নতুন বছরে নতুন একটি কবিতা "জীবন চলছে"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। happy new year 2023।দেখতে দেখতে ২০২২ সাল শেষ হয়ে নতুন
বছরে পা দিলো। পুরাতন কে ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আর নতুন বছরকে স্বাগত জানানোর নাম করে রাতভর মদ খেয়ে পার্টি করা, বাজি ফাটিয়ে শব্দ দূষণের নাম কি নতুন বছরকে স্বাগত জানানো? সত্যি এর উত্তর আমার জানা নেই। আসলে সবার মন মানসিকতা এক নয়। তাই যার যে ভাবে ভালো লাগে সে সেই ভাবে নতুন বছরকে স্বাগত জানায়। এবার আমি দেশের বাইরে আছি। তাই সেই ভাবে কোনকিছু হচ্ছে না। গতকাল আমি আমাদের এক আত্মীয়ের বাড়িতে এসেছিলাম। আমরা যেখানে আসছি সেখানের নিচে রাত ১১ টা থেকে থেকে শুরু হয়েছে বাজি ফাটানো, খাওয়া দাওয়া ও হৈ হুল্লোর প্রচুর শব্দ।এই সব প্রায় চলেছে রাত ৩.০০ টা পর্যন্ত।
আজ নতুন বছরের প্রথম দিনটি কবিতা দিয়ে শুরু করা যাক। জানিনা কবিতাটি আপনাদের কেমন লাগবে। তবে
আজ কবিতাটি লিখেছি সম্পূর্ন কাল্পনিক কিছু মনে করে। খুবই অল্প সময়ের মধ্যে লিখেছি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG-20230101-WA0005.jpg

নতুন বছর নতুন আশা,
লাগুক প্রাণে নতুন ভাষা।
অধরা মনের ইচ্ছা যত,
পুর্নতা পাক যে যার মনের মতো।
কান্না হাসির জীবন দোলায়,
যাই আসুক এ পথ চলায়।
রাখবো মোরা মনের জোর,
হবে হবেই নতুন ভোর
রাগ অভিমান থাক তোলা
ভালোবেসে এ পথ হোক চলা।
হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে ,
জীবন চলুক সকলকে সাথে নিয়ে।
কত প্রতিবন্ধকতা,কত ঝড় তুফান সামলে,
জীবন চলছে! জীবন চলছে জীবনের মত করে।
পেরিয়ে যাচ্ছে একটার পর একটা ধাপ
পেরিয়ে যাচ্ছে বছর মাস দিন,
কেউ কিছু বুঝছে না, কেউ কিছু জানছে না
প্রয়োজন ফুরালে প্রিয়জন হারিয়ে যাচ্ছে।
কত দেওয়া কথা সময়ের সাথে হয় মূল্যহীন
মনে হয় দেওয়ার ক্ষমতা আছে যতদিন।
অস্তিত্ব আছে ঠিক ততদিন,
ভালোবাসা মান অভিমান এসব আজ মূল্যহীন।
অভিনয় শুধুই, হৃদয় সাদা কালো বড়ো বেরঙিন
প্রত্যাশরা করে হাহুতাশ নীরবে কাঁদে সপ্নেরা,
সবকিছু লাগে পরিহাস
সময়ের স্রোতে বদলে যায় সবকিছু।
এই ভাবে বছরের পর বছর চলছে জীবন।

Sort:  
 2 years ago 

বৌদি প্রথমেই আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ।আসলে নতুন বছরকে অনেকে অনেক ভাবে বরণ করে।যেটা আমাদের অনেকের কাছেই ভালো লাগে না। আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। আর আপনার নতুন বছরের প্রথম কবিতা টি অসাধারণ হয়েছে। বাস্তবতা কে ফুটিয়ে তুলেছেন।ভালো ছিল ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনার প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছর উপলক্ষে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। সত্যিই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। নতুন বছরে আনন্দময় এবং ভালোবাসার সাথে ভরে উঠুক আপনার পরিবার এই দোয়া করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আশা করি বৌদি ভালো আছেন ? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর উপলক্ষে কবিতার মাধ্যমে খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করেছেন। জীবনের সকল আধার দূরীভূত হয়ে আলো জ্বলে উঠুক আমাদের জীবনে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।

 2 years ago 

বৌদি আপনাকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আপনি দেশের বাইরে এসেছেন জেনে ভালো লাগলো। তবে নতুন বছর উদযাপন উপলক্ষে সবাই যে অসুস্থ পাগলামিতে মেতে উঠে সেটা সত্যিই অনেক খারাপ দেখায়। রাতভর মদ খেয়ে পার্টি করা ও বাজি ফাটিয়ে শব্দ দূষণ করা কোনভাবেই আনন্দ উদযাপন হতে পারেনা। যাইহোক বৌদি আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন আপনি।

 2 years ago 

দিদি নতুন বছরেরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ৷ আসলে নতুন এ বছরটি সবাই যার যার মতো করে বরণ করে ৷ যার যেমন মানসিকতা ৷ তবে যাই হোক নতুন বছরে নতুন একটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ অনেক সুন্দর লিখেছেন দিদি ৷ পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

নতুন বছরে নতুন ছন্দে,
কাব্যিক যাদুর আবহে,
দারুণ অনুভূতি জাগলো হৃদয়ে
বৌদির মিষ্টি কবিতা পড়ে। হ্যাপি নিউ ইয়ার-২০২৩।

বেশ সুন্দর লিখেছেন বৌদি, মনে হলো ভেতরের কথাগুলো কবিতার ছন্দে ছন্দে পড়লাম।

রাখবো মোরা মনের জোর,
হবে হবেই নতুন ভোর
রাগ অভিমান থাক তোলা
ভালোবেসে এ পথ হোক চলা।

লাইনগুলো বেশ ভালো হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

সত্যিই বৌদি,কি পরিমাণ শব্দ দূষণ আর পরিবেশ দূষণ দিয়ে যে আশেপাশের মানুষ বছর শুরু করে আর শেষ করে তা দেখলেই খারাপ লাগে।আর অনেকদিন পর আপনার পোস্ট পেয়ে খুব ভালো লাগছে। কবিতাটিও সুন্দর গোছানো একেবারে।

 2 years ago 

দিদি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। সামনের বছর খুব ভাল কাটবে এমনটাই আশাকরি। নতুন বছর নিয়ে আমাদের আশেপাশে এমন সব কর্মকান্ড হয় যে তাকিয়ে দেখি শুধু কিছুই বলার থাকে না। এরা আসল কাজ রেখে কি করে যে এত সময় এই বাজে কাজ নিয়ে কাটায় তা আমার বোধগম্য নয়।যাই হোক দিদি আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে।বাস্তবতা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার কবিতায়।কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে দিদিভাই মাত্রারিক্ত সব কিছুই খারাপ। খুব বেশি হইহুল্লোড় আমি নিজেও পছন্দ করি না। মানুষ যখন কিছু লিখে তখন অবশ্যই কোন না কোন অবয়বকে সামনে নিয়েই লিখে। জানি না আপনি কি ভেবে লিখছেন,, তবে এতটুকু বলতে পারি, আপনার লেখনীর গভীরতায় আমি মুগ্ধ। অনেক না বলা কথা বলা হয়ে গেছে হয়তো । যাই হোক,, নতুন বছর ভালো কাটুক। সব কাজ শুভ হোক,, এই প্রার্থনাই করি। 🙏🙏

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62720.27
ETH 2447.07
USDT 1.00
SBD 2.64