"সন্ধ্যায় শাশুড়ি ও বৌমা মিলে ঘুরতে যাওয়া"

in আমার বাংলা ব্লগ11 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শাশুড়ি বৌমা সম্পর্ক একটু অন্য রকম হয়। প্রায়ই দেখা যায় বৌমার সাথে শাশুড়ির কখনো মতের মিল না। অনেক শাশুড়ি আছে তারা মনে করে ছেলে বিয়ে দিলে ঘরে বউ আসলে তখন সবকিছু তার হয়ে যাবে। এমনকি তারা বাড়ির বউ কে খুব একটা ভালো চোখে দেখে না। এসব আমি বহু জায়গায় দেখেছি। তাই বলেছি। কিন্তু সব শাশুড়ি এমন হয় না। ঠিক তেমনি আমার শাশুড়ি ও ভিন্ন রকম। আমার শাশুড়ি মায়ের সাথে কথায় যতটা মিল পাই। তার এক বিন্দু ও তার ছেলের সাথে পরে না। আমার শাশুড়ি আসলে আমরা প্রায়ই দুজনে একসঙ্গে ঘুরতে যাই আবার মাঝে মধ্যে টুকি টাকি কেনাকাটা করতে যাই। তবে যখন আমি আর শাশুড়ি কোথাও যাই তখন আমরা স্বাধীন ভাবে সবকিছু করি। বাঁধা দেওয়ার মতো কেউই থাকে না। সত্যি বলতে শাশুড়ি আমার নিজের মায়ের মতো।আর সে ও আমাকে নিজের মেয়ে ভাবেন।আমার শাশুড়ির যা কিছুর প্রয়োজন হয় বা কোন সমস্যা হলে আমার কাছেই সে বলে। সে এতটাই আমার উপর ভরসা করে। যাই হোক তবে কিছুদিন ধরে মা বলছিলো একদিন বাইরে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সময় করে পারছিলাম না। তবে আজ ছুটি ছিলো আর তেমন কোনো ব্যস্ততা ছিলো না । তাই ভাবলাম আজ সন্ধ্যায় যাওয়া যাক। তাই আমি আর শাশুড়ি মা ও টিনটিন বাবু রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি মা কে বললাম চলে চলুন শাখার দোকানে। কারণ সামনে পূজা আসছে তাই ভাবলাম নতুন এক জোড়া শাখা কেনা যাক। এরপর গেলাম শাখার দোকানে।

IMG_20230809_184240.jpg

IMG_20230809_184653.jpg

IMG_20230809_184622.jpg

অনেক রকমের শাখা দেখার পর একটা পছন্দ হলো। দোকানদার কে বললাম আপনি মায়ের হাতে পড়িয়ে দেন। এরপর উনি পড়িয়ে দিলো।এরপর এলাম খেলনার দোকানে বাবুর জন্য কিছু খেলনা কিনতে। বাবুর পছন্দ মতো ব্লগ খেলনা কিনলো।আমি আগেই বলেছি বাবুর পছন্দের খেলনা হলো ব্লগ। সে যেখানে যায় ব্লগ আগে কিনবে তারপর অন্য কিছু। আর আমি একটা ফুলের তোড়া কিনলাম।

IMG_20230809_185856.jpg

IMG_20230809_185905.jpg
কেনা কাটার পর কিছু সময় ঘোরাঘুরি করার পর আইস ক্রিম ও ফালুদা খেলাম। আইস ক্রিম সবাই খুবই পছন্দ করে। আর একটি খাবার খেয়েছিলাম তবে সেটার নাম বলতে পারবো না।সেটা আমার খুবই পছন্দের একটা খাবার। কিন্তু আমার প্রিয় মানুষটির খুবই অপছন্দের।তাই সে আমাকে খেতে দিতে চায় না। তাই নামটা বলতে পারলাম না। তবে মেয়েরা হয়তো বুঝতে পারছেন আমি কোন খাবারের কথা বলছি।কারণ সে খাবার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পছন্দ করে।

