ড্রিমvsএভ্রিওয়ান||পর্ব-১(ওয়েব সিরিজ)

in আমার বাংলা ব্লগ6 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ওয়েবসিরিজ এর রিভিউ


[সোর্স](স্ক্রিনশট ফ্রম youtube)

অনেকদিন মুভি সিরিজ থেকে দূরে আছি। সম্প্রতী রিলিজ পাওয়া মুভি বা সিরিজ কেন জানি টানতে পারছে না। তবে আশায় ছিলাম শীঘ্রই ভাল কোন ওয়েব সিরিজ বা মুভি শীঘ্রই পেয়ে যাব। আজ ফেসবুক রিলস এ হঠাৎ একটি ক্লিপ দেখলাম। দেখে অনেক ভাল লাগল,কমেন্ট সেকশন থেকে সিরিজ টির নাম দেখে নিয়ে ইউটিউবে সার্চ দিলাম।সার্চ দিতেই পেয়ে গেলাম সিরিজটি।
চলুন কেমন লাগল সিরিজটি সেটা এবং সিরিজ সম্পর্কে আমার মতামত জানাই।

সংক্ষিপ্ত বর্ণনা:

সিরিজের নামDream vs Everyone
পর্বপাচটি
অভিনয়েপরমবীর চিমা,অম্বরিশ বর্মা,নবীন কস্তুরিয়া,বিজয়ন্তী কোহলি
প্ল্যাটফর্মইউটিউব
প্রযোজনায়Tvf
Imdb9.6
ব্যক্তিগত রেটিং১০/১০
ভাষাহিন্দি
রিলিজ ডেট১২/০১/২০২৪


[সোর্স](স্ক্রিনশট ফ্রম youtube)

সংক্ষিপ্ত প্লট

প্রথমেই বলে নেই সিরিজের প্রধান দুইজন চরিত্র প্রশান্ত আর জিমি কে নিয়ে। তাইলে বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রশান্ত আর জিমি। প্রশান্ত এবং জিমি দুজনেই ফ্ল্যাট বেচাকেনার এজেন্ট হিসেবে কাজ করে। তবে প্রশান্ত একটি কোম্পানির আন্ডারে কাজ করে এবং জিমি ফ্রি এজেন্ট। তবে প্রশান্ত আর জিমি দুজন দুই মেরুর মানুষ।প্রশান্ত সহজ সরল মানুষ,আর জিমি ধুর্ত।

প্রশান্তের জীবনের স্বপ্ন সে একজন বড় অভিনেতা হবে,এজন্য সে দিনের বেলা চাকুরি করে আর রাতের বেলা থিয়েটার এ অভিনয় করে। সে অনেক ভাল অভিনেতা,একটি ফিল্মে চান্স ও পেয়ে গেছিল।কিন্তু ফিল্ম চলাকালীন তার মা ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে ফলে তাকে ফিল্ম ছেড়ে চলে আসতে হয়। এরপর থেকে মায়ের ক্যান্সার এর চিকিৎসা, বাড়ির খরচ সব দায়িত্ব এসে পড়ে তার উপর। তাই সে জব করে পাশাপাশি তার স্বপ্নের অভিনয়। সামনেই সে বিশাল একটি সুযোগ তার সামনে।সে অনেক নামি একটা নাটকের প্রধান চরিত্র হিসেবে সিলেক্ট হয়। কিন্তু তার চাকুরী আর রিহার্সেল এর সময়ের ব্যালেন্স হচ্ছিল না।ফলে নাটক কোম্পানী নতুন একজন কে বিবেচনা করছে। তবে প্রশান্তও চেষ্টা করে যাচ্ছে সব গুছিয়ে আনার।


[সোর্স](স্ক্রিনশট ফ্রম youtube)

এবার আসি জিমির কথায়। জিমির টাকার অভাব নেই৷ তার সেলস এর স্কিল মারাত্মক। সে জানে কিভাবে কোন কিছু বেচতে হয়। তাই তার টাকার অভাব নেই। তার সমস্যা একটাই বদলা।জিমির মামা অনেক বড়লোক।একবার সেই মামার মেয়ের বিয়ে থেকে ফেরার সময় জিমির বাবা অসুস্থ হয়ে পড়ে,তখন উনার সাথে ছিল জিমির ছোট ভাই। ছোট ভাই তার মামাকে বলে তোমার ড্রাইভার কে বলো আমাদের একটু এগিয়ে দিয়ে আসতে বলো। কিন্তু অসুস্থ মানুষ বমি করলে গাড়ি নষ্ট হবে,তাই তার মামা গাড়ি দেয়না। এর ফলে বাধ্য হয়ে তারা স্কুটারে বাড়ি ফিরতে যায়।
কিন্তু পথিমধ্যে দুর্ঘটনায় জিমির ছোট ভাই মারা যায়। এই শোকে জিমির মা মারা যায়। সেই থেকে জিমি তার মামাকেই দায়ি করতে থাকে। আর এজন্য সে প্রচুর টাকা ইনকাম করে বড়লোক হতে চায়। এরপর মামাকে দেখিয়ে দিতে চায়। কিন্তু তার মামা বার বার তাকে বিপদে ফেলে।


[সোর্স](স্ক্রিনশট ফ্রম youtube)

এই দুইজনের দুইটি স্বপ্ন নিয়েই সিরিজটি। হবে কি পূরণ দুজনের স্বপ্ন? সকল বাধা কাটিয়ে কি সফল হতে পারবে তারা?

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগত মতামত হচ্ছে মাস্ট ওয়াচ একটি সিরিজ। সিরিজটি আমি এতদিন দেখি নি কেন, এজন্য আফসোস হচ্ছিল। রোলার কোস্টার রাইড এর মত মনে হচ্ছিল। কখনো হার, কখনো জিত। দুজনের জীবনের উত্থান পতন।অনেক উপভোগ করেছি পুরো সময়টা। সিরিজটি ছয়ঘন্টার প্রায়। এই ছয়ঘন্টা কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারি নি। আপনারা সময় পেলে দেখে নিতে পারেন।

ট্রেইলার

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57800.38
ETH 3127.30
USDT 1.00
SBD 2.40