দ্যা কিলার অব ফ্লাওয়ার মুন||মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করব একটি মুভির রিভিউ।


[সোর্স](স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার)

মুভির নামদ্যা কিলার অব ফ্লাওয়ার মুন
জনরাক্রাইম থ্রিলার
ভাষাইংরেজী
কুশিলবলিওনার্দো ডি ক্যাপ্রিও,রবার্ট ডি নিরো,লিলি গ্ল্যাড স্টোন,জেসি প্লিমোনস
রিলিজ ডেট২৩/১০/২০২৩
ডিরেক্টরমার্টিন স্কোরসেস

কিছুদিন থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম,স্টুডেন্টদের পরীক্ষা। আজ থেকে প্রায় সবারই পরীক্ষা শেষ। তাই আজ হাতে বেশ খানিকটা ফাকা সময় ছিল।আর এই ফাকা সময় সেলিব্রেট করার জন্য ভাবলাম মুভি দেখা যাক৷ আমার থ্রিলার জনরা অনেক পছন্দের তাই ওয়েবসাইটে ঢুকেই আগে থ্রিলার এ সার্চ দিই।আজও তাই করেছি,তখন এই ফিল্মটি চলে আসে। লিওনার্ডো ডিক্যাপ্রিও মেইন ক্যারেক্টার তাই নামিয়ে দেখা শুরু করলাম মুভিটি। চলুন শেয়ার করি কেমন মুভিটি।

সংক্ষিপ্ত প্লট

মুভির ঘটনা সংঘটিত হয় আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যে।মুভির টাইমলাইন অনেক আগের। ওকলাহোমা তে ওসাগি নামক একটি উপজাতি বাস করত। মুভির প্রথমেই আমরা দেখতে পাই ওসিজ জনগোষ্ঠীর লোকজন তামাক খাওয়ার পাইপ দিয়ে নিজেদের একটি অনুষ্ঠান করছে,পরে সেই পাইপটি মাটিতে পুতে ফেলা হয়। পরে আমরা জানতে পারি এটা তারা ফসল যাতে ভাল হয় সেজন্য পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য করেছে।


[সোর্স](স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার)

এরপর হঠাৎ একদিন তাদের এলাকায় খনিজ তেল পাওয়া যেতে থাকে। আর আপনারা তো জানেনই তেল মানেই কালো সোনা। ফলে অল্প সময়ের মাঝেই এই ওসিজ ট্রাইবের লোকজন ধনী হয়ে ওঠে। সেখানকার নিরাপত্তা ও নিয়ন্ত্রনের জন্য আমেরিকান সরকার থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়।তার নাম কিং। তার ছেলে ব্যারন ও তার সাথে সেখানে কাজ করত। কিং এক পর্যায়ে তার ভাইয়ের ছেলে,লিওনার্দো ডি ক্যাপ্রিওকেও ডেকে নেয় সেখানে।লিওর ক্যারেক্টার এর নাম আর্নেস্ট।সে প্রথম বিশ্বযুদ্ধের একজন সাবেক যোদ্ধা।


[সোর্স](স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার)

আর্নেস্ট কে তার কাকা একটি বড়লোক ওসিজ ট্রাইবের মেয়ের ড্রাইভার এর চাকুরি দেয়।মেয়েটির নাম মলি। আর আর্নেস্ট এর ব্রেইন ওয়াশ করতে থাকে যাতে সে সেই মেয়েটিকে নিজের প্রেমে ফেলে।কারন মেয়েটির পরিবারের প্রচুর টাকা পয়সা রয়েছে। আর্নেস্ট আস্তে আস্তে সফল হয়। কিছুদিনের মাঝেই আর্নেস্ট আর মলির বিয়ে হয়। কিন্তু এরপর যেনো মলির পরিবারে মরক লাগে। একের পর এক মলির আত্মীয়স্বজন মারা যেতে থাকে। তখন মলি একজন ডিটেকটিভ ভাড়া করে,কিন্তু সেই ডিটেকটিভ কেও কে বা কারা হত্যা করে।

[সোর্স](স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার)

একপর্যায়ে মলি তার সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট এর সাথে দেখা করে। প্রেসিডেন্ট আশ্বাস দেন তিনি কিছু চৌকস গোয়েন্দা পাঠাবেন,এবং পাঠান ও। এই গোয়েন্দারা আসল অপরাধীকে ধরে ফেলে। আসল অপরাধী কে আর তার উদ্দেশ্যই বা কি ছিল জানলে অবাক হয়ে যাবেন।তাই দেখে ফেলুন মুভিটি।


[সোর্স](স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার)

ব্যক্তিগত মতামত

মুভিটি যথেস্ট ভাল। সবার অভিনয় তারিফযোগ্য। বিশেষ করে লিওনার্ডো ডি ক্যাপ্রিও বরাবরের মতই অনবদ্য। সেই সাথে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজক মুভিটিকে অনেক থ্রিলিং বানিয়েছে। ছবিতে আপত্তিকর দৃশ্য নেই বললেই চলে।তবে দুই একটা দৃশ্য একটু আনকমফোর্টেবল মনে হয়েছে,তাই পরিবার নিয়ে বসার আগে সাবধান। ছবির সব থেকে যে পয়েন্টটা আমার খারাপ লেগেছে তা হল রান টাইম। দীর্ঘ ৩ ঘন্টা ২৮মিনিট এই মুভির রান টাইম। তাই বেশ স্লো লেগেছে।যাদের এই জনরা দেখে অভ্যাস নেই তার বোর ফিল করতে পারেন।আমার কাছে এটা বাদ দিয়ে সব কিছুই আমার বেশ ভাল লেগেছে। ও হ্যা ভাল কথা,এটি বাস্তব ঘটনার উপর বানানো একটি মুভি। মুভিটিকে আমি ১০ এ ৬ দেব।

ট্রেইলার

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ক্রাইম থ্রিলার মুভি গুলো দেখতে অনেক মজা। পুরোটা সিনেমা জুড়ে একশনের সমারহ থাকে সিনেমার মধ্যে। যদিও এই মুভিটি এখন আমার দেখা হয়নি। তবে আপনার দেয়া রিভিউ টি পড়ে দেখার প্রতি আগ্রহ জাগলো। সময় পেলে অবশ্যই দেখে নিব।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাইয়া মুভিতে কিন্তু মোটেই অ্যাকশন নেই,ধুন্দুমার একশন এর চিন্তা করে দেখতে গেলে কিন্তু হতাশ হবেন।দেখে নিয়েন,ধৈর্য ধরে দেখতে পারলে মজা পাবেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক সুন্দর একটি মুভি রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুভিটির রিভিউ পড়ে আমার খুবই ভালো লাগলো। তবে এ ধরনের মুভি গুলো কখনোই দেখা হয় না আমার। আপনার মুভি রিভিউটি পড়ে মুভিটি দেখতে খুব ইচ্ছে করছে। সময় পেলে অবশ্যই মুভিটি একবার হলেও দেখবো। দারুন একটি মুভির রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

সময় ও ধৈর্য নিয়ে বসবেন,মুভি কিন্তু অনেক বড়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60