IMG_20230809_190217.jpg

IMG_20230809_190253.jpg

IMG_20230809_190626.jpg

IMG_20230809_190803.jpg
এরপর আমরা সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এলাম। যদিও আমাদের ফিরতে একটু রাত হয়ে গিয়েছিলো। আসলে মা আর আমি কোথাও গেলে বাড়ি ফিরতে একটু দেরী হয়ে যায়। তবে বহুদিন পর মাকে নিয়ে ঘুরতে গিয়ে বেশ দারুন একটি মুহূর্ত কেটেছে আমাদের।

Sort:  
 11 months ago 

আপু আপনাদের সেই পছন্দর খাবার হলো ফুচকা,হে হে হে। আমি নিজেও সেটা তেমন লাইক করি না। তবে সব আপুরাই লাইক করে। ধন্যবাদ দিদি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ঠিক বলেছেন বৌদি, শাশুড়ি এবং বৌমার সম্পর্ক অনেকটাই মধুর সম্পর্ক। তারপরও আপনার একসাথে বের হলে নানান জায়গায় ঘোরাঘুরি করেন, এটা জেনে অনেক ভালো লাগলো। তাছাড়াও আজকের পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।।

 11 months ago 

ঠিকই বলেছেন বৌদি, এখনকার দিনে বউ শাশুড়ির মধ্যে তো ভালো সম্পর্ক দেখাই যায় না । আপনার শাশুড়ির সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে সেটা জেনে সত্যিই ভালো লাগলো । আর দুজনে মিলে ভালই ঘুরেছেন সাথে টিনটিন বাবু ছিল । আইসক্রিম খেয়েছেন মজা করে আমার তো শুনেই আইসক্রিম খেতে ইচ্ছা করছে । তারপর টিন টিন বাবু তার পছন্দের খেলনা ও কিনে খুব খুশি । আর যেটার কথা আপনি বললেন না আমার তো মনে হচ্ছে সেটা ফুচকা ।

 11 months ago 

আপনাদের মধুর সম্পর্কের কথা জেনে সত্যিই খুব ভালো লাগলো বৌদি। ঠিক বলেছেন বৌদি, আইসক্রিম কমবেশি সবাই পছন্দ করে। টিনটিন বাবুকে দেখে ভীষণ ভালো লাগলো। দাদার ফুচকা পছন্দ না বিধায়, আপনাকে খেতে দিতে চায় না। তবে বেশিরভাগ মেয়েরা ফুচকা না খেয়ে থাকতেই পারে না। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 11 months ago 

অনেক ভালো লাগলো দিদি আপনার মধুর সম্পর্কের গল্প পড়ে। আজকাল বউ শ্বাশুড়ির সম্পর্ক খুব কমই ভালো দেখা যায়। সেখানে আপনি খুব সুন্দর সম্পর্ক বজায় আছেন এটা খুব ভালো লাগলো। আর দিদি যে খাবারের নামটি বললেন না তা ফুচকা, তাই না।আমিও খুব আইসক্রিম পছন্দ করি।টিনটিন বাবু বাইরে গেলেই খেলনা কিনবে। খেলনা ও কেনা হলো।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

এটা সত্যি বৌদি আমাদের সমাজে নানা কথা প্রচলিত আছে এবং সেগুলোর কিছু কিছু সত্যও বটে, আর যাইহোক খুব কম সংখ্যায় এটা দেখা যায় যে বউ-শাশুড়ির সুন্দর মিল। সুখ এবং শান্তি চির সাথি হোক আপনাদের পরিবারের, মিল মহব্বত অটুঁট থাকুক। চিন্তায় পড়ে গেলাম কোন খাবারের কথা বললেন সেটা নিয়ে, হি হি হি।

 11 months ago 

এখনকার দিনে শাশুড়ি আর বউদের সাথে সম্পর্ক গুলো অন্যরকম হয়। কিন্তু আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক অনেক ভালো রয়েছে জেনে ভালো লাগলো। আপনারা ঘুরতে বের হলে অনেক জায়গায় ঘুরেন এর থেকে আর মধুর সম্পর্ক কি হতে পারে। শাশুড়ি বউয়ের সম্পর্ক আজীবন মধুর থাকে এই কামনাই করি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি সুন্দর একটি পোষ্টের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66437.31
ETH 3491.76
USDT 1.00
SBD 2.69