শিক্ষাব্যবস্থার সেকাল একাল-. পর্ব১
বর্তমানে ফেসবুকে সব থেকে বহুল চর্চিত বিষয় সম্ভবত বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আপনারা অনেকেই হয়ত জানেন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি বিশাল পরিবর্তন নিয়ে আসা হয়েছে সম্প্রতি। আর সেই শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারার একটু বাইরে। পরীক্ষাপদ্ধতিও গতানুগতিক ধারার বেশ বাইরের তাই সারা দেশের মানুষের মাঝে গেল গেল রব উঠে গেছে।
বিষয়টা নিয়ে কথা বলছি কারন একইসাথে আমি একজন ছাত্র আবার একজন শিক্ষক তাই আমার পয়েন্ট অফ ভিউ টা সবার সামনে তুলে ধরা উচিত বলে মনে করি। এতে যারা অন্তত বিষয়টা জানে না তারা সচেতন হবে অথবা যারা সম্পূর্ণ বিষয়টি দেখতে পারছেন না তাদের কাছে সমগ্র চিত্রটি পরিষ্কার হবে।আমি আবারো বলছি এগুলো সম্পূর্ণ আমার নিজের চিন্তা ভাবনা। আপনার সাথে আমার ভাবনা নাও মিলতে পারে,আপনি দ্বিমত হতেই পারেন তবে আপনি আপনার মতটি সুন্দর যুক্তির সাহায্যে ব্যাখ্যা করতে পারেন।
কিছুদিন আগে থেকে ফেসবুকে বাচ্চাদের রান্না করার কিছু ছবি ভাইরাল হয়। আর এই ছবি থেকেই শুরু হয় সমস্ত বিতর্কের।আমার কাছে মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়ায় আমার বাংলা ব্লগের রুলস এন্ড রেগুলেশন এর মত কিছু রুল আর রেগুলেশন চালু করা হোক এবং আমার বাংলা ব্লগে যেমন এগুলো কঠোর ভাবে মানা হয় তেমনি সেখানেও যেন এই নিয়ম গুলো কঠোর ভাবে মানা হয় সেই ব্যবস্থা করা হোক।
যখন থেকে রান্নার ছবি বা ভিডিও ভাইরাল হল তখন প্রায় সমগ্র জাতি ঝাপিয়ে পড়ল শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে।শিক্ষা ব্যবস্থা রসাতলে গেল,বাচ্চারা এখন পড়াশোনা না শিখে রান্না শিখবে।কি হবে রান্না শিখে? এটা গেল প্রথম ধাপ এরপর দ্বিতীয় ধাপ শুরু হয় গত কয়েকদিন আগে।কিছু শিক্ষকদের দেখা যাচ্ছে ছড়ার তালে তালে নাচতে। এটা আগুনে আরো বেশি ঘি ঢেলে দেয়।
এখন মূল কথায় আসি,আমি ছাত্র থাকা অবস্থাতেই তিনটি শিক্ষাব্যবস্থাই (শিক্ষাপদ্ধতিই দেখেছি)।প্রথমে যখন ক্লাস ফাইভে ছিলাম তখন সব কিছু ছিল মুখস্ত নির্ভর। বইয়ের অনুশীলনীতে প্রশ্ন থাকত সেই প্রশ্নই হুবহু পরীক্ষায় আসত। যে যত ভাল মুখস্ত করতে পারত সে তত ভাল ছাত্র। এরপর যখন ক্লাস সিক্সে উঠি তখন সৃজনশীল শিক্ষাপদ্ধতি প্রণয়ন করা হয়।প্রথমে প্রচুর বিরোধীতার মুখে পড়ে এই শিক্ষাপদ্ধতি।
কারন প্রচার করা হচ্ছিল এই পদ্ধতিতে নাকি সবাই বই দেখে লিখবে,গল্প লিখে দিলেই নাকি পাশ। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এত উন্নত ছিল না তাই এত বেশি পরিমান অবাস্তব গুজব ছড়ায় নি। এখন ছাত্র হিসেবে বলি ছাত্র হিসেবে আমার সৃজনশীল শিক্ষাব্যবস্থা অনেক যুগোপযোগী লেগেছিল। আমি বরাবরই মুখস্ত শিক্ষার বিপক্ষে ছিলাম।কারন শিক্ষার মূল উদ্দেশ্য হল বাস্তব জীবনে সেই শিক্ষা কাজে লাগিয়ে দেশ ও দশের উন্নতি করা।
