"আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা - ৪২।। "কাগজ দিয়ে ফুলদানির রং বেরংয়ের ফুল তৈরি"

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেকদিন পর আবার আমার শখের একটি কাজ শেয়ার করবো। আবার আমার এই শখের কাজ টি করার সুযোগ করে দেওয়ার জন্য তানজিরা আপু কে অনেক ধন্যবাদ।বর্তমান ব্যাস্ততার কারনে এসব কিছুই করা হয়ে ওঠে না।তবে মন চায় কিন্তু হয়ে ওঠে না। আর আপনারা তো জানেন diy করতে কতটা পছন্দ করি। আমার হাতের কাজ করতে খুবই ভালবাসি। বিয়ের আগে মাঝে মধ্যে প্রায়ই কাগজ দিয়ে ফুল পাতা ঘর তৈরি করে সাজিয়ে রাখতাম।তবে পড়াশোনার চাপ এসে যাওয়াতে আর তৈরি করতে পারতাম না। আজ কাল বাবুর জন্য সময় বের করতে পারি না। বাবু ইদানিং যত বড় হচ্ছে ততই তার দুষ্টুমি বাড়ছে। তাই এখন ইচ্ছা থাকলে ও পারিনা।
তবে এবার diy প্রতিযোগিতা দেখে তৈরি না করে থাকতে পারলাম না। আর আপনারা তো জানেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারলে ভালোই লাগে না। তবে ফুল তৈরি করার জন্য সেরকম কোন সুযোগ ছিলো না। কারণ যখনই তৈরি করতে বসছি ঠিক তখনই টিনটিন বাবুর উৎপাত। আর বাবু রাতে ঘুমায় ২.৩০ টার দিকে। কিন্তু এদিকে আমার আবার ঘুম পায়। আবার এদিকে ইচ্ছা করছে কিছু তৈরি করি। তাই সব কাজ শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে গভীর রাতে তৈরি করতে বসছি। এদিকে সকাল থেকে আবার বাবুর স্কুল। সত্যি কথা বলতে অদম্য ইচ্ছার জন্যই আজ কিছু তৈরি করতে পেরেছি। ভেবেছিলাম রং বেরংয়ের ফুলের তোড়া তৈরি করার কিন্তু তা পারলাম না। তাই ঘরে ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য কিছু ফুলের স্টিক তৈরি করেছি। দেখছি অনেকে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেছে। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিলো। আসলে আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে কিছু তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কেমন লাগবে। অবশ্যই নিজেদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই।

IMG_20230824_105310.jpg

IMG_20230824_105550.jpg

IMG_20230824_105354.jpg

IMG_20230824_105519.jpg

IMG_20230824_105321.jpg
উপকরণ:
১.রং বেরংয়ের কাগজ ( গোলাপী, সবুজ, হলুদ, লাল, বেগুনী, কমলা)
২. গ্লু গাম
৩. কাচি
৪.সাদা পুঁতি

IMG_20230823_020045.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে গোলাপী রঙের কাগজ ৬ সে.মি মিটার করে কেটে নিতে হবে। এরপর কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। তারপর ফুলের পাঁপড়ির মতো কেটে নিতে হবে।

IMG_20230823_022843.jpg

IMG_20230823_022853.jpg

IMG_20230823_022906.jpg

IMG_20230823_022926.jpg

IMG_20230823_022945.jpg

IMG_20230823_023008.jpg

IMG_20230823_023025.jpg
২. একটি ৪টি পাঁপড়ি সহ্ ও ৩ পাঁপড়ি ফুল বানিয়ে নিলাম। এরপর দুটি ফুল দিয়ে লাগিয়ে দিলাম।ফুলের। মাঝ বরাবর স্থানে একটি করে সাদা পুঁতি গাম দিয়ে লাগিয়ে দিলাম। ঠিক এই ভাবে ১৩ টি ফুল তৈরি করে নিলাম

