বাংলাদেশের জাতীয় পাখি "দোয়েল"

in Steem For Traditionlast year (edited)

20230513_115134.jpg

বাংলাদেশী ঐতিহ্যের প্রতীক হিসেবে দোয়েল পাখি অনেক তাৎপর্যপূর্ণ। ছোটবেলায় পাঠ্যপুস্তকে অনেকবার পড়েছি যে, বাংলাদেশের জাতীয় পাখি "দোয়েল"। সাদা-কালো এই পাখিটি আমাদের অতি পরিচিত। পাঠ্যবই ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই টাকার কাগজের নোটেও দোয়েল পাখির ছবি দেখা যায়।


দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি হওয়ার কারণ


বাংলাদেশের শহর এবং গ্রামে দোয়েল পাখির অবাধ বিচরণ লক্ষ্য করা যেত। বাংলার প্রকৃতির সাথে দোয়েল পাখির অদ্ভুত মিল রয়েছে। পাখিটির চমৎকার গানের গলা এবং মধুর সুরে পরিবেশ মুখরিত থাকত। এ পাখিটির অস্তিত্ব গ্রামের নির্জন পরিবেশে লক্ষ্য করা যায়। আবার, পাখিটি শহরের কোলাহলপূর্ণ পরিবেশেও টিকে থাকতে পারে।

20220110_170159.jpg

20230513_115130.jpg

20230513_115101.jpg

আমাদের দেশে এমন পাখি খুব কম আছে যা শহরে এবং গ্রামের গহীন বনেও টিকে থাকতে পারে। যে পাখি বনে বাস করে, সে পাখি আবার শহরে বাস করতে পারে না। কিন্তু দোয়েল পাখির ক্ষেত্রে এটি ব্যাতিক্রম। মাত্র ৪০ গ্রাম ওজনের সুন্দর এই পাখিটি তাই দেশের সর্বত্র পাওয়া যায়। গ্রামের কৃষকদের উপকারেও দোয়েল পাখির কোন তুলনা হয় না। এরা পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে। দোয়েল পাখির এতসব গুণ এবং দেশের সর্বত্র পাওয়া যায় বলে দোয়েল পাখিকে বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে মনোনীত করা হয়।

20220110_170239.jpg

20220110_170231.jpg

20220110_170223.jpg


বর্তমানে প্রকৃতিতে নয়, শুধুমাত্র পাঠ্যপুস্তক এবং কাগজের নোটেই প্রায় সীমাবদ্ধ আছে দোয়েল পাখি


আমি সময় পেলেই বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরতে যাই। অনেক ধরণের পাখি চোখে পড়লেও দোয়েল পাখি খুব একটা দেখা যায়না। ছোটবেলায় প্রায়ই দোয়েল পাখি দেখতাম। এখন প্রকৃতিতে দোয়েল পাখির দেখা পাওয়া বিরল ঘটনা। আমি মোবাইলে ছবি তুলতে পারব এরকম দূরত্বে কোন পাখি অবস্থান করলে সেটার ছবি তোলার চেষ্টা করি। কিন্তু গত কয়েক বছরে আমি দোয়েল পাখি দেখেছিলাম দুই থেকে তিনবার, তাও অল্প কিছু সময়ের জন্য। আমি মাঝে মাঝেই চিন্তা করতাম যে, দোয়েল পাখি এখন সেরকম একটা দেখা যায় না কেন? পরে কয়েকটি নিউজ ব্লগের মাধ্যমে জানতে পারলাম যে, দোয়েল পাখি এখন বিলুপ্তির পথে। অবশ্য, এর জন্য মানবসৃষ্ট কিছু কারণ দায়ী।

20211218_142653.jpg

20211218_142642.jpg

দোয়েল পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খায়। কিন্তু ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে চিরচেনা এই পাখিটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া বন ধ্বংস, পাখি শিকারের ফাঁদ ইত্যাদি কারণ তো রয়েছেই। এক সময় আমাদের বাগানে কিংবা বাড়ির আঙিনায় সাদা-কালো ছোট্ট পাখিটির মিষ্টি সুর আমাদের মুগ্ধ করত, পরিবেশ বিপর্যয় কিংবা মানবসৃষ্ট কারণে সেই পাখিটি আজ হারিয়ে যেতে বসেছে। এখন দোয়েল পাখির দেখা মেলে না বললেই চলে। হয়তো আমাদের নতুন প্রজন্ম শুধু বইয়ে কিংবা কাগজের টাকায় এই পাখিটি দেখতে পাবে কিন্তু বাস্তবে এই সুন্দর পাখিটিকে দেখার সৌভাগ্য নাও হতে পারে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কাজ করতে হবে। দোয়েলসহ অন্যান্য দেশীয় প্রজাতির পাখিরা যাতে হারিয়ে না যায় সে লক্ষ্যে কাজ করতে হবে।

20220110_170216.jpg

DeviceSamsung S21 Ultra

Sort:  
 last year 

দোয়েল পাখি নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার পোষ্টের মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই দোয়েল আমাদের জাতীয় পাখি। এক সময়ে এই দোয়েল পাখি অনেক দেখা যেত। তবে বর্তমানে আর দেখা যায় না তেমন।দোয়েল পাখি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

প্রথমেই যে বিষয়টি আপনার ছবি দেখে আমার মাথা আসে সেটা হল আপনার ছবি তোলার এক্সপেরিয়েন্স অসাধারণ। জাতীয় পাখির ছবি সুন্দর হয়েছে ভাই। আপনি অনেক সুন্দর লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 last year 

অসাধারণ ফটোগ্রাফি বস। সেই ছবি তুলেছেন দোয়েল পাখির। আর আমাদের জাতীয় পাখি সম্পর্কে দারুণ সব তথ্য শেয়ার করেছেন। ধন্যবাদ

 last year 

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। সাদাকালো মিশ্রিত পাখিটি আমাদের অতি প্রিয়। আপনি দোয়েল পাখি সম্পর্কে জানাও অজানা অনেক তথ্য শেয়ার করেছেন ভাই। দোয়েল পাখি সব পরিবেশেই টিকে থাকতে পারে। আপনার পোস্টটি অনেক ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জাতীয় পাখি দোয়েল নিয়ে সুন্দর আলোচনা করেছেন ভাইয়া। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। জাতীয় পাখি নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া।দোয়েল পাখি নিয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আমাদের জাতীয় পাখি নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা বিষয় তুলে ধরবার জন্য।

 last year 

বারাবরের মতই চমৎকার কিছু ফটোগ্রাফি সহ অসাধারণ একটি বিষয়বস্তু নিয়ে একটা সুন্দর উপস্থাপনা দেখলাম। আমাদের জাতীয় পাখি দোয়েলকে কেন বানানো হয়েছে সেটির ব্যাখ্যা শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63166.66
ETH 2575.67
USDT 1.00
SBD 2.77