"বিয়ের অনুষ্ঠানে কাটানো সুন্দর কিছু মুহূর্ত"
বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সকালের মিষ্টি রৌদ্রের শুভেচ্ছা।এখন বিয়ের মরশুম চলছে। প্রায় প্রতিদিনই বিয়ে থাকছে। এবছর বেশ কয়েকটি বিয়ের নিমন্ত্রণ ছিলো। বিয়ে বাড়ীতে আমার খুব একটা যেতে ভালো লাগে না। তারপরও নিমন্ত্রণ রক্ষা করার জন্য যেতে হয়। কারণ বিয়ে বাড়িতে প্রচুর হৈ হুল্লোর হয়, যা আমি একদম সহ্য করতে পারি না। আমার সব সময় নিরিবিলি পরিবেশ ভালো লাগে। তাই আমি সব বিয়ে বাড়িতে যাই না।
তবে আমি গতকাল যে বাড়ীতে গিয়েছিলাম এরা খুবই ভালো মনের মানুষ এবং খুবই সাধারণ মানুষ। মনে এতটুকু অহংকার নেই। আমাদের খুবই পরিচিত। আমরা যখন সিকিম গিয়েছিলাম তখন আমাদের তার নিজের গাড়িতে করে সমস্ত জায়গা ঘুরিয়েছিলো। ঐ দূরের জায়গায় যাতে আমাদের কোন অসুবিধা না হয় সেদিকে প্রচুর লক্ষ্য রেখেছিলো। সেই দাদার মেয়ের বিয়ে ছিলো। ওই দাদার বাড়ি এখানে কিন্তু কাজের সুত্রে গ্যাংটক থাকে পরিবার নিয়ে। এক সপ্তাহ আগে নিজে এসে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে গিয়েছিলো।মধ্যবিত্ত পরিবার তাদের কিন্তু মনের দিক থেকে অনেক বড়।
বিয়ে বাড়ী আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূরে না।৫ - ৭ মিনিটের মধ্যে যাওয়া যায়।আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিলো। কারণ বিয়ে ছিলো গোধূলী লগ্নে। আমরা পৌঁছে দেখি বিয়ে অর্ধেক হয়ে গেছে। আমরা গিয়ে দেখি খুব বেশি লোক নেই।খুব সাধারণ ডেকোরেশন, এবং নিরিবিলি পরিবেশ। আমি গিফট দিয়ে কিছু ছবি তুলে নিলাম। এর ভিতর চিকেন কাবাব নিয়ে আসলো। আমি চিকেন খাই না। তাই নিয়ম রক্ষার জন্য খেয়ে দেখি আসলে কাবাব টি খেতে অনেক মজার হয়েছিলো। তাই অনেক গুলো খেয়ে ফেলি। এরপর ফুসকা খেলাম।তারপর দেখি রাত হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি খেতে গেলাম। বিভিন্ন রকমের খাবার ছিলো। আমি। সেখান থেকে শুধু মাটন খেয়েছিলাম।আর টিনটিন বাবু শুধু পনীর খেলো। খাবার গুলো বেশ স্বাদের ছিলো ওরা দুই ভাই সব খাবার খেয়েছিলো।
বিয়েতে যত আত্মীয় স্বজন এসেছিলো সবাইকে সমান আদর আপ্যায়ন করেছে তারা। তাদের আপ্যায়নে কোন ত্রুটি ছিলো। বলতে গেলে এরকম আমি খুব কম দেখেছি। বলতে গেলে মাত্র কয়েক দিনের পরিচয় আমাদের। আমরা খাওয়ার পর নব দম্পতিকে আশীর্বাদ করে চলে আসি।যেনো ওদের নতুন জীবন অনেক সুখের হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাঁ দিদি আপনার মত আমিও একান্ত নিরিবিলিতে সময় কাটাতে বেশি পছন্দ করি। আমিও তেমন একটা আনুষ্ঠানিক দাওয়াত খেতে পছন্দ করি না যেটার মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবুও মাঝে মাঝে আপনার মত যেয়ে থাকি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন অনেক ভালো লাগলো।
