সরস্বতী পুজার স্মৃতিচারণ পর্ব-১

in আমার বাংলা ব্লগ4 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি,আজ আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজার কিছু মুহুর্ত।

ছোট থেকে আমরা অন্য কোন পুজার সাথে রিলেট করতে পারি আর না পারি,সরস্বতী পুজার সাথে খুব ভালভাবে করতে পারি। কারন বুদ্ধির বয়স থেকে শুরু করে, জীবনের বাকি সময় বাকদেবির আরাধনা করতেই হয়। অনেকেই ভাবে ছাত্রজীবন শেষ তো দেবীর আরাধনা শেষ,বিষয়টা কিন্তু তা নয়। আমাদের জীবনকে বিশাল এক পাঠশালার সাথে তুলনা করা যেতে পারে৷ যেখানে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখেই চলেছি।তাই দেবীর আরাধনা সারজীবনের।

সরস্বতী পুজা সব ছাত্রছাত্রীদের কাছে আলাদা একটি আবেগ। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুজোর সাথে। যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম কাকা,দাদারা মিলে বাড়ির পাশের ফাকা জায়গায় তাবু খাটিয়ে প্যান্ডেল বানাতেন। তারপর নানা রকম থিমের ব্যবস্থা করা হত। পাছে আমাদের থিম অন্যরা চুরি করে, সেজন্য কড়া নজরদারি চালানো হত। অন্য প্যান্ডেলের কাউকে প্রবেশ করতে দেওয়া হত না। সারা রাত চলত সাজসজ্জা।

এরপর কিন্তু আরেকটা মজার ব্যাপার হত। যদি কাজটা অন্যায়,তারপরেও সেই সময় ওটাই ছিল মজা। দাদারা দুই দলে ভাগ হয়ে যেতো। আমরা ছোটরাও থাকতাম দুই দলে। একদলের কাজ হত ফুল চুরি করা,আরেক দলের কাজ ডাব চুরি। ফুল চুরি করা হত কারন অঞ্জলি তে ফুল দরকার,কিন্তু ভালভাবে চাইলে অনেকেই দিত না। তাই তাদের বাড়িতে ছোটখাট অপারেশন চালাতে হত। অবশ্য এটা অপরাধ হিসেবে ধরা হত না।

তবে দ্বিতীয় দলের কাজ টা ছিল ভয়াবহ ও মারাত্মক ধরনের৷ এই দল যেত ডাব চুরি করতে। পাড়ার ছেলেদের কাছে খোজ থাকতই কার গাছে কতটা ডাব রয়েছে। ফলে হাতসাফাই করতে খুব সময় লাগত না।তবে অনেক গাছওয়ালাও বেশ চালাক থাকত,কড়া পাহাড়া দিয়ে রাখত।ফলে মাঝে মাঝে যে অপারেশন ফেইল করে, দৌড়ানি খেতে হত না, এটা বলা যাবে না। তবে এগুলো তখন নিরামিষ মজা হিসেবেই দেখা হত। কারো গাছের ডাব চুরি গেলেও কেউ বেশি উচ্চবাচ্চ করত না। অন্তত আমাদের এলাকায় দেখি নি।

এরপর ভোরবেলা নাগাদ সাজানো গোছানো শেষ করে সবাই যার যার বাড়ি চলে যেত।স্নান করে অঞ্জলির জন্য প্রস্তুতি। এখানেই বাধত বিপত্তি।দুই তিন পাড়া মিলে পুজা হত ৮/১০টি। কিন্তু পুরোহিত মশায় থাকতেন দুই বা তিনজন। ফলে সেদিন তাদের প্রচুর চাহিদা। কারন লগ্ন পার হলে আবার সমস্যা।দেখা যেত একজন পুরোহিত মশায় কে নিয়ে দুই প্যান্ডেল এর লোক টানাটানি করছে।

আজকের পর্ব এপর্যন্তই। বাকি অংশ আগামী পর্বে। ধন্যবাদ সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য।ভুল ত্রুটি মার্জনীয়।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66120.88
ETH 3555.65
USDT 1.00
SBD 3.12