"আমার ছাদ থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি"
বন্ধুরা
সবাই কেমন আছেন? নিশ্চই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার মত ফুল আপনারা ও খুব পছন্দ করেন। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি প্রতি শীতের সিজনে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাই। বলতে পারেন এটা আমার নেশা। সারা বছর গাছ গুলো একই রকম ভাবে ফুল পাবার জন্য বেশি অঙ্কের টাকা খরচ হয়ে যায়। তারপর ও শক বলে কথা। এই গাছ লাগানোর পিছনে পুরো ক্রেডিটাই আমার প্রিয় মানুষটির। কারণ ও আজও পর্যন্ত আমার কাজে বাঁধা দেয়নি। আমার সব কাজেই ওর পুরো সাপোর্ট পেয়েছি। সে তো নতুন করে আপনাদের বলা লাগবে না। কারণ আপনারা সবই জানেন। আমার বাগানে এখন প্রচুর ফুল হয়। আমি প্রতিদিন বিকালে যাই গাছ গুলোর পরিচর্যা করতে। তেমনি গতকাল বিকালে ও গিয়েছিলাম। আসলে প্রতিদিন ফুল গুলো না দেখলে আমার ভালো লাগে না। আমি প্রতিদিন ওদের বলি একবার একটু ছাদে গিয়ে দেখে এসো আমার ছাদ ফুলে ভরে উঠেছে।কত সুন্দর ফুল হয়েছে। আর শুধু বলে যাবো। কিন্তু আজ ও পর্যন্ত দুই ভাইয়ের সময় হয়নি। আমি জানি ওর দেখার সময় হবে না।
আসলে যার যেটা ভালো লাগে। গতকাল গিয়ে আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। খুব বেশি ছবি তোলা হয়নি। কারণ কাল আমার টিনটিন বাবু ছিলো।বাবু ছবি তোলা পছন্দ করে না। ছবি তুলতে গেলে বলবে হাত দিয়ে না। টিনটিন বাবু ও ফুল তোলা পছন্দ করে না। যেদিন ওর বিকালে পড়া থাকে না সেই দিন আমার সাথে ছাদে যায়।
এ ফুল গুলো বিভিন্ন রঙের জারবেরা। প্রায় সারাবছরই জারবেরা ফুল ফোটে ।এবং খুব বেশি জল দেওয়ার ও প্রয়োজন হয় না।এই গাছ গুলো আমি আগের শীতের সময়ে লাগিয়ে ছিলাম। প্রায় সারা মাস ফুল ফুটেছে।এই জারবেরা ফুল দিয়ে বিয়ে বাড়ী সাজানো হয়। আবার অনেক মেয়েরা এই ফুল চুলের খোপা তৈরিতে সাহায্য করে।
এই গুলো পেন্সি ফুল। এই ফুল গুলো দেখতে অনেকটা প্রজাপতির মতো তাই একে প্রজাপতি ফুল বলে। এগুলো শীতকালীন ফুল। তাই এই ফুল শীতের সময়ে লাগানো হয়। আবার গ্রীষ্ম কালে মারা যায়। তবে এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুল গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে।
এগুলো ডালিয়া ফুল। এটি শীতকালীন ফুল।বিভিন্ন রঙের ডালিয়া ফুল পাওয়া যায়। আমার ছাদে এই তিন রঙের ডালিয়া আছে।
আর এই ফুল গুলো তো আমরা সবাই চিনি।কম বেশি সারাবছর এই ফুল গুলো পাওয়া যায়।
দিদি ভাল আছেন আশাকরি। আপনার ফুল দেখে আমার চোখ জুড়িয়ে গেলো। এখন ফুলের সিজন। চারিদিকে নানান ধরনের ফুল দেখা যায়। আপনি প্রতি বছর এই সময়টাতে ফুলের গাছ লাগান। এবারও তার ব্যতিক্রম হয়নি। আপনি আপনার ইচ্ছেমত কাজগুলো করতে পারেন জেনে অনেক ভাল লাগলো। সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে দিদি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
.জ্বি বৌদি,দাদা যে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করে তা আমাদের কারোর ই অজানা নয় একেবারে।আর বৌদি আপনার লাগানো ফুলগাছগুলোর ফুলগুলোও কিন্তু আপনার মতো সুন্দরী।
বউদি দাদা আর আপনার সম্পর্ক তো আমরা সবাই জানি। কতটা প্রেম আপনাদের মাঝে। আর যেখানে ভালবাসা বিদ্যমান সেখানে শ্রদ্ধা আর সম্মান তো থাকবেই। তবে বেশ সুন্দর একটি ফুল বাগান করেছেন বউদি। মন তো চাইছে পাখিঁর মত করে উড়ে গিয়ে কিছু সুগন্ধ নিয়ে আসি। কিন্তু তা তো আর সম্ভব নয়। তবে দোয়া করি আপনার ফুল বাগানের ফুল গুলো এভাবেই থাকুক সারা জীবন।
বৌদি আপনার ছাদের ফুলবাগানের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ছাদের মধ্যে তো চমৎকার চমৎকার ফুলের গাছ লাগিয়েছেন। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক কষ্টের বিনিময়ে খুব সুন্দর ফুলের বাগানে করেছেন এখন তো ফুল ফুটেছে আপনার কষ্ট সার্থক হয়েছে দিদি।টিনটিন ঠিক বলছে আসলে ফুল ছিড়লে আমারও ভালো লাগে না ফুল গাছেই সুন্দর।ফুলের বাগানের ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আপনার পছন্দ আছে বলা যায় আপনি খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত ছাদ বাগানের ফুল গুলো শেয়ার করার জন্য।
ফুলগুলো দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল। আপনার ছাদের বাগানে লাগানো প্রতিটি ফুলই ভীষণ সুন্দর এবং প্রাণবন্ত। বিশেষ করে পেন্সি ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর সুন্দর ফুল গুলো দেখার সময় অবশ্যই দাদার হবে। বৌদি অনেক অনেক শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।
আশা করি বৌদি, ভালো আছেন? বৌদি আপনি তো দেখছি ছাদে ফুলের বাগান করে ফেলেছেন । অনেক রংবেরঙের চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি খুব ভালো লাগলো। ডালিয়া ফুলের গঠন নান্দনিকতা সত্যি অসাধারণ। আসলে ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এত কষ্ট করে ফুল বাগান করার পরে ফুল গুলো ফুটেছে দেখে নিশ্চয় অনেক ভালো লাগছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বৌদি আপনার ছাদ তো ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে।যেটা দেখে খুবই ভালো লাগলো।আসলে ফুল বাগান করতে আমার ও খুবই ভালো লাগে।জীবনে প্রিয় মানুষের সাপোর্টগুলি খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেকটি ফুলের ছবি দুর্দান্ত ছিল।ধন্যবাদ আপনাকে।