যার বিয়েতে গিয়েছেন বৌদি,অনেক শুভকামনা রইল তার নতুন জীবনের জন্য।একদম ঠিক বলেছেন বৌদি এখন বিয়ের মরশুম।আর বিয়ে বাড়িতে অনেক হৈ হুল্লোড় হয়।কিছু সময় আমারও অনেক ভালো লাগেনা এতটা হৈ হুল্লোড় ।আপনার নিরিবিলি থাকতে ভালো লাগে তারপরেও নিমন্ত্রণ রক্ষা করতে যান।যেই বিয়ে বাড়িতে গিয়েছিলেন তারা অনেক ভালো মনের মানুষ।মনে একটুও অহংকার নেই বেশ ভালো লাগলো শুনে।আপনাদের সিকিমে নিজের গাড়িতে করে ঘুরিয়েছেন যাতে কষ্ট না হয়।এগুলো ভালো মানুষ বলেই করেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
বিয়ের প্রোগ্রামটি দেখে মনে হচ্ছে বেশ গুছালো একটি বিয়ের অনুষ্ঠান করেছে। আর অতিথিদের টেষ্ট বুঝে খাবার আয়োজন করেছে। যেমন বিয়ে বাড়ীতে ফুচকা। বিষয়টি যেন আমার কাছে আন কমন লেগেছে। আমি কিন্তু বৌদি আবার বিয়ে বাড়িতে যেতে বেশ পছন্দ করি। তবে যেহেতু পাশাপাশি বিয়ের প্রোগ্রাম তবুও কিছু টা সময়ের জন্য গেলেও আপনারা বেশ মজাই করেছেন বুঝা যাচ্ছে।
দিদি গোধূলী লগ্নে বিয়ে মানে তো বিকেলের পর বা সন্ধার আগ মুহূর্তে ঠিক এই সময়ে গোধূলী লগ্ন বলে ৷ যা হোক আপনার বাড়ির কিছু দুরে বিয়ে খেতে গিয়েছেন ৷ আসলে বৌদি মানুষ ধনী বা গরীব যাই হোক মনটাই অনেক বড় ৷ আপনার বিয়ে বাড়িতে কাটানো মুহূর্ত গুলো পড়ে অনেক ভালো লাগলো ৷ সেই ফটোগ্রাফি গুলো ৷ যাদের বিয়ে হলো তাদের জন্য অনেক শুভকামনা রইল ৷ দাম্পত্য জীবন সুখের হোক ৷
আসলে বৌদি মনের দিক দিয়ে বড় হলে তারাই প্রকৃত বড় মানুষ । আপনি বেশ সুন্দরভাবে কথাগুলো লিখেছেন আপনার পোস্টটিতে । বেশ ভালো লাগলো পড়ে । আসলে অনেক সময় আমাদের হৈ হুল্লোড় ভালো না লাগলেও সম্পর্ক রক্ষার্থে হৈ- হুল্লোড়ের মধ্যে যেতেই হয় । বেশ ভালো আয়োজন ছিল বিয়ে বাড়িতে । খাবার গুলো বেশ আনকমন লাগলো আমার কাছে । আপনারা বেশ মজা করে সময়টা কাটিয়েছেন বোঝা যাচ্ছে । ধন্যবাদ ।
আসলে কিছু মানুষের অনেক বেশি থাকেনা।তবে তাদের মনটা অনেক বেশিই বড় হয়।এই মানুষগুলোকেও আমার তাই মনে হলো।আপনাদের ব্যাপারটাও ভালো লাগলো বৌদি,অহংকার নেই বললেই চলে।
এই সময়টতে সবাই বিয়ের অনুষ্ঠান করে।হালকা গরম হালকা ঠান্ডায় বেশ ভালোই লাগে। আপনার হৈ-চৈ ভাল লাগেনা, আমারও তাই। তারপরেও যেতে হয় গেলেন। খুব সুন্দর সময় কাটিয়েছেন আশাকরি। আপনি বেশি কিছু খেতে পারেন না, তাই কম খেয়েছেন। সবাইকে নিয়ে সুন্দর সময় কাটানোটাই আসল কথা।ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
বিয়ে বাড়ী মানেই তো মজা আর মজা, কার্ডের ডিজাইনটা ভালো লেগেছে তবে বর-বউ দুইজনকে বেশ মানিয়েছে। খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। কথায় আছে না, ভালো মানুষের সাথে ভালো মানুষদেরই সখ্যতা হয়।
দিদি আমিও আপনার মত নিরিবিলি পছন্দ করি। হৈ হৈল্লর আমারও বেশি পছন্দ না। যেখানে বেশি মানুষ থাকে সেখানে আমি যায় না। তার আরেকটি কারন হলো লজ্জা। আমার আবার একটু লজ্জা বেশি। যায়হোক নব দম্পতির জীবন সুখের হোক ধন্যবাদ আপু।