উন্নয়ন মেলা ভ্রমণ

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি৷ আজ আপনাদের সাথে শেয়ার করব উন্নয়ন মেলায় ঘোরাঘুরির কিছু অভিজ্ঞতা

আমরা বাংলাদেশের নাগরিক। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস বাংলাদেশ পাকিস্তান এর শাসন শোষনের হাত থেকে মুক্তি লাভ করে। সে সময়ে বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেন,"বাংলাদেশ তলাবিহীন একটি ঝুড়ি"।অর্থাৎ যত সাহায্যই দেওয়া হোক না কেন তা বাংলাদেশের জন্য পর্যাপ্ত হবে না।

যাই হোক দিন অনেক গড়িয়েছে,১৯৭১ থেকে আমরা ২০২৩ এ এসে পড়েছি।দেশ স্বাধীন হবার ৫২ বছর হয়ে গেছে। রাজনীতী অর্থনীতীর অনেক পালা বদল ঘটেছে। তবে কি এখনো বাংলাদেশ কে নিয়ে বলা হেনরি কিসিঞ্জারের উক্তিটি সত্য? উক্তিটি যে সত্য নয় তা বলার অপেক্ষা রাখে না।কারন কিছুদিন আগেই আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি৷

যাই হোক, যদিও মাথাপিছু আয় দিয়ে পুরো দেশের অবস্থা বিচার করা ঠিক না,তবু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে বর্তমান অবস্থায় আসতে আমাদের কম কাঠখড় পোড়াতে হয়নি। এনালগ যুগ থেকে দেশ চলে এসেছে ডিজিটাল যুগে। এর সবটাই সম্ভব রাষ্ট্রযন্ত্র ও জনগনের চেষ্টার ফলে। এখন আমি বলি আমার উন্নয়ন মেলা তে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা।

আজ দুপুরে একটি বিশেষ কাজে আমাদের উপজেলা চত্বরে যেতে হয়েছিল।কাজ শেষে ফেরার পথে উপজেলার পাশের ইদগাহ মাঠ দেখালাম বিভিন্ন স্টল দিয়ে সাজানো। দূর থেকে বুঝলাম কোন মেলা হয়তবা। সত্য বলতে আমি বৃক্ষ মেলাই ভেবেছিলাম।কেননা এই সময়ে আর কোন মেলা ই বা হতে পারে।
যাই হোক ঢোকার সময় দেখলাম তোরণে লেখা আছে স্থানীয় সরকার উন্নয়ন মেলা। এরপর ভিতরে গিয়ে দেখলাম আমাদের এলাকার সরকারি সব দপ্তর একটি করে স্টল নিয়েছে।

সেই স্টল গুলোতে তাদের প্রতিনিধিরা রয়েছেন। তারা সবার প্রশ্নের জবাব সুন্দর ভাবে দিচ্ছেন।সেই দপ্তরের কাজ সম্পর্কে সবাইকে ধারনা দিচ্ছেন।যেসব দপ্তর এর কাজ প্রজেক্ট ভিত্তিক তারা মাঠের মাঝে নানা ধরনের প্রজেক্ট এর ক্ষুদ্র সংস্করণ তৈরি করেছে। আমি বেশ ভালভাবে প্রত্যেকটি স্টলেই গিয়ে তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হচ্ছিলাম। তারাও সুন্দরভাবে বুঝিয়েছে। শুধু আমি নই পাশেই প্রাইমারি স্কুল থাকায় অনেক ছোট ছোট বাচ্চারাও হাজির হয়েছে। যদিও তাদের বেশি আগ্রহ ছিল তৈরি করে রাখা প্রজেক্ট গুলোর প্র‍তি।

যদিও আমি যখন গিয়েছিলাম তখন মেলা পুরোপুরি শুরু হয়নি। তাই অনেক স্টলই ফাকা ছিল,আর কিছু স্টল মাত্র গোছানো হচ্ছিল।যাই হোক আধাঘন্টা ধরে বিভিন্ন স্টলে ঘোরার পর স্থানীয় সরকার সম্পর্কে বেশ ভাল ধারনা অর্জন করেছিলাম।তবে মারাত্মক গরম হওয়ায় আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে বাড়ি চলে আসি।

আজকের পোস্ট এপর্যন্তই।সম্পুর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আবার হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

উন্নয়ন মেলা ভ্রমণ করতে গিয়ে বেশ সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন ভাইয়া। সত্যি বলতে গেলে আমি কখনো এরকম মেলাতে যায়নি। তাই আপনার আজকের পোস্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89