা পেয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু বাস্তব ভিত্তিক একটি বিষয় কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। প্রত্যেকটা বিষয়েই আমরা প্রত্যাশা করি একরকম আর বাস্তবে হয় আরেক রকম। মানে যেটা চিন্তা করি বাস্তবে তার ধারে কাছেও যায় না। আর যেটা চিন্তা করি না সেটাই হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর ভাবে উপস্থাপন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43