IMG_20230823_023132.jpg

IMG_20230823_023154.jpg

IMG_20230823_023242.jpg

IMG_20230823_023255.jpg

IMG_20230823_023339.jpg

IMG_20230823_025131.jpg

IMG_20230823_025200.jpg

IMG_20230823_025322.jpg

IMG_20230823_025430.jpg

IMG_20230823_033415.jpg

৩.এবার সবুজ রঙের কাগজ কেটে ছোট ছোট পাতা ও কাগজ রোল করে দালের মত তৈরি করে নিলাম।

IMG_20230823_083113.jpg

IMG_20230823_084041.jpg

IMG_20230823_020213.jpg

IMG_20230823_020308.jpg

IMG_20230823_020419.jpg

IMG_20230823_020445.jpg
৪. এরপর ফুলের নিচে। সবুজ দন্ডটি গাম দিয়ে লাগিয়ে দিলাম ঠিক একই ভাবে সব কয়টি ফুল লাগিয়ে নিলাম।

IMG_20230823_034429.jpg

IMG_20230823_034607.jpg

IMG_20230823_034623.jpg

IMG_20230823_040001.jpg
৫.এবার ফুল গুলো একে একে দালের আকারে গাম দিয়ে লাগিয়ে দিলাম। আর ফুলের ফাঁকে ফাঁকে পাতা লাগিয়ে দিলাম।

IMG_20230823_084231.jpg

IMG_20230823_084328.jpg

IMG_20230823_084910.jpg

IMG_20230823_084902.jpg

IMG_20230823_085242.jpg

IMG_20230823_085403.jpg

IMG_20230823_085413.jpg

IMG_20230823_091031.jpg

IMG_20230823_091115.jpg
৬. এবার আর একটি। চন্দ্র মল্লিকা ফুলের স্টিক বানানোর জন্য বিভিন্ন রঙের কাগজ কেটে ৮ টি ছোট ছোট ফুল তৈরি করে নিলাম।

IMG_20230824_083311.jpg

IMG_20230824_083327.jpg

IMG_20230824_083417.jpg

IMG_20230824_083554.jpg

IMG_20230824_083638.jpg

IMG_20230824_084602.jpg

IMG_20230824_084619.jpg

IMG_20230824_084712.jpg

IMG_20230824_084823.jpg

IMG_20230824_084901.jpg

IMG_20230824_084929.jpg

IMG_20230824_085407.jpg

IMG_20230824_085403.jpg

IMG_20230824_101818.jpg
৭.এবার কাগজ দিয়ে রোল করে দালের মত বানিয়ে দিয়ে একে একে ফুল গুলো গাম দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20230824_102515.jpg

IMG_20230824_085726.jpg

IMG_20230824_103112.jpg

IMG_20230824_103246.jpg

IMG_20230824_103132.jpg

৮.এবার ফুল গুলো গাম দিয়ে লাগিয়ে স্টিকের মত বানিয়ে নিলাম।এর নিচে কিছু পাতা লাগিয়ে দিলাম।

IMG_20230824_103336.jpg

IMG_20230824_103722.jpg

IMG_20230824_103729.jpg

IMG_20230824_104812.jpg

IMG_20230824_104838.jpg
৯.এবার স্টিক গুলো সাজিয়ে নেওয়ার জন্য আমার থাকা একটা। ফুল দানিতে সাজিয়ে নিলাম। আর। আপনার দাদার তৈরি করা নয়নতারা ফুলের স্টিক টি ও সাজিয়ে রেখে দিলাম।

IMG_20230824_105203.jpg

IMG_20230824_105254.jpg

IMG_20230824_105432.jpg

IMG_20230824_111700.jpg

IMG_20230824_105337.jpg

IMG_20230824_105354.jpg

IMG_20230824_105420.jpg
এ রকম ফুল তৈরি করে ফুল দানিতে সাজিয়ে রাখতে পারেন। হটাৎ করে কেউ সহজে বুঝতে পারবে না যে এটি বাড়ীতে তৈরি করা।

