সৈয়দপুরের একটি জনপ্রিয় ফলের দোকান
পার্বতীপুর থেকে সৈয়দপুরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। পার্বতীপুরের কাছাকাছি যে কয়টি উন্নত শহর আছে তার মধ্যে সৈয়দপুর অন্যতম। সৈয়দপুরে অনেকগুলো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, বেশ কিছু গুরুত্বপূর্ণ কারখানা, ভালো চক্ষু হাসপাতাল, শপিং মল এবং আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। কয়েক সপ্তাহ আগে সৈয়দপুর গিয়েছিলাম। সৈয়দপুরের ফলের দোকানগুলো আমার কাছে বেশ ভাল লাগে। কারণ সৈয়দপুরের ফলের দোকানগুলো আকারে বেশ বড় হয় এবং দোকানদারের ব্যববার বেশ ভাল। এছাড়া ফলের দোকানগুলোর পরিবেশ আমার কাছে ভাল লাগে।
সৈয়দপুরের বেশ কয়েকটি ফলের দোকান বিখ্যাত। এর মধ্যে সৈয়দপুর পুলিশ সুপার কার্যালয়ের কাছে একটি ফলের দোকান আছে। সৈয়দপুর রেল স্টেশনের কাছেই এই দোকানটি অবস্থিত। এই ফলের দোকানের আশে পাশে আরো কিছু ফলের দোকান আছে। তবে এই দোকানের পরিধি অন্যান্য দোকানের তুলনায় বেশি এবং অনেক লোকজন এই দোকানে ফল কিনতে আসেন। দোকানের পরিবেশ বেশ ভাল। দোকানটি নিরিবিলি পরিবেশ অবস্থিত হওয়ায় এই দোকানে ফল কিনতে কোন প্রকার অসুবিধা হয়না।
বাংলাদেশে যে ফলগুলো বেশি জনপ্রিয় সেই ফলগুলো এই দোকানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আর দোকানদারের ব্যবহার আমার কাছে ভাল লেগেছে। যে কোন ব্যবসায় সফলতা লাভের অন্যতম উপায় হল ভাল ব্যবহার। আর এই দোকান মালিকের ব্যবহার ছিল ভাল। আমরা এই দোকান থেকে ডাব কিনেছিলাম। ভাতিজা @toufiq777 আমাদের ডাব ট্রিট দিয়েছিলেন। কিন্তু তিনি নিজে ডাবের পানি পান করেন নি। কারণ ফরমালিন যুক্ত এবং স্যাকারিন যুক্ত ফলের রস খেতে তিনি বেশি পছন্দ করেন। তিনি পেঁপে সহ আরো কিছু ফল কিনেছিলেন জুস তৈরি করার জন্য। তিনি এই দোকানের ফল দিয়ে অনেক সুস্বাদু জুস তৈরি করেছিলেন এবং বেশ ভালো রিভিউ দিয়েছেন।
আমি দুইবার এই দোকানের ডাবের পানি পান করেছি। ডাবের পানি মিষ্টি ছিল। এই বিখ্যাত দোকানটি সৈয়দপুর ১ নম্বর রেল ঘুমটির মোড়ে বা পুলিশ সুপারের কার্যালয়ের পিছন দিকে অবস্থিত। আমার কাছে এই দোকানটি বেশ ভালো লেগেছে তাই এই দোকানের ছবি এবং এই দোকানের রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দেশে বেশিরভাগ ফলের দোকানগুলোর কোন নাম থাকেনা।দোকানে কোন সাইনবোর্ড দেখিনি। তাই এই দোকানের কোন নাম নেই। আমি পোস্টের নিচে এই দোকানের গুগল ম্যাপ লোকেশন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই দোকানটি আপনাদের কাছেও ভাল লাগবে। কখনো সৈয়দপুর শহরে গেলে এই দোকান থেকে ফল কিনতে পারেন। ধন্যবাদ সবাইকে।
Camera Device | Samsung S21 Ultra |
---|---|
Location | QVMV+7XH Saidpur |
প্রথমের ফল গুলো অনেক লোভনীয় ছিলো বস। খুবই দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। সেই সাথে দারুণ ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। ধন্যবাদ
ধন্যবাদ শামিম
Upvoted! Thank you for supporting witness @jswit.
সৈয়দপুর আমি আপনার ভাতিজার সাথে বেশ কয়েকবার ঘুরতে গিয়েছিলাম ফলের দোকান থেকে ফল কিনেছি। বেশ বড় বড় দোকান এবং অনেক ভালো মানের ফল পাওয়া যায়। আপনার ভাতিজা ফল কেনার চেয়ে দর্শন বেশি দেয় ভাই।
ধন্যবাদ
সৈয়দপুর শহর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও বিখ্যাত একটি শহর।এই শহরের ফলের দোকান নিয়ে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপনার ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
সৈয়দপুর শহরে ফলের দোকান সম্পর্কে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। এই ফলের দোকানটি রেল ঘুনটিতে অবস্থিত। কয়েকদিন আগে এই দোকান থেকে আমি পেয়ারা কিনে এনেছি। এই দোকানের পাশেই শরবতের এবং টক দইয়ের দোকান রয়েছে। যেখান থেকে মাঝে মাঝে টক দই এবং শরবত খাওয়া হয়। সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই ফটোগ্রাফি দারুন হয়েছে অসংখ্য ধন্যবাদ।
ঐ দোকানের শরবত বেশ ভাল। ধন্যবাদ।
Tweet
https://twitter.com/sohan74077/status/1679211655950123008
ফলের দোকান নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন ভাই। এক দোকানে এতো সব আইটেম এর ফল সহজে দেখা যায় না। পেপেগুলো দেখে মনে হচ্ছে গাছপাকা পেপে।
ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে
মাল্টার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেক এলাকায় এমন কিছু দোকান থাকে। পার্বতীপুর শহরেও এমন অনেক ফলের দোকান রয়েছে। আপনি বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি সহকারে পোস্টটি শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু
ফলের দোকান সম্বন্ধে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া। টাটকা ফলমূল খেতে আমার বেশ ভালই লাগে। ডাবের পানি আমাকেও বেশ ভালোই লাগে আমি মাঝে মাঝে খেয়ে থাকি। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই।ফল গুলো শরীরের জন্য উপকার। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই। ফল মুল গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই