ডাই : আটা দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আটা দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করলাম।

আবারও বলছি এ ধরনের কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। এইজন্য আমি অনেক সুন্দর করে এই ফুলটা তৈরি করলাম। আসলে ফুলটা তৈরি করার সময় আমি ভেবেছিলাম হয়তোবা পারফেক্ট হবে কিনা। তবে ডিজাইনটা করার সময় দেখলাম খুব সুন্দরভাবেই ডিজাইন টা তৈরি হচ্ছিল। বিশেষ করে মাঝখানের অংশটা যখন কাটছিলাম, তখন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিলো। দেখলাম খুব সুন্দর একটা ডিজাইনে পরিণত হলো। আসলে এটা তৈরি করার পর ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে কালার কম্বিনেশনটা সুন্দর ছিল।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1673091066854.PNG

প্রয়োজনীয় উপকরণ

• আটা
• কাঁচি
• ফুড কালার
• তেল
• ছুরি

!

IMG_20221110_125715.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বাটিতে আটা নিলাম। এরপর এরমধ্যে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিলাম। এরপর একটু একটু করে পানি দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিলাম।

1668089245939.jpg

ধাপ - ২ :

এরপর আটার ডো টাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম। এরপর গোলাপী এবং সবুজ কালার দিয়ে রং করে নিলাম।

1667914659115.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সবুজ কালারের একটু আটা নিয়ে, এর মধ্যে তেল দিয়ে গোল করে বেলে নিলাম।

1673084907634.jpg

ধাপ - ৪ :

এরপরে ছুরি দিয়ে চারপাশে কয়েকটা দাগ দিয়ে কেটে নিলাম। এরপর মাঝখানের অংশে হালকা হালকা চিকন চিকন দাগ দিয়ে দিলাম।

1673084938464.jpg

ধাপ - ৫ :

এর পরে হাত দিয়ে চেপে চেপে সবগুলো পাতার মতো তৈরি করে নিলাম।

1673084969939.jpg

ধাপ - ৬ :

এরপর গোলাপী কালারের কিছুটা ডো নিলাম। এরপর এটাকে ভালোভাবে গোল করে নিলাম। এরপর কাচি দিয়ে চিকন চিকন করে চারপাশে কাটা শুরু করি।

1673085006600.jpg

ধাপ - ৭ :

একটু একটু করে গোল করে কিছুটা অংশ কেটে নিলাম।

1673085035614.jpg

ধাপ - ৮ :

এরপর ছোট ছোট করে কেটে পুরো অংশটা ফুলের মতো তৈরি করে নিলাম।

1673085052341.jpg

ধাপ - ৯ :

এরপর গোলাপী রঙের ফুলটা সবুজ পাতার উপরে বসিয়ে দিলাম।

1673085095506.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো ফুল তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1673085869989.jpg

1673085869897.jpg

1673085870130.jpg

1673085870063.jpg

1673085870096.jpg

1673085870027.jpg

1673085869946.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন এবং ইউনিক একটি আইডিয়া ছিল আপনার। দেখতে যেমন চমৎকার দেখাচ্ছে কালার কম্বিনেশন টাও তেমনভাবে ফুটে উঠেছে। সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভকামনা থাকলো আপনার জন্য।।

 2 years ago 

দেখতে চমৎকার দেখাচ্ছে এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আটা এবং ফুড কালার দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আটা দিয়ে এরকম চমৎকার ফুল তৈরি করা যায় তা আগে আমার জানা ছিল না। বিশেষ করে কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার আইডিয়া ইউনিট ছিল। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি সব সময় ইউনিক কিছু করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই ডাই প্রজেক্ট অনেক ইউনিক লেগেছে। আমি এই প্রথম এমন একটি ডাই প্রজেক্ট দেখতে পেলাম। তবে আমার মনে হচ্ছে অনেক গুলো খাবারের জিনিস নষ্ট হয়েছে। যাই হোক আপনি যখন কাঁচি দিয়ে ফুল কেটেছেন তা দেখতে খুবই সুন্দর লেগেছে। আমি হলে মনে হয় সব নষ্ট হয়ে যেত। আমার কাছে আপনার এই ফুল অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত ইউনিক একটি ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতে খাবারের জিনিস নষ্ট হয়নি আপু। এটা নকশি পিঠা হিসেবে ব্যবহার করতে পারবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন আপু আপনার আইডিয়াটা খুব ভাল ছিল।আপনি খুব সুন্দরভাবে আটা দিয়ে ফুল করলেন, দেখতে দারুন হয়েছে।আপনি ধাপে ধাপে ফুল ও পাতা কেটে নিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করলেন,সত্যিই অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আইডিয়াটা ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি চিত্র অংক করে খুবই দক্ষ। যেকোনো জিনিস ব্যবহার করে খুব সুন্দর ভাবে ফুল তৈরি এবং অন্যান্য সুন্দর জিনিস তৈরি করতে পারেন। নিজের ট্যালেন্ট না থাকলে এগুলো তৈরি করা যায় না অনেক ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুবই উৎসাহিত হল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার আজকের ফুলের ডাইটি একদম আনকমন হয়েছে। এরকম আটা দিয়ে ফুল কাউকে তৈরি করতে দেখিনি। তাছাড়া আপনি পারফেক্ট ভাবে বানাতে পেরেছেন জন্যই এত সুন্দর লাগছে দেখতে। সবথেকে ভালো হয়েছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনের কারনে ফুলটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

চেষ্টা করেছি নতুন কিছু তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এত ইউনিক ইউনিক ডাই পোস্ট দেখে সত্যি দেখতে অনেক ভালোলাগে।আপনি আটা দিয়ে খুব সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন দেখতে কিন্তু দারুন লাগতেছে আপু।কোন কিছু তৈরি করা এত সহজ না আপু তবে আপনি অনেক কষ্ট করে সুন্দর করে ফুল তৈরি করেছেন।আপনার তৈরি করা কিন্তু সার্থক হয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন এই ধরনের কাজগুলো আসলে সহজ নয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফুল গুলো দেখে আমি প্রথম ভেবেছিলাম সত্যিকারের ফুল। দেখে বোঝাই যাচ্ছে না যেটা ময়দা দিয়ে তৈরি। আপনার এই দায় প্রজেক্ট অনেকটা ইউনিক লেগেছে আমার কাছে। এ ধরনের ফুল আমি কখনো দেখিনি তৈরি করতে। আপনি খুবই সুন্দর করে ধাপে ধাপে এই ফুলটি তৈরি করা আমাদেরকে দেখিয়েছেন। এক কথায় আপনার ডায়ে ফুলটি আমার কাছে অসাধারণ লেগেছে আপু। খুবই সুন্দর একটি আটা দিয়ে ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44