" শিক্ষকরাই জাতির মেরুদন্ড "

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

teacher-5322852_1280.jpg
Source: pixabay

বন্ধুরা
আপনারা সবাই ভালো আছেন। আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস।আজ এই দিনটিকে সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি।৫ ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। কারণ এই দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে।

প্রাচীন গ্রীক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন - যারা শিশু দের শিক্ষাদানে ব্রত থাকেন তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়।পিতামাতা আমাদের জীবন দান করেন কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করেন।

একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ন ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষা ছাড়া একটা জীবন প্রায় অচল। শিক্ষক যে শুধু পড়াশোনার ক্ষেত্রে হবে তা নয়।তিনি থাকতে পারেন জীবনের যেকোন ক্ষেত্রে।তিনি যে শুধু লেখাপড়া শেখাবেন তা নয়।তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন। ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন। সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন।তিনি শুধু তাকে সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন।একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়ে থাকে।কেননা মোমবাতি নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করেন।তেমনি শিক্ষক সারাজীবন ধরে তার মেধার মাধ্যমে শিক্ষাদান করে অন্যের পথ প্রদর্শন করে। শিক্ষকতার পেশা খুবই সম্মানের একটি পেশা।শিক্ষকরাই পৃথিবীর সমস্ত পেশার লোকেদের তৈরি করেন। তাই সমাজের মেরুদণ্ড হলেন এই শিক্ষক।একমাত্র শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথে পরিচালনা করতে। শিক্ষকরাই একজন শিশুকে চরিত্র গঠনে এবং ভবিষ্যতে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন।তাদের দায়িত্ববান ও সুনাগরিক করে গড়ে তুলতে পারেন।তাই একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকেন।
আমরা শুধু এই আজ দিনটিতে শিক্ষকদের সম্মান প্রদর্শন করে থাকি। আর বাকি দিন গুলোতেই সেই শিক্ষকদের ভুলে যাই। একজন শিক্ষক যে সব সময়ের জন্য শিক্ষক। শিক্ষক হচ্ছেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ।শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনা করা যায় না।তাই প্রতিটা দিনই শিক্ষক দিবস মনে করে শিক্ষকদের সম্মান করা উচিত। কারণ শিক্ষকরাই আমাদের জাতির মেরুদন্ড।

Sort:  
 11 months ago 

শিক্ষক সম্পর্কে দারুণ এবং অসাধারণ কিছু লাইন লিখেছেন বৌদি। সত্যি শিক্ষক শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান দিবে বিষয় সেটা না। শিক্ষক আমাদের সঠিক পথ দেখাবেন সঠিক পরামর্শ দেবেন। আমাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলবেন। জীবনের প্রতিটা মূহুর্তে সঠিক পরামর্শ দেবেন। শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষাগুরু কে শ্রদ্ধা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

দিদি শিক্ষকদের নিয়ে সুন্দর কিছু কথা লিখে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।ভীষণ ভালো লেগেছে। আসলে বাবা--মায়ের পর শিক্ষকদের স্থান।সেই শিক্ষকদের ভুলে গেলে চলবে না। শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড। সেখানে সেই শিক্ষকদের অবদান পুরোটাই।ধন্যবাদ দিদি।

 11 months ago 

আপনি খুব সত্যি কথা বলেছেন বৌদিদি। শিক্ষকরাই মূলত পৃথিবীর সকল পেশার লোকদের তৈরি করেন। এবং এই শিক্ষা গুলোই মানুষের সাথে সারাজীবন থেকে যায়। আমাদের সকলের উচিত শিক্ষকদের তাদের সঠিক মুল্যায়ন করার এবং যথাযথ শ্রদ্ধা করা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সত্যি বৌদি আপনি যথার্থ বলেছেন, শিক্ষকদের সঠিক অবদানের কারনেই আমরা আজ শিক্ষিত এবং স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত। শিক্ষকদের অবদান কোন ভাবেই অস্বীকার করার সুযোগ নেই। শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি শিক্ষদের প্রতি।

 11 months ago (edited)

একদম ঠিক বলেছেন বৌদি পিতা মাতা আমাদের জীবন দান করেন তবে শিক্ষকরা সেই জীবনকে ‌ সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করে। এজন্য পিতা মাতার পরে শিক্ষকের অবদান অনেক বেশি ‌ । ধন্যবাদ বৌদি

 11 months ago 

আপু আপনার পোস্টটি খুবই চমৎকার। আপনি ঠিকই বলেছেন শিক্ষকরা হচ্ছে জাতি মেরুদন্ড ।কারণ মেরুদন্ড ছাড়া যেমন কোন প্রাণী উঠে দাঁড়াতে পারে না ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতর শিখরে পৌঁছাতে পারেনা। ধন্যবাদ আপু এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

অনলাইন থেকে ফ্রিতে হাজার হাজার টাকা প্রতিদিন Steemit থেকে ইনকাম করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের প্রোফাইলটি ঘুরে আসতে পারেন
https://steemit.com/@digitalbangla360

 11 months ago 

ঠিক বলেছেন বৌদি, শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক আমাদেরকে লেখা পড়ায় পারদর্শী করার পাশাপাশি, জীবনের মূল্যবোধ সম্পর্কে ধারণা দেন। তাই শিক্ষকদের অবদান দুই এক লাইন লিখে শেষ করা যাবে না। তাই শিক্ষকদেরকে অবশ্যই প্রাপ্য সম্মান দিতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48