কিন্তু মুখস্ত শিক্ষা ব্যবস্থায় সেটা সম্ভব ছিল না। এক গৎবাধা জিনিস মুখস্ত করে মস্তিষ্ক ভরিয়ে রাখা যার অধিকাংশের কোন দরকারই ছিল না। সেই দিক থেকে সৃজনশীল শিক্ষাপদ্ধতি কিছুটা উন্নত। কারন এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের ব্রেইনটাকে কাজে লাগাতে হত যে বিষয় পড়ছে তার সারমর্ম,তা উদ্দেশ্য বুঝতে হত।সেই জিনিসের ভাল দিক খারাপ দিক জানা লাগত।বাস্তব জীবনে এই পদ্ধতির প্রয়োগ কি যদি জানতে চান তবে বলব আমাদের সমাজের সমস্যা গুলো কিন্তু ধ্রুব নয়।সমস্যা গুলো নানা রূপে আসে,নতুন নতুন সমস্যা সমাধানের জন্য নতুন আইডিয়া দরকার। আর কেউ সৃজনশীল না হলে তাদের দারা সমস্যার মোকাবিলা সম্ভব না।
এই বিষয়টি আমি খেয়াল করি সামরিক বাহিনীর পরীক্ষা দিতে গিয়ে। সেখানে মুখস্ত বিষয়গুলো আমার কাজেই লাগে নি প্রায়।ওরা যে টেস্ট গুলো দিত সেগুলো বুদ্ধি খাটিয়ে নিজের মত সমাধান করা লাগত। তখন বুঝতে পারি এই পদ্ধতি আমার কতটা উপকার করেছে। এছাড়া আরেকটা ক্ষেত্রে এই পদ্ধতি আমার উপকার করেছে,সেটা হল আমার লেখালেখির ক্ষমতা বাড়িয়েছে। আমি জানিনা আমি ভাল লেখি নাকি জঘন্য লিখি,কিন্তু যতটাই লিখি সেটা এই সৃজনশীল পদ্ধতির জন্য। অনেকে গাইড থেকে মুখস্ত করে পরীক্ষা পাশ করলেও আমি চাইতাম নিজের মত করে লিখতে। ফলাফল একটি বিষয় নিয়ে বলার জন্য মুখস্ত বলতে হয়না,নিজের মত করে বলা যায়।
আজকের পর্ব এপর্যন্তই। বাকি অংশ আগামী পর্বে। আপনার মতামত জানাতে ভুলবেন না।আপনার মতামত কে স্বাগত জানাই।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। |
---|
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্মানের শিক্ষাব্যবস্থা কতটুকু ফল্প্রসু তা আমার পক্ষে সম্ভব নয় । তবে মুখস্ত বিদ্যার বিপক্ষে আমি। সেক্ষেত্রে কোন ছাত্র বা ছাত্রীর সৃজনশীল চিন্তার মূল্যায়ন করা সম্ভব নয়। তবে আপনার লিখাটা পড়ে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ আপু।
এই তিনটি শিক্ষাপদ্ধতি আমিও পেয়েছি। তবে হ্যাঁ সৃজনশীল শিক্ষাব্যবস্থা অনেক বেশি ভালো ছিল। মুখস্থ বিদ্যার ক্ষেত্রে পরীক্ষার সময় হুবহু বইয়ের প্রশ্ন গুলোই লিখতে হত। তবে সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে যতই বই পড়া হোক না কেন হুবহু বই থেকে তেমন কিছু কমন পড়ে না পরীক্ষায়। এতে করে শিক্ষার্থীদের মেধা যাচাই টা ভালোভাবে হত। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক চলছে। হয়তোবা ভবিষ্যতে সৃজনশীল শিক্ষা পদ্ধতির মত এই শিক্ষা ব্যবস্থার ও ভালো ফলাফল হবে।
অনেক ভাল হবে আপু,এটা আমার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।