এলোমেলো আলোকচিত্র

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার তোলা কিছু আলোকচিত্র

অনেক দিন থেকে ফটোগ্রাফি পোস্ট করা হয়না। শুধু ফটোগ্রাফি কেন কোন পোস্টই ঠিকঠাক মত করতে পারছি না। পোস্ট করতে গেলেই ব্রেইন কেমন যেন ফাকা হয়ে যায়। কি লিখব তা ভেবেই পাই না৷ আবার ফটোগ্রাফিও করে ওঠা হয়নি। কিন্তু সেদিন নদীর পাড়ে ঘুরতে গিয়ে কিছু অসম্ভব সুন্দর ভিউ পেয়ে যাই। সেগুলোই ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি। আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব।

প্রথম ফটোগ্রাফ

শরতের বৈশিষ্ট্যই হচ্ছে নীল আকাশ তাতে পেজা তুলোর মত মেঘ৷ সেই সাথে নদীর পাড়ে খই এর মত ছড়ানো কাশফুল। এমন সময় নদীর পাড়ে গেলেই মন উদাশ হয়ে যায়৷ সদিনও ঠিক এমনই পরিবেশ ছিল। তাই ছবিটি ক্যাপচার করি।

দ্বিতীয় ফটোগ্রাফ

নদী ও নৌকা একে অপরের পরিপূরক।অতীতে নদীপথেই অধিকাংশ যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য চলত। আর নদী পথে চলতে নৌকার বিকল্প আর কি আছে? এই যে নৌকাটি দেখা যাচ্ছে এটি একটি ডিঙি নৌকা। এটি মাছ ধরছে।

তৃতীয় ফটোগ্রাফ


এগুলো শরৎকালের অন্যতম বৈশিষ্ট্যের মাঝে একটি। কাশফুল এর গাছ। আমাদের এলাকার স্থানীয় ভাষায় এগুলো কে কুশ বলে। এরা সাধারণত নদীর ধারে জন্মায়। একটি মজার তথ্য দেই কখনো যদি এই মহাশয়ের দেখা পান তবে এটিকে তুলে গোড়া টা ধুয়ে একটু চিবিয়ে দেখবেন,আখের মত মিষ্টি লাগবে।

চতুর্থ ফটোগ্রাফ

আমি যে নদীতে গিয়েছিলাম সেটি ছিল একটি খেয়া ঘাট। খেয়াঘাট তো আপনাদের জানা কথা, যেখানে নৌকা দিয়ে নদীর একপাশ থেকে অপর পাশে যাত্রী দের নিয়ে যাওয়া আশা করা হয়। আগে বৈঠা ব্যবহার করা হলেও বর্তমানে অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুইপাশে দড়ি টানানো আছে।এই দড়ি ধরেই নৌকা এই পাশ থেকে ঐপাশে নিয়ে যাওয়া হয়।

পঞ্চম ফটোগ্রাফ

নদীর পাড় থেকে ফিরতে ফিরতে প্রায় সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল। ফেরার সময় চোখে পড়ল এই সুন্দর দৃশ্য। বাকি সবার থেকে মাথা উচু করে দাঁড়িয়ে আছে এই দুইটি গাছ। দৃশ্যটি দেখে অনেক ভাল লেগেছে আমার তাই ক্যামেরা বন্দী করেছি।

ষষ্ঠ ফটোগ্রাফ

নদীর পাশে অনেক চাষের জমি,তবে মাটি গুলো বেলে মাটি হওয়ায় এগুলো তে খুব একটা ধান বা অন্য ফসল হয়না। তবে প্রচুর আখ চাষ হয়। নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে আখের জমি দেখতে নয়নাভিরাম ছিল।

সপ্তম ফটোগ্রাফ

আমার জন্ম নদীর পাশেই। তাই নদী দেখলে নামার লোভ সামলাইতে পারিনা। এখানেও তাই হয়েছে। আমার এই ছেলে মানুষি আমার ছোট ভাই পেছন থেকে ক্যাপচার করেছে।

আজকের ফটোগ্রাফি পোস্ট এপর্যন্তই।আশা করি ফটোগ্রাফ গুলো আপনার ভাল লাগবে।তারপরেও কেমন লাগবে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সম্পুর্ণ পোস্ট পড়ার জন্য।
ফটোগ্রাফারবৃত্ত,(দ্বীপ একটি)
ডিভাইসপোকো এক্স২
লোকেশনগোবিন্দগঞ্জ,গাইবান্ধা

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ভাল লাগল আপনার মন্তব্য পড়ে৷ ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

নদী দেখলে নেমে পড়া একেবারেই স্বাভাবিক একটা বিষয় আমাদের কাছে। শরৎ এর নীল আকাশ এবং মেঘ যেন একেবারে চিরচেনা দৃশ্য। আর এখন তো খেয়া ঘাট খুব একটা দেখাই যায় না। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক উৎসাহিত হলাম ভাইয়া ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ভাই। আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি সুন্দর হয়েছে। বিশেষ করে নীল আকাশ এবং নদীর পারে নৌকা। এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া নদীর পাড়ে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। দেখে ভীষণ ভালো লাগলো। নদীর পাড়ে জন্ম তাইতো ইচ্ছে হলেই নদীর পাড়ে সুন্দর মূহুর্ত কাটাতে পারেন।প্রতিটি মুহূর্তের অনুভূতি আর ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। আসলে এই জাতীয় গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। যেখানে নদীর দৃশ্য আকাশের দৃশ্য খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন। আর সব মিলিয়ে ছিল ভালোলাগা।

 last year 

অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে প্রতিটি ফটোগ্রাফির সুন্দর বর্ণনা উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে দুই নাম্বার ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 last year 

নদীর পাড়ে ঘুরতে গিয়ে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফির ক্যাপচার করেছেন ভাইয়া। নদীর আশেপাশের পরিবেশগুলো সব সময় অনেক মনোমুগ্ধকর হয়। আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে, ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63