স্বরচিত অনুভূতিমূলক কবিতা || নিঃস্ব একটা অবুঝ মন
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে লিখা আজকের কবিতা। যেখানে বিরহের অনুভূতি কিছুটা ফুটে তোলার চেষ্টা করেছি। আশা করি কবিতা পড়তে আপনাদের ভাল লাগবে। আর সব সময় একটা কথা বলে থাকি তা হচ্ছে বিরহের অনুভূতি কখনো ছন্দ মানে না, মানে না কবিতার ধরা বাধা। প্রকাশ করতে চাই জমে থাকা মনের কষ্টগুলো স্বাধীনভাবে। ঠিক তেমনি স্বাধীন মুক্ত মনে লিখা আজকের কবিতার প্রতিটা লাইন। চলুন আবৃত্তি করি। |
---|
কবিতা
নিভে গেল নীরবে।
হতাশায়ে পতিত হলো জীবন
নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।
থেমে গেল আবারও প্রাণ চঞ্চল
তোমার চলে যাওয়ার অজুহাতে।
আবারো আসক্ত হলাম পূর্ব নেশায়
পতিত হলাম গভীর অন্ধকারে।
অন্ধকার জগতে পা বাড়ালাম
এক নিমিষে।
বাচার স্বপ্নগুলো যেন বেঁচে থেকেও
গেল মোরে।
এভাবে হয়না জীবন কাটেনা প্রহর
মিলে না সুখের দেখা।
সঙ্গী থেকেও সঙ্গী হীন জীবন
হয়ে থাকতে হয় বড় একা।
নিরবে ক্ষতি হয়ে যায় এই হৃদয়ের
ক্ষত বক্ষ নিয়ে চলাচল।
কখন জানি বাজপাখির মত চক্ষু দুটি
দূর দিগন্তে চেয়ে থাকে হয়ে সুশীতল।
গন্তব্যহীন এক হৃদয় স্বপ্ন দেখে বাঁচার
বনের পাখি কখনো মূল্যায়ন করে না খাঁচার।
মুক্তমনের উড়তে চায় মন
বাসা বাঁধতে চাই যেখানে পাই বন।
যদি না পাশে থাকে আপনজন
বাসা বেধে কি করবে তখন।
ঠিক তেমনি আজ নিঃস্ব হয়ে এই মনটা
ঘুরেফিরে কেঁদে যায় সারাক্ষণ।
অশ্রু বিসর্জন দিয়ে দু নয়ন
শুধু ভাবতে থাকে মন
আর কি হবে তার সাথে দেখা
হবে মনের মিল বন্ধন।
নাকি এভাবেই থাকতে হবে সারা জীবন
কাটাতে হবে একা চাতক পাখির মতন।
সমা প্ত |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আপনার বিরহের অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।আমিও বাস্তবতা নিয়ে লিখতে পছন্দ করি।আসলে জমে থাকা কষ্টগুলো একমাত্র মন খুলে কবিতার মাধ্যমেই তুলে ধরা সম্ভব।ভালো লাগলো আপনার লেখা কবিতাটি পড়ে,ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Hi, @sumon09,
Thank you for your contribution to the Steem ecosystem.
- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.
ভালোবাসার ব্যর্থতা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আসলে ভালোবাসা আছে বলেই ব্যর্থতা ভুল বুঝাবুঝি আছে। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো যদি কাছে পাওয়া যেত তাহলে যুগ যুগ ধরে শিরি ফরহাদ লাইলি মজনু শাহজাহান মমতাজ একে অপরকে কাছে পেত আজ কিন্তু আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে।
বেশ ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।
আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সময় উপযোগী একটি কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়তেছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্য।
বেশ ভালো একটি টপিক নিয়ে আজকে সুন্দর একটি কবিতা শেয়ার করলেন আমাদের মাঝে। কবিতার লাইনগুলো পড়ে বেশ মুগ্ধ হয়ে গেলাম। নিঃস্ব একটা অবুঝ মন এই তা ঘিরে কবিতা টা লিখেছেন দেখে মনে হয় আরো বেশি ভালো লাগলো পড়তে। যাইহোক ভালো মানের একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
দারুন মন্তব্য করেছেন আপনি।