কাসুন্দি দিয়ে মজার কাঁচা আম মাখা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বাংলাদেশেতে এখন কাঁচা আমের সিজন চলছে।ফেসবুকে ঢুকলেই শুধু দেখা যায় সকলেই তাদের গাছে ধরে থাকা কাঁচা আমগুলো শেয়ার করছে।আর এই আমগুলো দেখেই ছোটবেলার আম কুড়ানোর সেই মধুর স্মৃতি গুলো মনে পড়ে যায়।একটু বাতাস হলেই আমরা চলে যেতাম আম গাছের নিচে।দারুণ এক মুহূর্ত যখন আমগুলো নিচে পড়তো।আর এই কাঁচা আমগুলো মাখিয়ে খেতে যে কত স্বাদ লাগতো তা আর বলে বোঝাতে পারবো না।আর এই আমের সাথে যদি আরও অ্যাড করা হয় কাসুন্দি তাহলে তো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা সেদিন শপে গিয়ে হাজব্যান্ড কাসুন্দি নিয়ে এসেছিল, সাথে ছিল কাঁচা আম।দেখে তো খুবই ভালো লেগেছে কারণ এখানে সচারাচর কাঁচা আমগুলো পাওয়া যায় না, কিন্তু পাকা আমগুলো বারো মাস পাওয়া যায়।লন্ডনে বসেও বাংলাদেশের মতো কাঁচা আম যদি কাসুন্দি দিয়ে মাখিয়ে খাওয়া যায় তাহলে তো কতটা আনন্দের ব্যাপার তাতো বুঝতেই পারছেন।হ্যাঁ বন্ধুরা গতকাল ছিল হাজব্যান্ডের অফ ডে, কোন রেস্টুরেন্ট ছিল না তাই দুপুরবেলায় খুবই মজা করে বানিয়ে ফেললাম কাসুন্দি দিয়ে মজাদার আম মাখা। হাজব্যান্ডও এভাবে আম মাখা খেতে খুবই পছন্দ করে। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
Posted using SteemPro Mobile
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
উপকরণ | পরিমাণ |
---|---|
কাঁচা আম | দুটি |
কাঁচা মরিচ | ২ টি |
ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
কাসুন্দি | ২ টেবিল চামচ |
লবন | স্বাদমতো |
কার্যপদ্ধতিঃ
আম দুটি ধুয়ে নিয়েছি।
এরপর ছুলে এভাবে ঝুরিঝুরি করে কেটে নিয়েছি।
এরপর কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি।
এরপর কাসুন্দি ও লবণ অ্যাড করেছি।
এরপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
পরিবেশনের জন্য রেডি।খুবই মজার ছিল কাসুন্দি দিয়ে আম মাখার রেসিপিটি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

কাসুন্দি দিয়ে মজার কাঁচা আম মাখা রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।কাসুন্দির গাঁজনগন্ধ ও টকমিষ্টি স্বাদ কাঁচা আমের সাথে দারুণ যায়! কাঁচা আমে ভিটামিন সি আর কাসুন্দিতে প্রোবায়োটিক থাকে—হজমের জন্য দারুণ কম্বো!আমার দাদুও এই রেসিপি বানাতেন, কিন্তু তিনি লাল মরিচের ফ্লেক্স যোগ করতেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে।
একেবারে মুখরোচক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। কাঁচা আম মাখা আমার ভীষণ পছন্দ। কাসুন্দি দিয়ে কাঁচা আম মেখে আমাদের বাসায়ও খাওয়া হয়। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা করে খেতে এই গরমের সময় সত্যি ই দারুন লাগে আপু।আমার তো দেখেই লোভ লেগে গেলো।বিদেশে বসে দেশীয় কাঁচা আমের কাসুন্দি মাখানো ঝাঁঝ সত্যি ই দারুন।ভাইয়ার ও এই রেসিপিটি পছন্দ জেনে ভালো লাগলো। আশাকরি খুব মজা করেই খেয়েছিলেন।ধন্যবাদ জানাচ্ছি দারুন সুস্বাদু এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।