স্বরচিত কবিতা : " পূর্ণতা "

in আমার বাংলা ব্লগ2 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240526_203330_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

ভালোবাসায় পূর্ণতা পেতে সবাই চায়। কিন্তু এখন কথা হল কয়জন আর পরিপূর্ণ হতে পারে। ভালোবাসাতে থাকে হাজারো কষ্ট, হাজারো বিপদ ‌‌। চারিদিক থেকে যেন সবকিছু ঘিরে ধরে। তবে প্রশান্তি কিন্তু আমরা সবাই চাই। এমন কেউ আমাদের চারপাশটা প্রশান্তিতে পড়ে থাকো এটাই কামনা করি। আবার নিজের ভালোবাসার মানুষের সাথে প্রকৃতির কত হাজারো তুলনা করি। প্রকৃতি যেন স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু কতটুকু মেনে নেওয়া অথবা বোঝা সম্ভব। হাজারো স্বপ্ন এবং হাজারো কথা লুকিয়ে থাকে নিজের মনে। প্রকৃতির কোমল সৌন্দর্যের দিকে তাকিয়ে আমরা হারিয়ে যাই। হারিয়ে যেতে চাই নিজের ভালোবাসার মানুষের সাথে। তার সাথে প্রকৃতির সৌন্দর্যের মায়া ঘিরে থাকে। আমরা নিজেদের ভালবাসাকে সকল সৌন্দর্যের সাথে তুলনা করি। আর আমি মনে করি প্রকৃতির সৌন্দর্যের চেয়ে বেশি কিছু হতেই পারে না। যারা এই প্রকৃতিকে অনুভব করতে পারে তারাই বলতে পারবে।

" পূর্ণতা "

বৃষ্টি ভেজা স্নিগ্ধতায়,
আমি খুঁজেছি প্রশান্তির ছোঁয়া।
নীল আকাশের দিকে তাকিয়ে,
খুঁজে পাই যেন অসীম মায়া।

তোমার হৃদয়ের এক কোণে,
চেয়েছি আমি শুধু হারিয়ে যেতে।
তোমার দিকে তাকিয়ে মুগ্ধতা ছড়িয়ে,
শুধুই চেয়েছি পূর্ণতা পেতে।

সমুদ্রের ঢেউয়ের আকস্মিক মুগ্ধতা,
আমি খুঁজেছি একটু স্নিগ্ধতা।
ভালোবাসার সাগরে ভেসে ভেড়ায়,
আমি চলেছি তোমার মন পাড়ায়।

সাদা মেঘে ঢাকা নীল আকাশ,
আমি খুঁজেছি কমল স্পর্শের আবাস।
স্নিগ্ধতার ছোঁয়ায় ছড়িয়ে রয়েছে,
আমি হয়ে গেছি যেনো নির্বাস।

প্রকৃতির কোমল সৌন্দর্য দেখে,
আমি খুঁজেছি স্নিগ্ধতার পরস।
নিশ্চয় চোখ নির্মল হয়ে রয়েছি
পেয়েছি শুধুই কষ্টের আবাস।

স্তব্ধ বিকেলে প্রশান্তির হাওয়া,
চারিদিকে ছড়িয়ে পড়েছে কত মায়া।
আমি খুঁজেছি প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া।
চারিদিক থেকে জড়িয়ে আছে হাজারো মায়া‌


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

দারুন এক অনুভূতিতে লেখা আপনার আজকের কবিতা। আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম। আমি এমনিতেই কবিতা আবৃত্তি পছন্দ করি। আর সেই জায়গায় যদি কিছুটাও প্রেম অনুভূতি ভালবাসার কবিতা হয়ে থাকে তাহলে আরো ভালো লাগে।

 2 months ago (edited)

আমার লেখা কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লেগেছে।

 2 months ago 

কবিতা পড়তে গিয়ে বুঝলাম আপু মনের মাধুরী দিয়ে লিখেছেন কবিতাটি। কবিতার প্রতিটি লাইন ছিল মুগ্ধতায় ভরপুর। এমন সুন্দর কবিতা যে লেখা যায় তাই দেখলাম আজ। বিশেষ করে কবিতার নিচের লাইন গুলো কিন্তু দারুন ছিল-

সাদা মেঘে ঢাকা নীল আকাশ,
আমি খুঁজেছি কমল স্পর্শের আবাস।
স্নিগ্ধতার ছোঁয়ায় ছড়িয়ে রয়েছে,
আমি হয়ে গেছি যেনো নির্বাস।

 2 months ago 

চেষ্টা করেছি সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লেখার জন্য।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আবারও নতুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন। আপনার আজকের শেয়ার করা স্বরচিত কবিতাটি ছিল পূর্ণতা। বেশি দারুন কবিতা লিখেন আপনি। আজকে আপনার শেয়ার করা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য।

 2 months ago 

আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।পূর্ণতা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর। আবার ভালোবাসার কারণে পৃথিবী অনেক অন্ধকারও দেখা যায়। তবে আপনার কবিতার মাধ্যমে মনের আবেগ প্রকাশ করেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।

 2 months ago 

সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর হয়। তাই আমি এরকম ভাবে কবিতা লেখার চেষ্টা করি।

 2 months ago 

ভালোবাসায় পূর্ণতা পেতে নিজের ভালোবাসার মানুষকে পেতে সবাই চাই । কিন্তু সেটা পাই কতজন আপু। অধিকাংশই তো প্রতারণার স্বীকার হয়। তবে যারা পেয়ে যায় তারা পৃথিবীর সবচাইতে ভাগ‍্যবান মানুষ। তারা সেই ভালোবাসার মানুষটার মধ্যে সিগ্ধতা খুজেঁ পাই। সবমিলিয়ে দারুণ লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

আপনি একেবারে ঠিক কথা বলেছেন ভাইয়া। যারা ভালোবাসার মানুষকে পায় তারা অনেক ভাগ্যবান।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66