IMG_20230824_105337.jpg

IMG_20230824_105354.jpg

Sort:  
 last year 

আপনার পোস্ট এর অপেক্ষায় ছিলাম । তবে শেষ পর্যন্ত দেখতে পেলাম। সময় বের করে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অনেক অনেক অভিনন্দন। রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। আর ফুলদানীতে বেশ লাগছে ফুলগুলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য বৌদি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বৌদি আপনার তৈরি করা ফুলগুলো অসাধারণ হয়েছে। টিনটিন বড় হচ্ছে তাই তো একটু দুষ্ট হয়ে যাচ্ছে। তবে বাচ্চাদের ছোট বেলাগুলো যদি দুষ্টুমিতে পরিপূর্ণ না থাকে তাহলে ছোটবেলা গুলো ভালো লাগেনা। এর পরেও আপনি সময় বের করে সুন্দরভাবে ফুলগুলো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল বৌদি। ♥️♥️♥️

 last year 

কাগজ দিয়ে ফুলদানির রং বেরংয়ের ফুল তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

বিশ্বাস করেন বৌদি সেই সকাল থেকে একটু পর পর আপনার পোস্টটিই খুজছিলাম। কারণ প্রতিযোগিতার ক্ষেত্রে সবচেয়ে একটি ইউনিক এবং আলাদা পোস্টটি আপনিই করেন। আর এ পর্যন্ত যতগুলো প্রতিযোগীরা ডাই পোষ্ট দেখলাম সবাই মোটামুটি ভালোই করেছেন। আপনার পোস্টটি একেবারে ইউনিক। দাদার চেয়েও ইউনিক। অসাধারণ টেকনিক এবং অসাধারণ আইডিয়া। শুভকামনা রইল বৌদি আপনার জন্য।

 last year 

আসলে বৌদির সকাল থেকে আপনার পোষ্টের অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম আপনি কিছু না কিছু তৈরি করবেন। আপনার মত আমিও হাতের কাজগুলো করতে খুবই পছন্দ করি। আর টিনটিন বাবুর কথা কি বলবেন এখন তো সব বাচ্চারাই অনেক দুষ্টু। তবে আপনি এত সুন্দর করে রংবেরঙের ফুল তৈরি করেছেন দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। কাগজের তৈরি ফুল গুলো দেখতে সত্যিই ভালো লাগে। আপনার তৈরি করা ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো।

 last year 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজের ফুল। আসলে রঙিন কাগজ দিয়ে ফুল বানালে দেখতে অনেক ভালো লাগে। আপনার ফুলটি ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

বৌদি আপনি তো অনেক সুন্দর ফুল তৈরি করলেন। প্রতিযোগিতা বড় কথা নয় আপনি আমাদের মাঝে আছেন দেখে আমি আরো বেশি খুশি হলাম। আপনার পোস্টটা হঠাৎ দেখতে পেরে ভীষণ খুশি হলাম। অনেকেই ইউনিক ভাবে এত সুন্দর ফুলটি তৈরি করেছে তার সাথে আমার নিজেরও অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বৌদি।

 last year 

আসলেই ঘরে ছোট বাচ্চা থাকলে এগুলা করা বেশ কঠিন।তাও আপনার অদম্য ইচ্ছের কারনেই এত রাত করে বসে রঙিন কাগজ দিয়ে ফুল গুলো তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে।কালার কম্বিনেশন টা বেশ সুন্দর হয়েছে। বৌদি আপনার অনেক ধৈর্য্য আছে বলতেই। প্রতিটি ফুল খুব খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

বাহ!! বৌদি আপনার তৈরী ফুলটি কিন্তু দারুন হয়েছে।এসব হাতের কাজ কিংবা ফুল তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। বিভিন্ন কাজের চাপে এসব হাতের কাজ করার সময় পাওয়া যায় না।আপনি আর দাদা প্রতিযোগিতা-৪২ এ অংশগ্রহণ করে আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছেন।অনেক অনেক শুভকামনা আপনার প্রতি বৌদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48